'মনসামঙ্গল' কাব্যের কবি নন কে?
A
মাণিক দত্ত
B
বিপ্রদাস পিপিলাই
C
বিজয় গুপ্ত
D
কেতকাদাস ক্ষেমানন্দ
উত্তরের বিবরণ
মনসামঙ্গল বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ লৌকিক মঙ্গলকাব্য, যা সাপের দেবী মনসা-এর স্তুতি, স্তব ও কাহিনীকে কেন্দ্র করে রচিত। এটি পদ্মাপুরাণ নামেও পরিচিত।
-
কাব্যের কবি: নন-নারায়ণ দেব।
-
আদি কবি: কানা হরিদত্ত।
-
অন্যান্য রচয়িতা: বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ প্রমুখ।
-
কাব্যের প্রধান চরিত্রগুলো:
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা
-
অন্যদিকে, ষোলশ শতকের চণ্ডীমঙ্গল কাব্যের কবি ছিলেন মাণিক দত্ত।
0
Updated: 1 month ago
'কথোপকথন' গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
উইলিয়াম কেরি
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
কথোপকথন
-
রচয়িতা: উইলিয়াম কেরি
-
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বাংলা মুদ্রিত গ্রন্থ
-
বিষয়বস্তু: একাধিক মানুষের মুখের সাধারণ কথোপকথন বা ডায়লগ
উইলিয়াম কেরি
-
ইংরেজ মিশনারি
-
বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান
-
প্রধান রচনা: ‘ইতিহাসমালা’ (বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ) ও ‘কথোপকথন’
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা
0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
Created: 2 months ago
A
বর্ধমান
B
হুগলি
C
যশোর
D
বরিশাল
প্রমথ চৌধুরী (১৮৬৮–১৯৪৬)
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮; যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
অবদান:
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপ নিয়ে তুলনামূলক গবেষণা।
-
বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেট প্রবর্তন।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত বীরবলের হালখাতা তার উল্লেখযোগ্য প্রবন্ধ।
-
নির্বাচিত প্রবন্ধ
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
নির্বাচিত গল্পগ্রন্থ
-
চার-ইয়ারী কথা
-
নীলোহিত
-
ঘোষালে ত্রিকথা
0
Updated: 2 months ago
'প্রভাবতী সম্ভাষণ' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বিহারীলাল চক্রবর্তী
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রাজা রামমোহন রায়
‘প্রভাবতী সম্ভাষণ’
-
রচয়িতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
ধরণ: শোকগাঁথা; বাংলা ভাষার প্রথম মৌলিক রচনা।
-
রচনার উদ্দেশ্য: বন্ধুর বালিকা কন্যা প্রভাবতী এর অকাল মৃত্যুর শোকে রচনা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পরিচিতি: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে।
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ব্রজবিলাস ও রত্নপরীক্ষা।
0
Updated: 2 months ago