সংস্কৃত ভাষায় চৈতন্যদেবের জীবনী কাব্য রচনা করেন কে?
A
বৃন্দাবন দাস
B
মুরারি গুপ্ত
C
লোচন দাস
D
কৃষ্ণদাস কবিরাজ
উত্তরের বিবরণ
চৈতন্যদেবের জীবনী কাব্য
চৈতন্যদেবের জীবনী বাংলা ও সংস্কৃত ভাষায় বিভিন্ন কাব্যগ্রন্থে রচিত হয়েছে।
-
প্রথম জীবনী লেখক (সংস্কৃত)
-
মুরারি গুপ্ত – কৃতিত্বের অধিকারী।
-
কাব্যের নাম: শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম, সাধারণভাবে পরিচিত মুরারি গুপ্তের কড়চা।
-
-
বাংলা ভাষার প্রথম জীবনী কাব্য
-
বৃন্দাবন দাস – কাব্যটির নাম প্রথমে চৈতন্যামঙ্গল, পরে ভাগবতের প্রভাব ও লীলা পর্যায় দেখে নামকরণ করা হয় চৈতন্যভাগবত।
-
সম্ভাব্য রচনাকাল: ১৫৪৮ খ্রিষ্টাব্দ।
-
-
বাংলা ভাষার দ্বিতীয় জীবনী কাব্য
-
লোচন দাস – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-
-
বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তথ্যবহুল জীবনী কাব্য
-
কৃষ্ণদাস কবিরাজ – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-

0
Updated: 12 hours ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 1 month ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 1 month ago
ফররুখ আহমদ কোন কাব্যের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
Created: 3 weeks ago
A
মুহূর্তের কবিতা
B
হাতেমতায়ী
C
সিরাজাম মুনীরা
D
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, শ্রীপুর, মাগুরা
-
ধরন: মুসলিম পুনর্জাগরণবাদী কবি
-
বিশেষ অর্জন:
-
১৯৪৪ সালে ‘লাশ’ কবিতার মাধ্যমে প্রথম খ্যাতি
-
১৯৬৬ সালে ‘হাতেমতায়ী’ কাব্যরে জন্য আদমজি পুরস্কার
-
১৯৬৬ সালে ‘পাখির বাসা’ শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার
-
প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ)
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা (সনেট সংকলন)
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
কোন নাটকটি দীনবন্ধুর 'নীল-দর্পণে'র সঙ্গে তুলনা করেছেন?
Created: 3 weeks ago
A
অবরোধ
B
কলঙ্ক
C
জনপদ
D
নবান্ন
নবান্ন (নাটক)
-
রচয়িতা: বিজন ভট্টাচার্য
-
প্রকাশ/রচনা: ১৯৪৪
-
পটভূমি: পঞ্চাশের মন্বন্তর
-
বিষয়বস্তু: কৃষক জীবনের দুঃখ, দুর্দশা এবং জীবন সংগ্রাম
-
গুরুত্ব: নবনাট্য আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান; বাংলা নাট্যধারায় যুগান্তকারী
-
প্রথম প্রদর্শনী: ভারতীয় গণনাট্য সঙ্ঘ, ১৯৪৪
-
তুলনামূলক নাটক: দীনবন্ধুর 'নীল-দর্পণ'
বিজন ভট্টাচার্য
-
জন্মস্থান: খানখানাপুর, ফরিদপুর
-
পিতা: ক্ষীরোদবিহারী ভট্টাচার্য (স্কুলশিক্ষক)
-
পেশা: নাট্যকার, অভিনেতা
-
স্মরণীয় ঘটনা: অসহযোগ আন্দোলনে (১৯২০-২২) অংশগ্রহণ এবং কারাবরণ
রচিত নাটকসমূহ
-
নবান্ন
-
জনপদ
-
কলঙ্ক
-
মরাচাঁদ
-
অবরোধ
-
গোত্রান্তর

0
Updated: 3 weeks ago