'কায়েশ' চরিত্রটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
A
ইউসুফ-জোলেখা
B
লায়লী মজনু
C
চন্দ্রাবতী
D
পদ্মাবতী
উত্তরের বিবরণ
লায়লী-মজনু কাব্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক কাব্য, যা ফারসির প্রখ্যাত কাব্য ‘লায়লী-মজনু’ এর ভাবানুবাদ। মূল কাহিনির উৎস আরবি লোকগাঁথা, যা সারা বিশ্বে পরিচিত প্রেমকাহিনি।
-
কাব্যের প্রধান চরিত্র: কায়েশ (মজনু) ও লায়লী।
-
কাব্যটি রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান, ফারসি কবি জামীর লায়লী-মজনু কাব্যের ভাবানুবাদ ও স্বাধীন রচনার সংমিশ্রণে।
-
কাহিনি সংক্ষেপে:
-
আমির-পুত্র কায়েশ বাল্যকালে বণিক কন্যা লায়লী-এর প্রেমে পড়ে।
-
কায়েশ প্রেমে এত আবেগময় হয় যে তাকে মজনু বা পাগল বলা হয়।
-
লায়লীও মজনুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে।
-
তাদের বিবাহে প্রবল বাধা সৃষ্টি হয়; মজনু বনজঙ্গলে ঘুরে বেড়ায়, লায়লী অন্যত্র বিবাহিত হলেও তার মন মজনুর প্রতি স্থির থাকে।
-
দীর্ঘ বিরহের শেষে তাদের মৃত্যু ঘটে করুণভাবে।
-
-
কাব্যের বৈশিষ্ট্য:
-
এটি কাব্যরস, লিপিচাতুর্য, ভব্যতা ও শালীনতায় সমৃদ্ধ।
-
রচনার রীতি গতানুগতিক, কিন্তু কবিত্বশক্তি ও ভাব প্রকাশে সফল।
-
-
ড. মুহম্মদ এনামুল হকের মতে, ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যে সমকক্ষ কাব্য বিরল।
0
Updated: 1 month ago
‘কালিকলম’ পত্রিকার সাথে যুক্ত ছিলেন না কে?
Created: 3 weeks ago
A
মুরলীধর বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
আবুল হোসেন
D
শৈলজানন্দ মুখোপাধ্যায়
বাংলা আধুনিক সাহিত্যচর্চায় ‘কালিকলম’ ছিল একটি গুরুত্বপূর্ণ সাহিত্যপত্রিকা, যা বিশ শতকের প্রথম ভাগে সাহিত্য-আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে। এটি ‘কল্লোল’ পত্রিকার সমকালীন ও সমমনা একটি পত্রিকা হিসেবে পরিচিত।
মূল তথ্যসমূহ:
-
‘কালিকলম’ ছিল একটি সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা।
-
পত্রিকাটির প্রথম প্রকাশ হয় বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দে (১৯২৬ খ্রিস্টাব্দে)।
-
এটি প্রকাশিত হতো কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে।
-
পত্রিকাটি সম্পাদনা করতেন মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র।
-
প্রথম সংখ্যার প্রথম রচনা ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক বড় গল্প ‘মহাযুদ্ধের ইতিহাস’।
-
‘কালিকলম’ ও ‘কল্লোল’ পত্রিকা একে অপরের সঙ্গে সমসাময়িকভাবে চললেও, তাদের ভাবাদর্শ ছিল প্রায় অভিন্ন এবং লেখকরাও অনেকাংশে একই ছিলেন।
-
উল্লেখযোগ্যভাবে, আবুল হোসেন ‘কালিকলম’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন না।
0
Updated: 3 weeks ago
'রোমান্টিক প্রণয়োপাখ্যান' ধারার প্রথম কবির নাম কী?
Created: 1 month ago
A
দৌলত কাজী
B
শেখ ফয়জুল্লাহ্
C
আব্দুল কাদির
D
শাহ মুহম্মদ সগীর
শাহ মুহম্মদ সগীর ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত।
বিশেষ অবদান:
-
রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর স্তুতি রয়েছে
-
এই কাব্য গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে রচনা করা হয়
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা নাটকের প্রথম অভিনয় হয় কত সালে?
Created: 2 months ago
A
১৭৯৫ সালে
B
১৭৯০ সালে
C
১৭৯৮ সালে
D
১৮৯৫ সালে
বাংলা নাটকের উৎস ও বিকাশ:
- আঠারো শতকের শেষদিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়।
- কিন্তু বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে এসব একটা কৌতূহল ছাড়া অন্য কোন প্রভাব বিস্তার করতে পারেনি।
- বাংলা নাটকের প্রথম অভিনয় হয় ১৭৯৫ সালে।
- হেরাসিম লেবেডফ নামে একজন রুশদেশীয় আগন্তুক কলকাতায় প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
- তিনি 'The Disguise' এবং 'Love is the best Doctor' নামে দুখানা নাটক বাংলা ভাষান্তরিত করে এদেশীয় পাত্রপাত্রীর দ্বারা অভিনয় করান।
- এতে ভারতচন্দ্র রচিত গান সংযোজিত হয়েছিল।
- ১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কর্তৃক কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ নামক প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ অভিনীত হয়।
- বাংলা মৌলিক নাটক রচনার সূত্রপাত হয় ১৮৫২ সালে।
0
Updated: 2 months ago