মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যুর পর প্রকাশিত গদ্যরীতির গ্রন্থ কোনটি?
A
প্রবোধচন্দ্রিকা
B
পঞ্চতন্ত্র
C
রাজাবলি
D
বত্রিশ সিংহাসন
উত্তরের বিবরণ
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও ‘প্রবোধচন্দ্রিকা’
১. প্রবোধচন্দ্রিকা
-
রচনা ও প্রকাশ: ১৮১৩ সালে রচিত হলেও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুর পর ১৮৩৩ সালে প্রকাশিত।
-
ধারা ও বিষয়: মূলত দার্শনিক নিবন্ধ; সংস্কৃত বিদ্যাভাণ্ডারের পরিচয় প্রদানের উদ্দেশ্যে রচিত।
-
ভাষা ও শৈলী: কথ্য সাধু ভাষা ও সংস্কৃত রীতির মিশ্র ব্যবহার।
২. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২–১৮১৯)
-
প্রধান রচনাসমূহ:
১. বত্রিশ সিংহাসন (১৮০২)
২. রাজাবলি (১৮০৮)
৩. হিতোপদেশ (১৮০৮)
৪. বেদান্তচন্দ্রিকা (১৮১৭)
৫. প্রবোধচন্দ্রিকা (১৮৩৩) -
গ্রন্থ বৈশিষ্ট্য:
-
হিতোপদেশ: সংস্কৃত ‘পঞ্চতন্ত্র’ থেকে অনূদিত; ভাষা সংস্কৃতানুগ।
-
রাজাবলি: কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধির উপর নির্ভর; গদ্যরীতি সুষ্ঠু ও প্রাঞ্জল; আরবি ও ফারসি শব্দের ব্যবহার।
-
বেদান্তচন্দ্রিকা: নামপত্রে মৃত্যুঞ্জয়ের উল্লেখ নেই; বহু অংশ সংস্কৃত গ্রন্থ ও বেদান্ত সূত্রের অনুবাদ; স্বাধীন রচনা নয়।
-
0
Updated: 1 month ago
জীবনানন্দ দাশের রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
ঝরা পালক
B
বনলতা সেন
C
মাল্যবান
D
মহাপৃথিবী
জীবনানন্দ দাশ এবং তাঁর সাহিত্যকর্ম
-
উপন্যাস: মাল্যবান (আরও একটি উপন্যাস: সুতীর্থ)
-
জীবনানন্দ দাশ:
-
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশাল
-
পিতৃনিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম
-
পিতা: সত্যানন্দ দাশ (স্কুলশিক্ষক ও সমাজসেবক)
-
মাতা: কুসুমকুমারী দাশ (কবি)
-
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪, কলকাতা (ট্রম দুর্ঘটনার পর)
-
-
উপাধি:
-
ধুসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
-
-
সাহিত্যকর্ম:
-
কাব্যগ্রন্থ: ঝরা পালক, ধূসর পাণ্ডু লিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
উপন্যাস: মাল্যবান, সুতীর্থ
-
প্রবন্ধগ্রন্থ: কবিতার কথা
-
0
Updated: 1 month ago
কোনটি চন্দ্রাবতীর রচিত কাব্য?
Created: 2 months ago
A
মহুয়া
B
দস্যু কেনারামের পালা
C
কমলা
D
দেওয়ানা মদিনা
চন্দ্রাবতী:
- চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের ষোলো শতকের একজন উল্লেখযোগ্য নারী কবি।
- মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যর ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মধ্যযুগের তিনজন প্রধান নারী কবির একজন চন্দ্রাবতী।
- অপর দুইজন চণ্ডীদাস অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- তিনি পিতার আদেশে 'রামায়ণ' অনুবাদে হাত দেন। কিন্তু তা সমাপ্ত করার পূর্বে মারা যান।
- তাঁর রচনার বৈশিষ্ট্য ষোড়শ শতাব্দীর সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত করা।
• চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো:
- মলুয়া
- দস্যু কেনারামের পালা
- রামায়ণ।
অন্যদিকে,
- মহুয়া-দ্বিজ কানাই,
- কমলা- দ্বিজ ঈশান,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
0
Updated: 2 months ago
'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
Created: 2 months ago
A
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
B
মুক্তিযুদ্ধ
C
ভাষা আন্দোলন
D
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
চিলেকোঠার সেপাই
-
রচয়িতা: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরন: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
কাহিনি: চিলেকোঠার ছোট্ট ঘরে বাস করলেও, স্বাধীনতার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের সঙ্গে ওসমানের সংযোগের গল্প
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলা, গোহাটি গ্রাম
-
পরিচিতি: কথাসাহিত্যিক
রচিত গ্রন্থসমূহ
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খােয়াবনামা
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago