কীর্তনের নতুন পদ্ধতির স্রষ্টা হিসেবে খ্যাতি লাভ করেন মধ্যযুগের কোন কবি?
A
বিদ্যাপতি
B
রামনিধি গুপ্ত
C
জ্ঞানদাস
D
মালাধর বসু
উত্তরের বিবরণ
জ্ঞানদাস সম্ভবত ষোল শতকে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করে, নিজের মৌলিক প্রতিভা সংযুক্ত করে রাধাকৃষ্ণের লীলাবর্ণনার মাধ্যমে মানবমানবীর শাশ্বত প্রেমবেদনা প্রকাশ করেছেন। জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের ভাবশিষ্য।
-
তিনি প্রথম ষোড়শ-গোপাল রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
-
রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ: মাথুর ও মুরলীশিক্ষা, যা বৈষ্ণবগীতিকাব্যের মূল্যবান সংকলন।
-
জ্ঞানদাস একজন সঙ্গীতজ্ঞ এবং কীর্তনের নতুন পদ্ধতির স্রষ্টা হিসেবে খ্যাত।
-
পদ রচনা ব্রজবুলি ও বাংলায় করেছেন, তবে বাংলা পদে কৃতিত্ব বেশি।
-
পদাবলিতে সৌন্দর্যের ব্যঞ্জনা এবং আবেগের সূক্ষ্ম কারুকর্ম ফুটিয়ে তুলেছেন।
-
তিনি মানবজীবনের বায়ুমণ্ডলে বসে বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলা প্রত্যক্ষ করে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
'সাহিত্যরত্ন' উপাধিটি কার?
Created: 2 months ago
A
মোহাম্মদ নজিবর রহমান
B
গোবিন্দচন্দ্র দাস
C
আবুল হোসেন
D
মোহাম্মদ মোজাম্মেল হক
✦ মোহাম্মদ নজিবর রহমান (আনুমানিক ১৮৬০ – ?)
-
পরিচয়: ঔপন্যাসিক।
-
জন্ম: আনুমানিক ১৮৬০ খ্রিস্টাব্দে।
-
অনুপ্রেরণা: ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ প্রেরণায় সাহিত্যচর্চায় ব্রতী হন।
-
সাহিত্যকীর্তি:
-
গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ চিত্রায়ণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
-
তাঁর প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
-
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
✦ মোহাম্মদ নজিবর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস
-
আনোয়ারা (প্রথম সামাজিক উপন্যাস ও সর্বাধিক জনপ্রিয় রচনা)
✦ অন্যদিকে
-
মোহাম্মদ মোজাম্মেল হক → বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কাব্যকণ্ঠ উপাধি লাভ করেন।
0
Updated: 2 months ago
'কবিকণ্ঠহার' কার উপাধি?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
জ্ঞানদাস
D
বিদ্যাপতি
• বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- 'মৈথিল কোকিল' বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 1 month ago
'গোরক্ষ বিজয়' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
শুকর মুহম্মদ
B
ভীমসেন রায়
C
সৈয়দ সুলতান
D
শেখ ফয়জুল্লাহ
• শেখ ফয়জুল্লাহ:
- তিনি নাথ সাহিত্যের আদি কবি।
- তার নাথ ধর্ম বিষয়ক আখ্যানকাব্যের নাম গোরক্ষ বিজয়।
- এই কাব্যটি আবদুল করিম সাহিত্যবিশারদ আবিষ্কার করেন।
• নাথসাহিত্য:
- নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করে: একটি হলো সাধন-নির্দেশিকা, আর অন্যটি হচ্ছে গাথাকাহিনী বা আখ্যায়িকা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago