কোনটি 'পোস্টমাস্টার' ছোটগল্পের চরিত্র?
A
অমল
B
গৌরীশংকর
C
রতন
D
অপু
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প: পোস্টমাস্টার
১. পোস্টমাস্টার
-
লেখক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরণ: ছোটগল্প
-
প্রধান চরিত্র:
-
পোস্টমাস্টার
-
রতন
-
২. বিখ্যাত উক্তি
"জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।"
৩. অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্প ও চরিত্র
| গল্প | প্রধান চরিত্র |
|---|---|
| নষ্টনীড় | অমল, ভূপতি, চারুলতা |
| হৈমন্তী | হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী |
0
Updated: 1 week ago
ভুসুকুপা রচিত কতটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে?
Created: 2 months ago
A
নয়টি
B
আঁটটি
C
এগারোটি
D
দশটি
ভুসুকুপা
-
চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী
-
চর্যাপদে তাঁর ৮টি পদ সংরক্ষিত
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
ভুসুকুপা নামটি সম্ভবত ছন্দের নাম
-
সময়কাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ; শেষ সীমা প্রায় ৮০০ খ্রিস্টাব্দ
-
ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬) এ সময় তিনি জীবিত ছিলেন
0
Updated: 2 months ago
'নতুন কবিতা' পত্রিকার সম্পাদক -
Created: 2 months ago
A
হাবীবুর রহমান
B
আলাউদ্দিন আল আজাদ
C
শামসুর রাহমান
D
আবদুর রশীদ খান
‘নতুন কবিতা’
-
সম্পাদক: আবদুর রশীদ খান ও আশরাফ সিদ্দিকী
-
প্রকাশকাল: ১৩৫৬ বঙ্গাব্দ (১৯৪৯ খ্রিষ্টাব্দ)
-
উদ্দেশ্য: পূর্ব পাকিস্তানের বাঙালি কবিদের প্রথম সংকলন, ‘সাহিত্য পথের নতুন যাত্রীদের কাব্য সৃষ্টির খতিয়ান’ হিসেবে প্রকাশিত।
-
উল্লেখযোগ্য কবি:
-
হাবীবুর রহমান
-
হাসান হাফিজুর রহমান
-
শামসুর রাহমান
-
জিল্লুর রহমান সিদ্দিকী
-
আলাউদ্দিন আল আজাদ
-
আবদুর রশীদ খান
-
আশরাফ সিদ্দিকী
-
মোহাম্মদ মামুন
-
বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
-
মনোজ সেনগুপ্ত
-
অন্যান্য ৩ জন কবি
-
-
পর্যালোচনা:
-
অধিকাংশ কবি শেষ পর্যন্ত কবি হিসেবে সফল হননি।
-
কেউ কেউ কবিতা লিখলেও স্বাচ্ছন্দ্য হারিয়েছেন।
-
0
Updated: 2 months ago
’রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।’- চর্যাপদের এ চরণটির রচিতা কে?
Created: 1 month ago
A
ভুসুকুপা
B
কুক্কুরীপা
C
লুইপা
D
কাহ্নাপা
কুক্কুরীপা ছিলেন চর্যাপদ রচয়িতাদের একজন। তিনি মোট তিনটি পদ রচনা করেছিলেন। এর মধ্যে দুটি পাওয়া গেলেও একটি পদ খুঁজে পাওয়া যায়নি। তার রচিত পদগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলোঃ
-
কুক্কুরীপা ২, ২০ ও ৪৮ নং পদ রচনা করেছিলেন।
-
এর মধ্যে ৪৮ নং পদটি পাওয়া যায়নি।
-
চর্যাপদের ২ নং পদের রচয়িতা কুক্কুরীপা।
-
পদটি হলো:
"দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।।"
উৎস:
0
Updated: 1 month ago