পুঁথি সাহিত্যর প্রথম ও সার্থক কবি ছিলেন-
A
ফকির গরীবুল্লাহ
B
শেখ ফয়জুল্লাহ
C
মুহম্মদ কবীর
D
দোনা গাজী
উত্তরের বিবরণ
ফকির গরীবুল্লাহ বাংলা পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। তিনি হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুর গ্রামের অধিবাসী ছিলেন।
-
ফকির গরীবুল্লাহর কাব্যগুলোর মিশ্র ভাষারীতিতে রচনা করা হয়েছে।
-
উল্লেখযোগ্য কাব্যসমূহ:
-
ইউসুফ জোলেখা
-
আমীর হামজা (প্রথম অংশ)
-
জঙ্গনামা
-
সোনাভান
-
সত্যপীরের পুঁথি
-

0
Updated: 12 hours ago
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
Created: 3 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
স্বর্ণকুমারী দেবী
C
বিহারীলাল চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী। গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম- স্বপ্নদর্শন, সংগীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদামঙ্গল, ইত্যাদি।

0
Updated: 3 weeks ago
শুকুর মাহমুদ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
Created: 12 hours ago
A
গোপীচন্দ্রের সন্ন্যাস
B
ময়নামতির গান
C
গোর্খবিজয়
D
মীনচেতন
নাথসাহিত্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা, যা নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনিভিত্তিক সাহিত্যকে অন্তর্ভুক্ত করে।
-
এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করেছে:
১. সাধন-নির্দেশিকা
২. গাথাকাহিনি বা আখ্যায়িকা
কিছু উল্লেখযোগ্য নাথ সাহিত্য ও তাদের রচয়িতা:
-
গোরাক্ষ বিজয় – রচয়িতা শেখ ফয়জুল্লাহ
-
গোপীচন্দ্রের সন্ন্যাস – রচয়িতা শুকুর মাহমুদ; প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায়: দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ
-
মীনচেতন – রচয়িতা শ্যামাদাস সেন
-
ময়নামতির গান – রচয়িতা ভবানী দাস
-
গোর্খবিজয় – রচয়িতা ভীমসেন রায়

0
Updated: 12 hours ago
নিচের কোনটি পূর্ববঙ্গ গীতিকার অন্তর্ভুক্ত নয়?
Created: 1 week ago
A
ভেলুয়া
B
কমল সওদাগর
C
নিজাম ডাকাতের পালা
D
কমলা
• কমলা
-
মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত।
পূর্ববঙ্গ-গীতিকা
-
সংজ্ঞা: পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন, যা মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত।
-
অঞ্চল: ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি।
-
প্রধান সংগ্রাহক: চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
-
সংগৃহীত পালাগুলির সংখ্যা: পঞ্চাশের অধিক।
পূর্ববঙ্গ গীতিকার পালা:
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
ভেলুয়া
-
চৌধুরীর লড়াই
-
কমল সদাগর
-
সুজা তনয়ার বিলাপ
-
পরীবানুর হাহলা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago