বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি?
A
সেক শুভোদয়া
B
শূণ্যপুরাণ
C
গীতগোবিন্দম্
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
অন্ধকার যুগ বলতে বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত প্রায় দেড়'শ বছরকে বোঝায়। কেউ কেউ এই সময়কালকে তামস যুগ বা অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। যদিও এই সময়ের সাহিত্য নিদর্শন খুব সীমিত, তা সম্পূর্ণ অনুপস্থিত ছিল বলে ধারণা সত্য নয়।
-
অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন:
-
শ্রীহর্ষ: প্রাকৃত পৈঙ্গল কাব্যের রচয়িতা
-
রামাই পণ্ডিত:
-
বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ শূণ্যপুরাণ
-
নিরঞ্জনের রুম্মা (শূণ্যপুরাণের অন্তর্গত কবিতা)
-
কলিমা জালাল
-
-
হলায়ুধ মিশ্র: সেক শুভোদয়া (পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য)
-
-
এ সময়ের পাশাপাশি আদি বৈষ্ণব পদাবলিও উদ্ভূত হয়, যেমন জয়দেব রচিত গীতগোবিন্দম্, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত।

0
Updated: 12 hours ago
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক কে?
Created: 1 week ago
A
স্বর্ণকুমারী দেবী
B
বেগম রোকেয়া
C
সুফিয়া কামাল
D
প্রভাবতী দেবী
স্বর্ণকুমারী দেবী এবং তাঁর সাহিত্যকর্ম
-
বিশেষত্ব: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক
-
সম্পর্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা
-
সম্পাদকীয় কার্যক্রম: দীর্ঘ ৩০ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক
-
প্রথম উপন্যাস: দীপনির্বাণ
-
প্রধান উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
-
-
কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
-
-
নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
-

0
Updated: 1 week ago
ভুসুকুপা কোন শাসকের রাজত্বকালে জীবিত ছিলেন?
Created: 1 month ago
A
রামপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
গোপাল
ভুসুকুপা
-
স্থান: চর্যাগীতি রচনায় দ্বিতীয় স্থান অধিকারী
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
রচনাসংখ্যা: ৮টি পদ, চর্যাপদে সংরক্ষিত
-
জীবনকাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত; ধর্মপালের রাজত্বকালে (৭৭০–৮০৬ খ্রিস্টাব্দ) সক্রিয় ছিলেন
-
নোট:
-
কিছু কিংবদন্তি অনুসারে ‘ভুসুকুপা’ ছন্দের নাম
-
চর্যাপদের অন্যতম প্রাচীন কবি
-

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি?
Created: 12 hours ago
A
তারাবাঈ
B
সাজাহান
C
নূরজাহান
D
মেবার পতন
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকসমূহে ইতিহাস ও সম্রাটদের জীবনের চিত্রায়ণ গুরুত্বপুর্ণ স্থান দখল করে। তার মধ্যে 'সাজাহান' নাটককে বিশেষভাবে উল্লেখ করা হয়।
সাজাহান নাটক:
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে বিবেচিত।
-
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে।
-
নাটকের কাহিনি কেন্দ্র করে মোগল সম্রাট সাজাহানের জীবন।
-
নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
-
নাটকে ব্যবহৃত গান 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' এর রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যান্য ঐতিহাসিক নাটক:
-
তারাবাঈ
-
প্রতাপ-সিংহ
-
দুর্গাদাস
-
নূরজাহান
-
মেবার পতন
-
সাজাহান
-
চন্দ্রগুপ্ত
-
সিংহলবিজয়

0
Updated: 12 hours ago