'কায়েশ' চরিত্রটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
A
ইউসুফ-জোলেখা
B
লায়লী মজনু
C
চন্দ্রাবতী
D
পদ্মাবতী
উত্তরের বিবরণ
লায়লী-মজনু কাব্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক কাব্য, যা ফারসির প্রখ্যাত কাব্য ‘লায়লী-মজনু’ এর ভাবানুবাদ। মূল কাহিনির উৎস আরবি লোকগাঁথা, যা সারা বিশ্বে পরিচিত প্রেমকাহিনি।
-
কাব্যের প্রধান চরিত্র: কায়েশ (মজনু) ও লায়লী।
-
কাব্যটি রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান, ফারসি কবি জামীর লায়লী-মজনু কাব্যের ভাবানুবাদ ও স্বাধীন রচনার সংমিশ্রণে।
-
কাহিনি সংক্ষেপে:
-
আমির-পুত্র কায়েশ বাল্যকালে বণিক কন্যা লায়লী-এর প্রেমে পড়ে।
-
কায়েশ প্রেমে এত আবেগময় হয় যে তাকে মজনু বা পাগল বলা হয়।
-
লায়লীও মজনুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে।
-
তাদের বিবাহে প্রবল বাধা সৃষ্টি হয়; মজনু বনজঙ্গলে ঘুরে বেড়ায়, লায়লী অন্যত্র বিবাহিত হলেও তার মন মজনুর প্রতি স্থির থাকে।
-
দীর্ঘ বিরহের শেষে তাদের মৃত্যু ঘটে করুণভাবে।
-
-
কাব্যের বৈশিষ্ট্য:
-
এটি কাব্যরস, লিপিচাতুর্য, ভব্যতা ও শালীনতায় সমৃদ্ধ।
-
রচনার রীতি গতানুগতিক, কিন্তু কবিত্বশক্তি ও ভাব প্রকাশে সফল।
-
-
ড. মুহম্মদ এনামুল হকের মতে, ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যে সমকক্ষ কাব্য বিরল।

0
Updated: 12 hours ago
পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত পালা কোনটি?
Created: 1 week ago
A
মলুয়া
B
দেওয়ান ভাবনা
C
কমলা
D
ভেলুয়া
“ভেলুয়া” পালা
-
“ভেলুয়া” পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় পালা, যা পাঁচ খণ্ডে সমাপ্ত।
“ভেলুয়া” পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় পালা, যা পাঁচ খণ্ডে সমাপ্ত।
প্রথম খণ্ড
-
শঙ্খপুরের মদন সাধুর কাঞ্চননগরযাত্রা।
-
ভেলুয়ার প্রতি অনুরাগ জন্ম এবং উভয়ের মিলন।
-
মদনের গৃহে প্রত্যাবর্তন ও বন্ধুদের কাছে হৃদয়ের কথা প্রকাশ।
-
মদনের পিতার ঘটক প্রেরণ এবং কৌলীন্যগর্বে ভেলুয়ার পিতার বিবাহপ্রস্তাব প্রত্যাখ্যান।
দ্বিতীয় খণ্ড
-
মদনের পুনরায় কাঞ্চননগরযাত্রা।
-
ভেলুয়াকে গোপনে শঙ্খপুরে নিয়ে আসা।
-
অপহরণের কারণে মদনের পিতা মুরাই সাধুর গৃহবহিষ্কার।
-
মদনের ভেলুয়াসহ রাংচাপুরে যাত্রা ও আবুরাজার দৌরাত্ম্য।
তৃতীয় ও চতুর্থ খণ্ড
-
আবুরাজার দৌরাত্ম্যের বিস্তৃত বিবরণ।
-
আবুরাজার দ্বারা ভেলুয়াকে অন্তঃপুরে আনা।
-
নির্বাসিত স্বামীর উপদেশে ভেলুয়ার হিরণ সাধুর দেশে যাত্রা।
-
হিরণের ভেলুয়ার প্রতি কুদৃষ্টি।
-
হিরণের ভগিনী মেনকার সঙ্গে ভেলুয়ার পলায়ন।
-
নদীতে জাহাজ দেখে আতঙ্কে ভেলুয়া ও মেনকার পতন, পরে এক সাধুবণিক কর্তৃক উদ্ধার।
-
হিরণের ষড়যন্ত্রে মদন বন্দী, মেনকার পরামর্শে মদনের উদ্ধার।
-
বৃদ্ধ সাধুর আশ্রয় থেকে আবুরাজার পুনরায় ভেলুয়া অপহরণ ও অন্তঃপুরে আবদ্ধকরণ।
পঞ্চম খণ্ড
-
চৌগঙ্গায় মদনের আত্মীয়স্বজনের সহায়তায় ভেলুয়ার উদ্ধার।
-
ভেলুয়া ও মদনের বিবাহ।
-
আবুরাজার উপযুক্ত শাস্তি প্রদান।
পূর্ববঙ্গ-গীতিকার অন্যান্য পালা
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
চৌধুরীর লড়াই
-
আয়না বিবি
-
ভেলুয়া ইত্যাদি
নিজাম ডাকাতের পালা
কাফন চোরা
চৌধুরীর লড়াই
আয়না বিবি
ভেলুয়া ইত্যাদি
মৈমনসিংহ-গীতিকার অন্তর্ভুক্ত পালা
-
মলুয়া
-
দেওয়ান ভাবনা
-
কমলা
মলুয়া
দেওয়ান ভাবনা
কমলা
উৎস: “ভেলুয়া” পালা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
চর্যাপদ মূলত কোন ধর্মের সাধকরা রচনা করেন?
Created: 1 week ago
A
শাক্ত সাধক
B
বৈষ্ণব সাধক
C
বৌদ্ধ সহজিয়া
D
জৈন সাধক
"চর্যাপদ: বাংলা ভাষার আদি নিদর্শন" সম্পর্কিত তথ্য-
আবিষ্কার:
• ড. হরপ্রসাদ শাস্ত্রী — ১৯০৭ সালে — নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
• পরবর্তীতে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগ্চী চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন।
চর্যাপদের পরিচয়:
• চর্যাপদ হলো বাংলা ভাষার — প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
• এটি বাংলা সাহিত্যের — আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
• চর্যাগুলো রচনা করেন — বৌদ্ধ সহজিয়াগণ।
• চর্যাপদে — বৌদ্ধ ধর্মের শিক্ষা ও দার্শনিক চিন্তাধারা ফুটে উঠেছে।
• চর্যাপদের ভাষায় বাংলা, অর্ধমাগধী, প্রাকৃত, সংস্কৃত ও দেশজ শব্দের মিশ্রণ আছে।
অনুবাদ:
• চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন — কীর্তিচন্দ্র।
• এই অনুবাদের সূত্রেই চর্যাপদ সম্পর্কে অতিরিক্ত তথ্য জানা যায়।

0
Updated: 1 week ago
কোন কাব্যটি লৌকিক ধারার অন্তর্গত?
Created: 1 month ago
A
চণ্ডিকামঙ্গল
B
গৌরীমঙ্গল
C
গঙ্গামঙ্গল
D
মনসামঙ্গল
লৌকিক শ্রেণি বা ধারা
এটি লোকায়ত ধারা বা খাঁটি মঙ্গলকাব্যের ধারা নামে পরিচিত। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বিদ্যাসুন্দর)
-
সারদামঙ্গল
-
শিবমঙ্গল
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সূর্যমঙ্গল
পৌরাণিক শ্রেণি বা ধারা
এটি বিশুদ্ধ পুরাণকেন্দ্রিক মঙ্গলকাব্যের ধারা। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
অন্নদামঙ্গল
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল

0
Updated: 1 month ago