বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি?
A
সেক শুভোদয়া
B
শূণ্যপুরাণ
C
গীতগোবিন্দম্
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
অন্ধকার যুগ বলতে বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত প্রায় দেড়'শ বছরকে বোঝায়। কেউ কেউ এই সময়কালকে তামস যুগ বা অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। যদিও এই সময়ের সাহিত্য নিদর্শন খুব সীমিত, তা সম্পূর্ণ অনুপস্থিত ছিল বলে ধারণা সত্য নয়।
-
অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন:
-
শ্রীহর্ষ: প্রাকৃত পৈঙ্গল কাব্যের রচয়িতা
-
রামাই পণ্ডিত:
-
বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ শূণ্যপুরাণ
-
নিরঞ্জনের রুম্মা (শূণ্যপুরাণের অন্তর্গত কবিতা)
-
কলিমা জালাল
-
-
হলায়ুধ মিশ্র: সেক শুভোদয়া (পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য)
-
-
এ সময়ের পাশাপাশি আদি বৈষ্ণব পদাবলিও উদ্ভূত হয়, যেমন জয়দেব রচিত গীতগোবিন্দম্, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত।
0
Updated: 1 month ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 2 months ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
শিশুতোষ গ্রন্থ 'কুঁচবরণ কন্যা' রচনা করেন কে?
Created: 2 months ago
A
সুকুমার সেন
B
সুকুমার রায়
C
বন্দে আলী মিয়া
D
সৈয়দ মুজতবা আলী
'কুঁচবরণ কন্যা' শিশুসাহিত্য
-
রচয়িতা: বন্দে আলী মিয়া
-
ধরণ: শিশুতোষ গ্রন্থ
-
প্রকাশ বা জন্মকাল: বন্দে আলী মিয়া, ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
রচনার বৈশিষ্ট্য: বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন।
-
অন্যান্য শিশুসাহিত্য রচনা:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
শিয়াল পন্ডিতের পাঠশালা
-
সাত রাজ্যের গল্প
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
কোন লেখক পঞ্চপাণ্ডবদের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে
0
Updated: 1 month ago