'হানিফা-কয়রাপরী' রোমান্টিক প্রণয়োপাখ্যানটি কার রচনা?
A
আবদুল হাকিম
B
নওয়াজিস খান
C
সাবিরিদ খান
D
সৈয়দ সুলতান
উত্তরের বিবরণ
হানিফা-কয়রাপরী সাবিরিদ খানের রচিত একটি উল্লেখযোগ্য কাব্য, যা জঙ্গনামাজাত্মক যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনির কারণে রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্ভুক্ত।
-
কাব্যটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, ফলে নামকরণে ভিন্নতা দেখা দিয়েছে।
-
ড. আহমদ শরীফ: হানিফার দিগ্বিজয়
-
আবদুল করিম সাহিত্যবিশারদ: মোহাম্মদ হানিফা ও কয়রাপরী
-
ড. মুহম্মদ এনামুল হক: হানিফা ও কযরাপরী
-
-
কাহিনির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি।
-
মূল চরিত্র: হযরত আলীর পুত্র মুহম্মদ হানিফা।
-
কাহিনির সারমর্ম:
-
হানিফা ও জয়গুন পরিণয় লাভ করে।
-
দুজনই দিগ্বিজয়ী হিসেবে বহু রাজাকে পরাজিত করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন।
-
হানিফা ও কয়রাপরীর প্রণয়কাহিনি কাব্যে বর্ণিত।
-
-
বৈশিষ্ট্য:
-
প্রেমকাহিনিভিত্তিক হলেও যুদ্ধমুখী কাব্য।
-
প্রণয়কাহিনি দ্রুতগতিতে অগ্রসর হয় এবং রোমান্সের পর্যায়ে পৌঁছায়।
-
সাবিরিদ খানের অন্যান্য কাব্যের তুলনায় এখানে গাম্ভীর্য কম, তবে প্রাঞ্জল ভাষারীতি ব্যবহৃত হয়েছে।
-
0
Updated: 1 month ago
বাংলা সনেটের আদি গ্রন্থ কোনটি ?
Created: 1 month ago
A
বীরাঙ্গনা কাব্য
B
মেঘনাদবধ কাব্য
C
তিলোত্তমাসম্ভব কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
‘চতুর্দশপদী কবিতাবলি’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
-
মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি; সে বিচারে এটি বাংলা সনেটের আদি গ্রন্থ।
-
প্রকাশকাল: ১লা অগস্ট ১৮৬৬ (গ্রন্থাকারে)।
-
কবিতাগুলি প্রবাসে রচিত।
-
সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং অধিকাংশ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
সংশোধিত গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৮৩০ জন
B
৮৩৬ জন
C
৮৪০ জন
D
৮৫৬ জন
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪ – শহীদদের তালিকা
-
প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫
-
প্রথম গেজেট: শহীদদের তালিকা সরকারিভাবে প্রকাশিত
-
প্রাথমিক শহীদ সংখ্যা: ৮৩৪ জন (পরে ১০ জন যুক্ত) → ৮৪৪ জন
-
সংশোধন: ৩ আগস্ট, ২০২৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও একটি গেজেট জারি করে
-
এই গেজেটে ৮ জন বাদ দেওয়া হয়
-
বাদ দেওয়ার কারণ:
-
৪ জনের নাম গেজেটে দুবার এসেছে
-
৪ জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না
-
-
-
চূড়ান্ত শহীদ সংখ্যা: ৮৩৬ জন
0
Updated: 2 months ago
‘মধুমালতী’ কাব্যের রচয়িতা কে?
Created: 2 months ago
A
দৌলত কাজী
B
শেখ ফয়জুল্লাহ
C
মুহম্মদ কবীর
D
আলাওল
‘মধুমালতী’ কাব্য
মুহম্মদ কবীর হিন্দি কবি মনঝনের মধুমালত্ বা সাধনের মৈনাসত্ কাব্যের অনুসরণে বাংলা ‘মধুমালতী’ কাব্য রচনা করেন। এর রচনাকাল ১৫৮৮ খ্রিষ্টাব্দ এবং কাহিনিটি ভারতীয় উৎসের।
এই কাব্যে রাজপুত্র মনোহর ও রাজকন্যা মধুমালতীর রূপকথাসুলভ রোম্যান্টিক প্রেমকাহিনি বর্ণিত হয়েছে। মূল কাব্যটি ছিল অধ্যাত্ম রসাত্মক, তবে বাংলা অনুবাদে এটি আদি রসাত্মক কাব্যে পরিণত হয়েছে।
তৎকালে কাব্যটি এত জনপ্রিয় হয়েছিল যে, কবীরের পরবর্তী আরও ছয়জন কবি একই নামে কাব্য রচনা করেন। তবে তাদের মধ্যে একমাত্র সৈয়দ হামজা ব্যতীত অন্য কারও কাব্য শিল্পমান অর্জন করতে পারেনি; আবার সৈয়দ হামজার কাব্যও কবীরের কাব্যের মতো সার্থক হয়নি।
0
Updated: 2 months ago