'চারুমুখ চিত্তহারা' রোমিও জুলিয়েটে'র অনুবাদ নাটকটি কার রচনা?
A
রামনারায়ণ তর্করত্ন
B
হরচন্দ্র ঘোষ
C
গিরিশচন্দ্র ঘোষ
D
মনোমোহন বসু
উত্তরের বিবরণ
অনুবাদ নাটক বাংলা নাটকের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রস্তুত করেছিল। এই প্রসঙ্গে হরচন্দ্র ঘোষের অনুবাদ নাটক বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
ভানুমতী চিত্তবিলাস (১৮৫২): শেক্সপীয়রের মার্চেন্ট অব ভেনিস এর ভাবানুবাদ।
-
চারুমুখ চিত্তহারা (১৮৬৪): শেক্সপীয়রের রোমিও জুলিয়েট এর ভাবানুবাদ নাটক।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 1 month ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
-
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
গল্পগ্রন্থসমূহ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
উৎস:
0
Updated: 1 month ago
যাযাবর’ কোন লেখকের ছদ্মনাম?
Created: 1 month ago
A
বিমল ঘোষ
B
বালাইচাঁদ মুখোপাধ্যায়
C
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
D
বিমল মিত্র
বাংলা সাহিত্যে অনেক লেখক ছদ্মনাম ব্যবহার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর
-
বিমল ঘোষ – ছদ্মনাম: মৌমাছি
-
বালাইচাঁদ মুখোপাধ্যায় – ছদ্মনাম: বনফুল
-
বিমল মিত্র – ছদ্মনাম: জাবালি
আরও কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাবু শর্মা
-
সমরেশ বসু – কালকূট
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
-
অচিন্ত্যকুমার সেনগুপ্ত – নীহারিকা দেবী
উৎস:
0
Updated: 1 month ago
‘দেওয়ানা মদিনা’ পালার লেখক কে?
Created: 1 month ago
A
মনসুর বয়াতি
B
চন্দ্রাবতী
C
দ্বিজ ঈশান
D
দ্বিজ কানাই
• দেওয়ানা মদিনা:
-
পালাটির লেখক: মনসুর বয়াতি।
-
বিষয়: বর্তমান হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন।
-
কাহিনি: বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলাল এর বিচিত্র জীবন এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনা এর প্রেম কাহিনি।
-
অপর নাম: আলাল-দুলালের পালা।
প্রধান চরিত্র:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনাফর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago