যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত 'কীর্তিবিলাস' হচ্ছে একটি-
A
হাস্যরসাত্মক নাটক
B
মধুরান্তিক নাটক
C
ঐতিহাসিক নাটক
D
বিয়োগান্ত নাটক
উত্তরের বিবরণ
বাংলা মৌলিক নাট্যসাহিত্যের সূচনা ঘটে ১৮৫২ সালে। এই বছরেই প্রকাশিত হয় যোগেন্দ্রচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস এবং তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটক। উভয় নাটকই বাংলা নাটকের ইতিহাসে পথিকৃৎ হিসেবে বিবেচিত।
-
কীর্তিবিলাস (যোগেন্দ্রচন্দ্র গুপ্ত):
-
এটি বাংলা সাহিত্যে বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা।
-
কাহিনি রচিত হয়েছে সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারকে কেন্দ্র করে।
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে নাটকে ট্র্যাজেডির রূপায়ণ ঘটেছে।
-
পাশ্চাত্য নাটকের আদর্শে নাটকটির অঙ্ক পাঁচটি, তবে সংস্কৃত নাটকের আদর্শে নান্দী ও সূত্রধারও অন্তর্ভুক্ত হয়েছে।
-
ভাষা সংস্কৃতের প্রভাবে আড়ষ্ট ও কৃত্রিম।
-
-
ভদ্রার্জুন (তারাচরণ শিকদার):
-
এটি ইংরেজি ও সংস্কৃত নাট্যরীতির সমন্বয়ে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক নাটক।
-
কাহিনি সংগৃহীত হয়েছে মহাভারত থেকে—অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ।
-
যদিও কাহিনি পৌরাণিক, তবু এতে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
-

0
Updated: 12 hours ago
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে কয় ভাগে ভাগ করেছেন??
Created: 1 week ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
• লোক কথা বা লোক কাহিনী:
গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণনা করা হলে তাকে লোক কথা বা লোক কাহিনী বলা হয়ে থাকে।
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে ৩ ভাগ্যে ভাগ করেছেন।
১। রূপকথা,
২) উপকথা,
৩)ব্রতকথা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 week ago
জৈগুনের পুঁথি' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
ফকির গরীবুল্লাহ
B
সৈয়দ হামজা
C
শেখ ফয়জুল্লাহ
D
আমীর হামজা
সৈয়দ হামজা :
- সৈয়দ হামজা পুঁথি সাহিত্য ধারার অন্যতম কবি।
তাঁর গ্রন্থসমূহ হলো:
- জৈগুনের পুঁথি,
- হাতেম তাই ও
- আমির হামজা (দ্বিতীয় অংশ)।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 week ago
কোনটি অন্ধকার যুগের সাহিত্য?
Created: 1 month ago
A
সতীময়না ও লোরচন্দ্রানী
B
প্রাকৃতপৈঙ্গল
C
গুলে বকাওলী
D
মধুমালতী
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ (১২০১–১৩৫০)
-
কাল: ১২০১–১৩৫০ (দেড়’শ বছর)
-
নামকরণ: অন্ধকার যুগ বা তামস যুগ
-
বিশেষতা: সাহিত্য সৃষ্টির নিদর্শন খুব সীমিত, তবে সম্পূর্ণ শূন্য নয়
-
উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন:
-
প্রাকৃতপৈঙ্গল
-
রামাই পণ্ডিতের শূণ্যপূরাণ এবং এর অংশ নিরঞ্জনের রুষ্মা
-
সেক শুভোদয়া
-
-
মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম:
-
সতীময়না ও লোরচন্দ্রানী
-
গুলে বকাওলী
-
মধুমালতী
-

0
Updated: 1 month ago