পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কাকিল্যা গ্রাম বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য-
A
বৈষ্ণব পুথির প্রাপ্তিস্থান হিসেবে
B
মনসামঙ্গল কাব্যের পুথির প্রাপ্তিস্থান হিসেবে
C
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুথির প্রাপ্তিস্থান হিসেবে
D
শূন্যপুরাণের পুথির প্রাপ্তিস্থান হিসেবে
উত্তরের বিবরণ
শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলোর একটি, যেখানে রাধাকৃষ্ণের প্রেমকাহিনির মাধ্যমে ঈশ্বরতত্ত্ব প্রকাশ করা হয়েছে। বড়ু চণ্ডীদাস এর রচয়িতা হিসেবে স্বীকৃত। এটি বাংলা ভাষায় রচিত প্রথম দিকের পূর্ণাঙ্গ কাব্য হিসেবে বিশেষ মর্যাদাপ্রাপ্ত।
-
কবি পরিচয়: বড়ু চণ্ডীদাস আনুমানিক ১৩০৯ খ্রিস্টাব্দে (স্থান নিয়ে মতভেদ আছে—বাঁকুড়ার ছাতনা কিংবা বীরভূমের নানুর) জন্মগ্রহণ করেন।
-
কাব্য পরিচয়: ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে রচিত, যা ঈশ্বরতত্ত্বের প্রকাশ ঘটায়। এটি বাংলা ভাষায় মধ্যযুগে রচিত প্রথম কাব্যগ্রন্থ।
-
আবিষ্কার: ১৯০৯ খ্রিস্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাসের দৌহিত্র শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে পুঁথিটি আবিষ্কার করেন।
-
প্রকাশনা: ১৯১৬ খ্রিস্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় এটি প্রকাশিত হয়।
-
অন্য নাম: শ্রীকৃষ্ণকীর্তনকে শ্রীকৃষ্ণসন্দর্ভ নামেও ডাকা হয়।
-
চরিত্র: প্রধান চরিত্র তিনটি—কৃষ্ণ, রাধা ও বড়ায়ি।
-
বৈশিষ্ট্য:
-
কাহিনিতে ঘাত-প্রতিঘাত, বাক-বিতণ্ডা, রাগ-দ্বেষের উপস্থিতি রয়েছে, যা কাব্যটিকে গতিশীল ও নাট্যরসাশ্রিত করেছে।
-
এতে শৃঙ্গাররস প্রধান, তবে গীতিরসের প্রাধান্যও লক্ষণীয়।
-
কাব্যটি ঝুমুর গানের প্রভাবে রচিত।
-
এটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত।
-
-
গঠন: মোট ১৩ খণ্ডে বিভক্ত এবং এতে ৪১৮টি পদ রয়েছে।
0
Updated: 1 month ago
মুনীর চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
রক্তাক্ত প্রান্তর
B
কবর
C
মানুষ
D
রূপার কৌটা
মুনীর চৌধুরী ও ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’
-
কবর
-
নাটকের পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক হিসেবে পরিচিত।
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি থাকা অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন।
-
-
মুনীর চৌধুরীর অন্যান্য নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
-
অনুবাদ নাটক
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
মীর মানস
-
তুলনামূলক আলোচনা
-
-
অন্যান্য তথ্য
-
‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধে লেখা।
-
‘মানুষ’ নাটক ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে রচিত।
-
‘রূপার কৌটা’ হলো মুনীর চৌধুরীর অনুবাদ নাটক।
-
0
Updated: 1 month ago
'শেষ প্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 months ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।
0
Updated: 2 months ago
ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি উল্লেখ রয়েছে কোন উপন্যাসে?
Created: 1 month ago
A
নিকেতন
B
আরোগ্য
C
কালিন্দী
D
কবি
‘কবি’ উপন্যাস
-
রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
এটি একটি সামাজিক উপন্যাস, যা বাংলাভাষার আলোচিত কাহিনিগুলোর মধ্যে অন্যতম।
-
কাহিনী কেন্দ্র করে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে আত্মপ্রকাশ এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য
-
নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago