কৃত্তিবাসী রামায়ণ শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয় কত সালে?
A
১৮০২-০৩ সালে
B
১৮০৪-০৬ সালে
C
১৮০৭-০৮ সালে
D
১৮১০-১৩ সালে
উত্তরের বিবরণ
রামায়ণ হলো সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য, যার রচয়িতা বাল্মীকি।
কৃত্তিবাসী রামায়ণ:
-
কৃত্তিবাস ওঝা ছিলেন সংস্কৃত রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কবি এবং শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে স্বীকৃত।
-
তাঁর রচিত রামায়ণের অন্যনাম শ্রীরাম পাঞ্চালী।
-
বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণ করে, কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
-
এটি প্রথমবার ১৮০২–০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।

0
Updated: 12 hours ago
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
হরপ্রসাদ শাস্ত্রী
B
বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ
C
দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
D
দীনেশচন্দ্র সেন
শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব কাব্য। এর রচয়িতা ছিলেন বড়ু চণ্ডীদাস। রচনাকাল সুনির্দিষ্টভাবে জানা না গেলেও এটি প্রাকচৈতন্য যুগের, অর্থাৎ খ্রিস্টীয় ১৪শ শতকের কাব্য হিসেবে বিবেচিত। ১৩১৬ বঙ্গাব্দে (খ্রিস্টাব্দ ১৯০৯) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন। এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ।
-
খণ্ড সংখ্যা: ১৩
-
পদ সংখ্যা: ৪১৮
এই কাব্যের প্রধান চরিত্র:
-
রাধা
-
কৃষ্ণ
-
বড়ায়ি

0
Updated: 1 week ago
’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
Created: 1 week ago
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।

0
Updated: 1 week ago
প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি প্রতিষ্ঠা করেন কে?
Created: 22 hours ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
গিরিশচন্দ্র ঘোষ
C
দীনবন্ধু মিত্র
D
দ্বিজেন্দ্রলাল রায়
গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাট্যকার, নাট্যপরিচালক ও মঞ্চাভিনেতা। তিনি ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন এবং বাংলা নাট্যজগতে বিশেষ অবদান রাখেন।
সারসংক্ষেপ:
-
১৮৭২ সালে তিনি বাংলার প্রথম পেশাদার নাট্য কোম্পানি, ন্যাশনাল থিয়েটার, প্রতিষ্ঠা করেন।
-
প্রায় চল্লিশটি নাটক রচনা ও সমান সংখ্যক নাটক পরিচালনা করেন।
-
১৯১২ সালের ৮ ফেব্রুয়ারি কলকাতায় তিনি পরলোক গমন করেন।
প্রধান নাটকসমূহ:
পৌরাণিক নাটক:
-
রাবণবধ
-
সীতার বনবাস
-
সীতার বিদ্রোহ
-
লক্ষ্মণ বর্জন
-
রামের বনবাস
-
সীতাহরণ
-
পান্ডবের অজ্ঞাতবাস
-
পাণ্ডব গৌরব
রোমান্টিক নাটক:
-
মুকুলমুঞ্জরা
-
আবু হোসেন
ঐতিহাসিক নাটক:
-
সিরাজদ্দৌলা
-
মীরকাশিম
-
ছত্রপতি শিবাজী
-
অশোক
-
কৌতুক নাটক
-
হীরার ফুল
-
সপ্তমীতে বিসর্জন
-
বড়দিনের বখশিশ
উৎস:

0
Updated: 22 hours ago