পারস্যের কবি জামী রচিত কাব্যের বাংলা অনুবাদ গ্রন্থ কোনটি?
A
পদ্মাবতী
B
ইউসুফ-জোলেখা
C
গুলে বকাওলী
D
মধুমালতী
উত্তরের বিবরণ
ইউসুফ-জোলেখা কাব্যটি শাহ মুহম্মদ সগীর রচিত একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যে এই ধারার প্রথম কাব্য হিসেবে বিবেচিত। এটি মূলত পারস্যের কবি জামী রচিত 'ইউসুফ জোলেখা' কাব্যের বাংলা অনুবাদ ও স্বাধীন রচনার সংমিশ্রণ।
-
কাব্যের রচনা গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে।
-
কাহিনির উৎস: বাইবেল ও কোরান; এছাড়াও ইরানের কবি ফেরদৌসি কাব্য রচনা করেছেন।
-
শাহ মুহম্মদ সগীর কোরান ও ফেরদৌসির সূত্র থেকে কাহিনি গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রেমকাহিনি রচনা করেছেন; তিনি বাইবেল পড়েননি।
-
পরবর্তীতে মধ্যযুগের অন্যান্য কবিরাও ইউসুফ-জোলেখা নিয়ে কাব্য রচনা করেছেন, যেমন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। তবে প্রথম এবং মূল রচয়িতা ছিলেন শাহ মুহম্মদ সগীর।

0
Updated: 12 hours ago
মুনীর চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
Created: 1 week ago
A
রক্তাক্ত প্রান্তর
B
কবর
C
মানুষ
D
রূপার কৌটা
মুনীর চৌধুরী ও ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’
-
কবর
-
নাটকের পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক হিসেবে পরিচিত।
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি থাকা অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন।
-
-
মুনীর চৌধুরীর অন্যান্য নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
-
অনুবাদ নাটক
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
মীর মানস
-
তুলনামূলক আলোচনা
-
-
অন্যান্য তথ্য
-
‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধে লেখা।
-
‘মানুষ’ নাটক ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে রচিত।
-
‘রূপার কৌটা’ হলো মুনীর চৌধুরীর অনুবাদ নাটক।
-

0
Updated: 1 week ago
'গফুর' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন ছোটগল্পের চরিত্র?
Created: 12 hours ago
A
বিলাসী
B
মামলার ফল
C
সতী
D
মহেশ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোটগল্পগুলোতে মানবচরিত্র ও সমাজের বিভিন্ন সমস্যা অন্বেষণ করা হয়েছে। তার মধ্যে 'মহেশ', 'বিলাসী' এবং 'মামলার ফল' উল্লেখযোগ্য।
মহেশ:
-
এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সার্থক ছোটগল্প, প্রথম প্রকাশিত হয়েছে ১৯২৬ সালে।
-
গল্পের প্রধান চরিত্র মহেশ, একটি ষাঁড়ের নাম।
-
গল্পের অন্যান্য চরিত্র হলো:
-
গফুর
-
আমেনা
-
তর্করত্ন
-
জমিদার শিববাবু
-
বিলাসী:
-
গল্পে অস্পৃশ্যতার বিরোধ প্রদর্শিত হয়েছে মৃত্যুঞ্জয় ও বিলাসীর বিবাহের মাধ্যমে।
-
গল্পের ন্যারেটর বা ন্যাড়া চরিত্র আসলে লেখক নিজেই।
মামলার ফল:
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো দুই ভাই, শিবু ও শম্ভু।
-
নিঃসন্তান সঙ্গামণির অপত্য স্নেহের মাধ্যমে শিশু গয়ারাম কাহিনীর মূল চরিত্র হিসেবে প্রাধান্য পায়।

0
Updated: 12 hours ago
জীবনানন্দ দাশের রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
ঝরা পালক
B
বনলতা সেন
C
মাল্যবান
D
মহাপৃথিবী
জীবনানন্দ দাশ এবং তাঁর সাহিত্যকর্ম
-
উপন্যাস: মাল্যবান (আরও একটি উপন্যাস: সুতীর্থ)
-
জীবনানন্দ দাশ:
-
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশাল
-
পিতৃনিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম
-
পিতা: সত্যানন্দ দাশ (স্কুলশিক্ষক ও সমাজসেবক)
-
মাতা: কুসুমকুমারী দাশ (কবি)
-
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪, কলকাতা (ট্রম দুর্ঘটনার পর)
-
-
উপাধি:
-
ধুসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
-
-
সাহিত্যকর্ম:
-
কাব্যগ্রন্থ: ঝরা পালক, ধূসর পাণ্ডু লিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
উপন্যাস: মাল্যবান, সুতীর্থ
-
প্রবন্ধগ্রন্থ: কবিতার কথা
-

0
Updated: 1 week ago