বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে?
A
রামমোহন রায়
B
রাজীবলোচন মুখোপাধ্যায়
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
উইলিয়াম কেরি
উত্তরের বিবরণ
রামমোহন রায় (১৭৭৪–১৮৩৩) বাংলা গদ্য সাহিত্যের একজন প্রাথমিক ও প্রভাবশালী রচয়িতা, যিনি পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যরীতি প্রথম ব্যবহার করেন। তাঁর গদ্যরচনা বিচার-বিশ্লেষণ ও উচ্চতর চিন্তাধারার প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
ধর্ম সম্পর্কিত আলোচনায় রামমোহন রায় স্বকীয় গদ্যরীতি অবলম্বন করেছিলেন, কারণ তিনি তৎকালীন রচনারীতির সহায়তা পাননি।
-
তাঁর ভাষা ছিল বিবৃতিসর্বস্ব ও প্রচারধর্মী, যা পরমতখণ্ডন ও আত্মপক্ষ সমর্থনের জন্য শাস্ত্র উদ্ধৃতি ও অনুবাদের মাধ্যমে ব্যবহৃত।
-
রচনা যুক্তিনিষ্ঠ এবং বুদ্ধিদীপ্ত, তবে সাহিত্যগুণের প্রকাশ সীমিত।
-
কিছু রচনায় পণ্ডিতি-বৈশিষ্ট্য ফুটে উঠেছে; সেই ক্ষেত্রে তাঁর গদ্যরীতি সংস্কৃত গদ্যরীতির আদর্শ অনুসরণ করে গঠিত।
0
Updated: 1 month ago
শিশুতোষ গ্রন্থ 'কুঁচবরণ কন্যা' রচনা করেন কে?
Created: 2 months ago
A
সুকুমার সেন
B
সুকুমার রায়
C
বন্দে আলী মিয়া
D
সৈয়দ মুজতবা আলী
'কুঁচবরণ কন্যা' শিশুসাহিত্য
-
রচয়িতা: বন্দে আলী মিয়া
-
ধরণ: শিশুতোষ গ্রন্থ
-
প্রকাশ বা জন্মকাল: বন্দে আলী মিয়া, ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
রচনার বৈশিষ্ট্য: বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন।
-
অন্যান্য শিশুসাহিত্য রচনা:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
শিয়াল পন্ডিতের পাঠশালা
-
সাত রাজ্যের গল্প
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'কথোপকথন' গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
উইলিয়াম কেরি
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
কথোপকথন
-
রচয়িতা: উইলিয়াম কেরি
-
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বাংলা মুদ্রিত গ্রন্থ
-
বিষয়বস্তু: একাধিক মানুষের মুখের সাধারণ কথোপকথন বা ডায়লগ
উইলিয়াম কেরি
-
ইংরেজ মিশনারি
-
বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান
-
প্রধান রচনা: ‘ইতিহাসমালা’ (বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ) ও ‘কথোপকথন’
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা
0
Updated: 2 months ago
ভুসুকুপা কয়টি পদ রচনা করেন?
Created: 1 month ago
A
১০টি
B
৮টি
C
৯টি
D
৭টি
ভুসুকুপা চর্যাগীতি রচনার দিক থেকে ভুসুকুপা দ্বিতীয় স্থান অধিকার করেন। তাকে সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র হিসেবে গণ্য করা হয়। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেছেন।
ভুসুকুপার রচিত চর্যার পদগুলো হলো:
৬নং
২১নং
২৩নং
২৭নং
৩০নং
৪১নং
৪৩নং
৪৯নং
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন। তিনি তাঁর রচিত ৪৯নং পদে পদ্মা নদী (পঁউআ খাল) এবং ‘বঙ্গাল’ দেশ ও ‘বঙ্গালী’ শব্দের উল্লেখ করেছেন।
‘আপনা মাংসে হরিণা বৈরী’ (৬নং পদ) এই বিখ্যাত পদের রচয়িতাও ভুসুকপাই।
0
Updated: 1 month ago