শুকুর মাহমুদ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
A
গোপীচন্দ্রের সন্ন্যাস
B
ময়নামতির গান
C
গোর্খবিজয়
D
মীনচেতন
উত্তরের বিবরণ
নাথসাহিত্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা, যা নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনিভিত্তিক সাহিত্যকে অন্তর্ভুক্ত করে।
-
এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করেছে:
১. সাধন-নির্দেশিকা
২. গাথাকাহিনি বা আখ্যায়িকা
কিছু উল্লেখযোগ্য নাথ সাহিত্য ও তাদের রচয়িতা:
-
গোরাক্ষ বিজয় – রচয়িতা শেখ ফয়জুল্লাহ
-
গোপীচন্দ্রের সন্ন্যাস – রচয়িতা শুকুর মাহমুদ; প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায়: দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ
-
মীনচেতন – রচয়িতা শ্যামাদাস সেন
-
ময়নামতির গান – রচয়িতা ভবানী দাস
-
গোর্খবিজয় – রচয়িতা ভীমসেন রায়

0
Updated: 12 hours ago
'হেক্টরবধ' কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
Created: 1 month ago
A
দান্তের ডিভাইন কমেডি
B
ভার্জিনের ইনিদ
C
হোমারের ওডিসি
D
হোমারের ইলিয়াড
হেক্টরবধ
-
হোমারের ‘ইলিয়াড’ মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
-
মধুসূদন রচনা শুরু: ১৮৬৭
-
প্রকাশিত: ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর (অসমাপ্ত)
-
বাংলা অনুবাদ হিসেবে হোমারের প্রথম প্রচেষ্টা।
-
উৎসর্গ: ভূদেব মুখোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম

0
Updated: 1 month ago
ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
Created: 1 week ago
A
উইলিয়াম কেরি
B
লর্ড ওয়েলেসলী
C
জর্জ গ্রিয়ার্সন
D
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ফোর্ট উইলিয়াম কলেজ:
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।
- বাংলাসহ ভারতের অনেক ভাষা বিশেষজ্ঞ ও ধর্মপ্রচারক উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 week ago
লৌকিক শ্রেণির মঙ্গলকাব্য কোনটি?
Created: 12 hours ago
A
গৌরীমঙ্গল
B
অন্নদামঙ্গল
C
ভবানীমঙ্গল
D
মনসামঙ্গল
লৌকিক মঙ্গলকাব্য, বিশেষ করে মনসামঙ্গল, বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের মঙ্গলকাব্যগুলোতে সাধারণত স্থানীয় দেবদেবী, লৌকিক বিশ্বাস ও সামাজিক রীতিনীতি প্রতিফলিত হয়।
-
লৌকিক মঙ্গলকাব্য বলতে বোঝায়, লোকায়ত দেবদেবী বা স্থানীয় দেবতা ও বিশ্বাসকে কেন্দ্র করে রচিত মঙ্গলকাব্য।
-
মঙ্গলকাব্যগুলোকে শ্রেণিগতভাবে দুটি ভাগে বিভক্ত করা যায়: পৌরাণিক এবং লৌকিক।
পৌরাণিক শ্রেণির মঙ্গলকাব্য এর মধ্যে উল্লেখযোগ্য:
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
অন্নদামঙ্গল
-
কমলামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল
লৌকিক শ্রেণির মঙ্গলকাব্য এর মধ্যে উল্লেখযোগ্য:
-
শিবায়ন বা শিবমঙ্গল
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বা বিদ্যাসুন্দর)
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সারদামঙ্গল
-
সূর্যমঙ্গল

0
Updated: 12 hours ago