'হানিফা-কয়রাপরী' রোমান্টিক প্রণয়োপাখ্যানটি কার রচনা?
A
আবদুল হাকিম
B
নওয়াজিস খান
C
সাবিরিদ খান
D
সৈয়দ সুলতান
উত্তরের বিবরণ
হানিফা-কয়রাপরী সাবিরিদ খানের রচিত একটি উল্লেখযোগ্য কাব্য, যা জঙ্গনামাজাত্মক যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনির কারণে রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্ভুক্ত।
-
কাব্যটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, ফলে নামকরণে ভিন্নতা দেখা দিয়েছে।
-
ড. আহমদ শরীফ: হানিফার দিগ্বিজয়
-
আবদুল করিম সাহিত্যবিশারদ: মোহাম্মদ হানিফা ও কয়রাপরী
-
ড. মুহম্মদ এনামুল হক: হানিফা ও কযরাপরী
-
-
কাহিনির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি।
-
মূল চরিত্র: হযরত আলীর পুত্র মুহম্মদ হানিফা।
-
কাহিনির সারমর্ম:
-
হানিফা ও জয়গুন পরিণয় লাভ করে।
-
দুজনই দিগ্বিজয়ী হিসেবে বহু রাজাকে পরাজিত করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন।
-
হানিফা ও কয়রাপরীর প্রণয়কাহিনি কাব্যে বর্ণিত।
-
-
বৈশিষ্ট্য:
-
প্রেমকাহিনিভিত্তিক হলেও যুদ্ধমুখী কাব্য।
-
প্রণয়কাহিনি দ্রুতগতিতে অগ্রসর হয় এবং রোমান্সের পর্যায়ে পৌঁছায়।
-
সাবিরিদ খানের অন্যান্য কাব্যের তুলনায় এখানে গাম্ভীর্য কম, তবে প্রাঞ্জল ভাষারীতি ব্যবহৃত হয়েছে।
-

0
Updated: 12 hours ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস নয় কোনটি?
Created: 1 week ago
A
পরিণীতা
B
বিলাসী
C
চন্দ্রনাথ
D
গৃহদাহ
বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প। এ গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে। বিলাসী গল্পের ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর নিজের ছায়াপাত ঘটিয়েছেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত তথ্য
-
তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির।
-
তিনি ‘মন্দির’ গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
তাঁর রাজনৈতিক উপন্যাস পথের দাবী (১৯২৬) ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
Created: 1 month ago
A
পশ্চিম যাত্রীর ডায়েরী
B
য়ুরোপ প্রবাসীর পত্র
C
জাভা যাত্রীর পত্র
D
জাপান যাত্রী
‘য়ুরোপ প্রবাসীর পত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি।
চলিত ভাষায় রচিত, এবং এখানেই রবীন্দ্রনাথ প্রথমবার চলিতরীতির প্রবর্তন করেন।
প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় (১৮৮১ সালে)।
কাহিনি সংক্ষেপ
১৮৭৮ সালের সেপ্টেম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান।
কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন।
পড়াশোনা সম্পূর্ণ না করে দেড় বছর পর তিনি দেশে ফেরেন।
সে সময় ইউরোপের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর য়ুরোপ প্রবাসীর পত্র গ্রন্থে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি
য়ুরোপ প্রবাসীর পত্র
য়ুরোপ যাত্রীর ডায়েরী
পথের সঞ্চয়
জাপান যাত্রী
পশ্চিম যাত্রীর ডায়েরী
জাভা যাত্রীর পত্র
রাশিয়ার চিঠি
পারস্য যাত্রী

0
Updated: 1 month ago
'লায়লী মজনু' কাব্যের রচয়িতা কে?
Created: 1 month ago
A
আলাওল
B
দৌলত উজির বাহরাম খান
C
দৌলত কাজী
D
শাহ মুহম্মদ সগীর
লায়লী-মজনু কাব্য
-
রচয়িতা: দৌলত উজির বাহরাম খান
-
রচনাকাল:
-
আহমদ শরীফের মতে: ১৫৪৩–১৫৫৩
-
শহীদুল্লাহর মতে: ১৬৬৯ খ্রিষ্টাব্দ
-
-
মূল উৎস: ইরানি কবি জামির লায়লী ওয়া-মজনুন কাব্যের ভাবানুবাদ
-
দেশ: ইরান
-
বিষয়বস্তু ও বৈশিষ্ট্য:
-
আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রেম ও প্রবৃত্তির প্রাধান্য
-
প্রধান চরিত্র: আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 1 month ago