'চারুমুখ চিত্তহারা' রোমিও জুলিয়েটে'র অনুবাদ নাটকটি কার রচনা?
A
রামনারায়ণ তর্করত্ন
B
হরচন্দ্র ঘোষ
C
গিরিশচন্দ্র ঘোষ
D
মনোমোহন বসু
উত্তরের বিবরণ
অনুবাদ নাটক বাংলা নাটকের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রস্তুত করেছিল। এই প্রসঙ্গে হরচন্দ্র ঘোষের অনুবাদ নাটক বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
ভানুমতী চিত্তবিলাস (১৮৫২): শেক্সপীয়রের মার্চেন্ট অব ভেনিস এর ভাবানুবাদ।
-
চারুমুখ চিত্তহারা (১৮৬৪): শেক্সপীয়রের রোমিও জুলিয়েট এর ভাবানুবাদ নাটক।

0
Updated: 12 hours ago
যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত 'কীর্তিবিলাস' হচ্ছে একটি-
Created: 12 hours ago
A
হাস্যরসাত্মক নাটক
B
মধুরান্তিক নাটক
C
ঐতিহাসিক নাটক
D
বিয়োগান্ত নাটক
বাংলা মৌলিক নাট্যসাহিত্যের সূচনা ঘটে ১৮৫২ সালে। এই বছরেই প্রকাশিত হয় যোগেন্দ্রচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস এবং তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটক। উভয় নাটকই বাংলা নাটকের ইতিহাসে পথিকৃৎ হিসেবে বিবেচিত।
-
কীর্তিবিলাস (যোগেন্দ্রচন্দ্র গুপ্ত):
-
এটি বাংলা সাহিত্যে বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা।
-
কাহিনি রচিত হয়েছে সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারকে কেন্দ্র করে।
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে নাটকে ট্র্যাজেডির রূপায়ণ ঘটেছে।
-
পাশ্চাত্য নাটকের আদর্শে নাটকটির অঙ্ক পাঁচটি, তবে সংস্কৃত নাটকের আদর্শে নান্দী ও সূত্রধারও অন্তর্ভুক্ত হয়েছে।
-
ভাষা সংস্কৃতের প্রভাবে আড়ষ্ট ও কৃত্রিম।
-
-
ভদ্রার্জুন (তারাচরণ শিকদার):
-
এটি ইংরেজি ও সংস্কৃত নাট্যরীতির সমন্বয়ে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক নাটক।
-
কাহিনি সংগৃহীত হয়েছে মহাভারত থেকে—অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ।
-
যদিও কাহিনি পৌরাণিক, তবু এতে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
-

0
Updated: 12 hours ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 3 weeks ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 3 weeks ago
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"- বিখ্যাত কবিতাংশটুকুর রচয়িতা কে?
Created: 2 days ago
A
রফিক আজাদ
B
হেলাল হাফিজ
C
শামসুর রাহমান
D
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কবিতাংশের রচয়িতা: হেলাল হাফিজ
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"
— কবিতাংশটি হেলাল হাফিজ রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা থেকে নেওয়া।
হেলাল হাফিজ:
-
জন্ম: ১৯৪৮ সালের ৭ অক্টোবর, নেত্রকোনা।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই তিনি দৈনিক পূর্বদেশ পত্রিকায় সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন।
-
তাঁর লেখা ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থ বাংলা কবিতায় ব্যতিক্রমী অবদান হিসেবে স্বীকৃত।
‘যে জলে আগুন জ্বলে’ গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
নিষিদ্ধ সম্পাদকীয় (যেখান থেকে উক্ত বিখ্যাত পঙ্ক্তি উদ্ধৃত হয়েছে)।
তাঁর কাব্যগ্রন্থসমূহ:
-
যে জলে আগুন জ্বলে
-
কবিতা ৭১
-
বেদনাকে বলেছি কেঁদোনা

0
Updated: 2 days ago