"ঢল ঢল কাঁচা
অঙ্গের লাবণি
অবনী বহিয়া যায়।"- পঙ্ক্তির রচয়িতা কে?
A
ভারতচন্দ্র রায়
B
জ্ঞানদাস
C
বিদ্যাপতি
D
গোবিন্দদাস
উত্তরের বিবরণ
গোবিন্দদাস শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে খ্যাতি অর্জন করা বৈষ্ণবপদ রচয়িতা। তিনি বিদ্যাপতির ভাবশিষ্য এবং দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত।
-
আসল পদবি: সেন
-
গোবিন্দদাসের নামে প্রায় সাড়ে চারশত বৈষ্ণবপদ পাওয়া যায়।
-
তাঁর কাব্যগুরু ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি।
-
রচিত সংস্কৃত নাটক: সংগীতমাধব
উপাধি:
-
শ্রীজীব গোস্বামী তাকে কবিরাজ উপাধি দেন।
-
জীব গোস্বামী তাকে কবীন্দ্র উপাধি প্রদান করেন।
বিখ্যাত পঙ্ক্তি:
"ঢল ঢল কাঁচা
অঙ্গের লাবণি
অবনী বহিয়া যায়।
ঈষত হাসির তরঙ্গ- হিল্লোলে
মদন মুরুছা পায়।।"
0
Updated: 1 month ago
সেলিনা হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
রাজসিংহ
B
শহরতলী
C
কন্যাকুমারী
D
গায়ত্রী সন্ধ্যা
গায়ত্রী সন্ধ্যা সেলিনা হোসেন রচিত একটি ত্রয়ী উপন্যাস। একই শিরোনামে গ্রন্থটি তিন খণ্ডে প্রকাশিত হয় এবং এর পটভূমি ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ আটাশ বছরের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এতে প্রতিফলিত হয়েছে। এ উপন্যাসে জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীর অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সেলিনা হোসেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। তিনি ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর কথাসাহিত্যের মূল আখ্যান হলো অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীমুক্তি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
হাঙর নদী গ্রেনেড
-
মগ্ন চৈতন্যে শিস
-
যাপিত জীবন
-
চাঁদবেনে
-
পোকামাকড়ের ঘরবসতি
-
গায়ত্রী সন্ধ্যা
-
দীপান্বিতা
গল্পগ্রন্থ
-
উৎস থেকে নিরন্তর
-
খোলকরতাল
-
মুক্তিযুদ্ধের গল্প
শিশু-কিশোর উপযোগী রচনা
-
সাগর
-
বাংলা একাডেমী গল্পে বর্ণমালা
-
বর্ণমালার গল্প
-
জ্যোৎস্নার রঙে আঁকা ছবি
-
চাঁদের বুড়ির পান্তা ইলিশ
এছাড়া উল্লেখযোগ্য যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন রাজসিংহ উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন শহরতলী, এবং কন্যাকুমারী উপন্যাসের রচয়িতা রাশিদা আখতার।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামকে নিম্নলিখিত কোন পুরস্কার প্রদান করা হয়নি?
Created: 1 month ago
A
বাংলা একাডেমী পদক
B
একুশে পদক
C
জগত্তারিনী পদক
D
পদ্মভূষণ পদক
সঠিক উত্তর - ক) বাংলা একাডেমী পদক।
কাজী নজরুল ইসলামের সন্মান ও পুরস্কার:
- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪৫ সালে তাঁকে জগত্তারিনী পুরস্কারে ভূষিত করে।
- ভারত সরকার ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে আনেন।
- ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী থেকে এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে তাঁকে নাগরিকত্ব ও একুশে পদক প্রদান করা হয়।
0
Updated: 1 month ago
'কাব্য সুধাকর' কার উপাধি?
Created: 1 month ago
A
কায়কোবাদ
B
ফররুখ আহমদ
C
গোলাম মোস্তফা
D
আহসান হাবীব
গোলাম মোস্তফা
-
জন্ম: ১৮৯৭, মনোহরপুর, শৈলকুপা, যশোর (বর্তমান ঝিনাইদহ)
-
পেশা: লেখক ও কবি
-
ভাষা আন্দোলন সম্পর্কিত কার্যক্রম: ১৯৪৯ সালে পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন প্রকাশ।
-
পুরস্কার ও স্বীকৃতি:
-
যশোর সংঘ কর্তৃক ‘কাব্য সুধাকর’ (১৯৫২)
-
পাকিস্তান সরকার কর্তৃক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬০)
-
রচিত কাব্যগ্রন্থ
-
রক্তরাগ
-
খোশরোজ
-
কাব্যকাহিনী
-
গীতি সঞ্চয়ন
-
সাহারা
-
হাসনাহেনা
-
বুলবুলিস্তান
-
বনি আদম ইত্যাদি
রচিত গদ্যগ্রন্থ
-
বিশ্বনবী
-
ইসলাম ও জেহাদ
-
ইসলাম ও কমিউনিজম
-
আমার চিন্তাধারা
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য
-
কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ উপাধি: কাব্যভূষণ
-
মোহাম্মদ মোজাম্মেল হক উপাধি: কাব্য কন্ঠ
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago