মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যরীতিতে রচিত গ্রন্থ কোনটি?
A
ইতিহাসমালা
B
লিপিমালা
C
রাজাবলি
D
তোতা ইতিহাস
উত্তরের বিবরণ
রাজাবলি গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা এবং বাংলা গদ্য সাহিত্যে প্রাথমিক আধুনিকতার পরিচায়ক। এতে কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধ কাহিনির ভিত্তিতে লেখা হয়েছে এবং গদ্যরীতি আরও সুষ্ঠু ও প্রাঞ্জল রূপ পেয়েছে।
-
রাজাবলি (১৮০৮) গ্রন্থটি আরবি ও ফারসি শব্দবাহুল্য সত্ত্বেও প্রাঞ্জল ভাষার জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য।
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অন্যান্য রচনা:
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলি
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
-
অন্য প্রারম্ভিক গদ্যকার ও তাদের গ্রন্থ:
-
উইলিয়াম কেরি: ইতিহাসমালা (১৮১২)
-
রামরাম বসু: লিপিমালা (১৮০২)
-
চণ্ডীচরণ মুর্শী: তোতা ইতিহাস (১৮০৫)
0
Updated: 1 month ago
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসে রূপক-প্রতীকের মাধ্যমে কোন শাসকের সমালোচনা করা হয়েছে?
Created: 1 month ago
A
ইয়াহিয়া খান
B
আইয়ুব খান
C
বল্লাল সেন
D
বাদশাহ হারুন-অর-রশীদ
ক্রীতদাসের হাসি হলো শওকত ওসমানের কালোত্তীর্ণ ও প্রতিকাশ্রয়ী উপন্যাস, যা ১৯৬২ সালে প্রকাশিত হয়। এটি মূলত তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক শাসনের সমালোচনা নিয়ে রচিত।
-
মূল বিষয়বস্তু:
-
উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা রূপক-প্রতীকের মাধ্যমে করা হয়েছে।
-
বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী চরিত্রে চিত্রিত; তিনি ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের সম্পর্কের পথে বাধা সৃষ্টি করেন এবং তাতারিকে গৃহবন্দি ও নির্যাতন করেন।
-
তাতারি আমৃত্যু বাদশা হারুনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে।
-
উপন্যাসে তাতারি বাঙালি জনতার প্রতীক, আর বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
তাতারির হাসি বাঙালির স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপিত।
-
এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত; রচনার জন্য ১৯৬৬ সালে তাঁকে আদমজি পুরস্কার প্রদান করা হয়।
-
শওকত ওসমান
-
জন্ম: ১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান, সাহিত্যিক নাম শওকত ওসমান।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
নেকড়ে অরণ্য: মুক্তিযুদ্ধের পটভূমিতে পাকিস্তানি সেনাবাহিনীর নারীর উপর অত্যাচারের বর্ণনা।
-
জননী: সামাজিক জীবনকে কেন্দ্র করে লেখা।
-
ক্রীতদাসের হাসি: রাজনৈতিক জীবনের অন্ধকার দিক উন্মোচিত।
-
জাহান্নম হইতে বিদায়: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
শওকত ওসমান রচিত কিছু উপন্যাস:
ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী, চৌরসন্ধি
শওকত ওসমান রচিত নাটক:
তস্কর নস্কর, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা
0
Updated: 1 month ago
‘সংশপ্তক’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
ঢাকা সেনানিবাসে
C
জয়দেবপুর চৌরাস্তায়
D
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
ভাস্কর হামিদুজ্জামান খান
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্য তাঁর সৃষ্টি।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অধিকাংশ ভাস্কর্য তাঁর হাতে নির্মিত।
-
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে মিলিত হয়ে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
-
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য:
-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জাগ্রত বাংলা’
-
ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’
-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’
-
আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’
-
মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
-
জীবনবৃত্তান্ত:
-
জন্ম: ১৯৪৬ সালের ১৬ মার্চ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম।
-
সম্মাননা: ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক।
-
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ঢাকার ইউনাইটেড হাসপাতালে, বয়স ৭৯ বছর।
0
Updated: 2 months ago
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
Created: 2 weeks ago
A
মানসী
B
রাজা
C
সঞ্চিতা
D
সভ্যতার সংকট
0
Updated: 2 weeks ago