একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?
A
(১১০/৩)%
B
(১১৩/৩)%
C
(১২৭/৩)%
D
(১৪০/৩)%
উত্তরের বিবরণ
প্রশ্ন: একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
সমাধান:
মোট ব্যায় = (১/১০) + (১/৩) + (১/৫) অংশ
= (৩ + ১০ + ৬)/৩০
= ১৯/৩০ অংশ
বাকি থাকে = ১ - (১৯/৩০) অংশ
= (৩০ - ১৯)/৩০
= ১১/৩০ অংশ
শতকরা বাকী থাকে = [(১১/৩০) × ১০০]℅ = (১১০/৩)%

0
Updated: 3 weeks ago