পুঁথি সাহিত্যর প্রথম ও সার্থক কবি ছিলেন-
A
ফকির গরীবুল্লাহ
B
শেখ ফয়জুল্লাহ
C
মুহম্মদ কবীর
D
দোনা গাজী
উত্তরের বিবরণ
ফকির গরীবুল্লাহ বাংলা পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। তিনি হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুর গ্রামের অধিবাসী ছিলেন।
-
ফকির গরীবুল্লাহর কাব্যগুলোর মিশ্র ভাষারীতিতে রচনা করা হয়েছে।
-
উল্লেখযোগ্য কাব্যসমূহ:
-
ইউসুফ জোলেখা
-
আমীর হামজা (প্রথম অংশ)
-
জঙ্গনামা
-
সোনাভান
-
সত্যপীরের পুঁথি
-
0
Updated: 1 month ago
মাহমুদুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?
Created: 2 months ago
A
দ্বিতীয় দিনের কাহিনী
B
নেকড়ে অরণ্য
C
ওঙ্কার
D
জীবন আমার বোন
'জীবন আমার বোন' উপন্যাস:
- মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস 'জীবন আমার বোন'।
- বরাবরই মধ্যবিত্তের জীবনসংগ্রাম, তাদের দ্বিধাগ্রস্ততা, অপূর্ণতা আর সুবিধাবাদী চরিত্র অসাধারণভাবে এঁকেছেন এই শিল্পী তাঁর প্রতিটি উপন্যাসে।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহেদুল করিমের মধ্যবিত্তীয় সুবিধাবাদী মানসিকতার পাশাপাশি যুদ্ধের নানা বাস্তবতায় নিজের বোঝাপড়াও লেখক তুলে ধরেন পাঠকের সামনে।
- লেখকের অসামান্য উপস্থাপনা, ভাষার কাব্যিক ব্যঞ্জনায় ছোট্ট, হৃদয়গ্রাহী উপন্যাসটি যতই পড়া যায় ততই বিষমবেদনায় ভারাক্রান্ত করে।
অন্যদিকে,
- 'দ্বিতীয় দিনের কাহিনী' সৈয়দ শামসুল হকের উপন্যাস।
- 'নেকড়ে অরণ্য' শওকত ওসমানের উপন্যাস।
- 'ওঙ্কার' আহমদ ছফার উপন্যাস।
0
Updated: 2 months ago
বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেছেন কে?
Created: 1 month ago
A
বাল্মীকি
B
কবীন্দ্র পরমেশ্বর
C
কৃত্তিবাস ওঝা
D
শ্রীকর নন্দী
রামায়ণ
রচয়িতা:
-
মূল সংস্কৃত রামায়ণ রচনা করেন ঋষি বাল্মীকি।
বাংলা অনুবাদ:
-
প্রথম বাংলা অনুবাদক: কৃত্তিবাস ওঝা।
-
সময়কাল: মধ্যযুগ (গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে)।
-
কৃত্তিবাস ওঝাই বাংলা অনুবাদ সাহিত্যের প্রথম সূত্রপাত করেন।
-
প্রথম মহিলা অনুবাদক: চন্দ্রাবতী।
✦ মহাভারত (বাংলা অনুবাদ)
-
প্রথম বাংলা অনুবাদক: কবীন্দ্র পরমেশ্বর।
-
শ্রীকর নন্দী রচিত মহাভারত পরিচিত হয় "ছুটিখানি মহাভারত" নামে।
✦ ভগবত পুরাণ (বাংলা অনুবাদ)
-
প্রথম বাংলা অনুবাদক: মালাধর বসু।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কে?
Created: 3 weeks ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D
মীর মশাররফ হোসেন
বাংলা উপন্যাস সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তিনি সাহিত্য, সাংবাদিকতা ও চিন্তাজগত—সবক্ষেত্রেই আধুনিকতার সূচনা ঘটিয়েছিলেন। বাংলা গদ্যকে তিনি কেবল শিল্পরূপেই নয়, জাতীয় চেতনার বাহক হিসেবেও প্রতিষ্ঠা করেন।
মূল তথ্যসমূহ:
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ঔপন্যাসিক ও সাংবাদিক।
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর রচিত প্রথম উপন্যাস ‘রাজমোহনের ওয়াইফ’, যা ইংরেজি ভাষায় লেখা।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত তাঁর রচনা ‘দুর্গেশনন্দিনী’।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম ‘ললিতা তথা মানস’।
-
তাঁর বিখ্যাত ত্রয়ী উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
কৃষ্ণকান্তের উইল
0
Updated: 3 weeks ago