উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।
কোনটি 'পোস্টমাস্টার' ছোটগল্পের চরিত্র?
A
অমল
B
গৌরীশংকর
C
রতন
D
অপু
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প: পোস্টমাস্টার
১. পোস্টমাস্টার
-
লেখক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরণ: ছোটগল্প
-
প্রধান চরিত্র:
-
পোস্টমাস্টার
-
রতন
-
২. বিখ্যাত উক্তি
"জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।"
৩. অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্প ও চরিত্র
গল্প | প্রধান চরিত্র |
---|---|
নষ্টনীড় | অমল, ভূপতি, চারুলতা |
হৈমন্তী | হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী |

0
Updated: 12 hours ago
Related MCQ
বালক 'অমল' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকের চরিত্র?
Created: 12 hours ago
A
রক্তকরবী
B
ডাকঘর
C
অচলায়তন
D
প্রায়শ্চিত্ত

0
Updated: 12 hours ago
'লাইলী মজনু' কাব্যের মূল উপাখ্যান কোন দেশের?
Created: 1 month ago
A
পাকিস্থান
B
ইরান
C
ইরাক
D
শামদেশ
লায়লী মজনু
-
লায়লী মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান।
-
রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে—আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালের মধ্যে, আর মুহম্মদ শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
-
এটি পারস্যের কবি জামি-এর লায়লী ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ।
-
কাব্যের উপাখ্যানের দেশ ইরান।
-
এতে আধ্যাত্মিকতার তুলনায় মানবিক প্রবৃত্তি বেশি প্রাধান্য পেয়েছে।
-
কাহিনির প্রধান চরিত্র আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

0
Updated: 1 month ago
'মোকাজান মিয়া বা ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
Created: 12 hours ago
A
লালসালু
B
পদ্মানদীর মাঝি
C
আলালের ঘরের দুলাল
D
হাজার বছর ধরে
আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রারম্ভিক উপন্যাসগুলোর মধ্যে একটি। এটি প্রথম গ্রন্থাকারে ১৮৫৮ সালে প্রকাশিত হলেও ১৮৫৪ সাল থেকে মাসিক পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হত।
-
উপন্যাসে দেশীয় শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ এবং সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলার সমালোচনা করা হয়েছে।
-
একটি প্রসিদ্ধ সংলাপ: “দুনিয়া সাচ্চা নয়—মুই একা সাচ্চা হয়ে কি করবো?” — ঠকচাচার মুখে।
-
প্রধান চরিত্র: মোকাজান মিয়া বা ঠকচাচা।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র:
-
বাবুরাম
-
বাবুরামের পুত্র মতিলাল
-
ধূর্ত উকিল বটলর
-
অর্থলোভী বাঞ্ছারাম
-
তোষামোদকারী বক্রেশ্বর
-
-
কাহিনির একটি অংশে, ধনী বাবুরামের পুত্র মতিলাল পিতার অবহেলার কারণে অধঃপতনে পড়ে এবং পরবর্তীতে পিতার সম্পত্তি নষ্ট করে।
অন্য উপন্যাসগুলোর চরিত্রের উদাহরণ:
-
পদ্মানদীর মাঝি: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া
-
লালসালু: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা
-
হাজার বছর ধরে: নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র, বাকিরা মৃত বা বিবর্ণ

0
Updated: 12 hours ago