'ফেলুদা' কাল্পনিক গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে?
A
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
B
সত্যজিৎ রায়
C
আবু ইসহাক
D
হুমায়ূন আহমেদ
উত্তরের বিবরণ
ফেলুদা চরিত্র ও সত্যজিৎ রায়
১. ফেলুদা
-
স্রষ্টা: সত্যজিৎ রায়
-
ধরণ: কাল্পনিক গোয়েন্দা চরিত্র
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ সালের ডিসেম্বর, সন্দেশ পত্রিকা
২. ফেলুদা সিরিজ
-
মোট গল্প ও উপন্যাস: ৩৫টি সম্পূর্ণ এবং ৪টি অসম্পূর্ণ
-
প্রকাশকাল: ১৯৬৫–১৯৯৭
-
প্রকাশ পত্রিকা: সন্দেশ
৩. প্রধান চরিত্র ও সহকারী
চরিত্র | ভূমিকা |
---|---|
ফেলুদা | প্রধান গোয়েন্দা |
তপেশরঞ্জন মিত্র (তোপসে) | ফেলুদার ছোটভাই ও সহকারী |
লালমোহন গাঙ্গুলি (জটায়ু) | লেখক ও সহকারী, ছদ্মনাম জটায়ু |
৪. বৈশিষ্ট্য
-
ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় প্রভাবিত ছিলেন শার্লক হোমসের গল্প দ্বারা।
-
তোপসের চরিত্র ওয়াটসনের সঙ্গে মিল রয়েছে।
-
রায় নিজেই গল্পের প্রচ্ছদ ও অলংকরণ করতেন।

0
Updated: 12 hours ago
‘গোরক্ষবিজয়’ কাহিনির রচয়িতা কে?
Created: 1 month ago
A
বিজয় গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
বড়ু চণ্ডীদাস
D
শেখ ফয়জুল্লাহ
নাথসাহিত্য
-
সংজ্ঞা: নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য
-
কাল: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিশেষ ধারা
-
উল্লেখযোগ্য কাহিনি: শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয়
-
অন্যান্য কাহিনি ও গান:
-
রাজা মাণিকচন্দ্রের গান
-
ময়নামতীর গান
-
গোপীচন্দ্রের গান
-
-
বিষয়বস্তু: গার্হস্থ্য জীবনের প্রেক্ষাপটে যোগজীবনের নির্দেশিকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘দুই সৈনিক’ এর লেখক কে?
Created: 1 month ago
A
শওকত আলী
B
শহীদুল্লাহ কায়সার
C
শওকত ওসমান
D
সেলিনা হোসেন
‘দুই সৈনিক’ (শওকত ওসমান)
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৭৩ খ্রি.
-
উপন্যাসে ১৯৭১ সালের ২৫ মার্চের পরবর্তী কোনো দিনের অনূর্ধ্ব পাঁচ ঘণ্টার একটি ঘটনার বর্ণনা রয়েছে।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ খ্রি.; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি ইত্যাদি।

0
Updated: 1 month ago
'মৈমনসিংহ গীতিকা' সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?
Created: 1 week ago
A
১৯১৯ সালে
B
১৯২১ সালে
C
১৯২৩ সালে
D
১৯২৬ সালে
• মৈমনসিংহ গীতিকা:
-
এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে।
-
এ পালাগানগুলো সম্পাদনা করে 'মৈমনসিংহ গীতিকা' ১৯২৩ সালে গ্রন্থাকারে প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন।
-
গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 week ago