‘চন্দ্রাবতী’ পালাটির রচয়িতা কে?
A
নয়ানচাঁদ ঘোষ
B
দ্বিজ ঈশান
C
মনসুর বয়াতি
D
দ্বিজ কানাই
উত্তরের বিবরণ
মৈমনসিংহ গীতিকা বাংলার লোকসাহিত্যের এক অমূল্য ভাণ্ডার। এটি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন, যেখানে গ্রামীণ জীবনের রোমান্স, প্রেম-বিয়োগান্তক কাহিনি ও সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে।
-
মৈমনসিংহ গীতিকা মূলত ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগান।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে এসব পালাগান সংগ্রহ করেন।
-
তিনি সংগৃহীত গানগুলো সম্পাদনা করে ১৯২৩ সালে গ্রন্থাকারে ‘মৈমনসিংহ গীতিকা’ নামে প্রকাশ করেন।
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
সংকলনে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গীতিকাগুলো হলো:
-
চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ)
-
দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি)
-
মহুয়া (দ্বিজ কানাই)
-
মলুয়া (চন্দ্রাবতী)
-
কমলা (দ্বিজ ঈশান)
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী)
-
রূপবতী
-
কাজলরেখা
-
কঙ্ক ও লীলা
-
চন্দ্রাবতী রামায়ণ
0
Updated: 1 month ago
'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন -
Created: 2 months ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
অন্নদাশঙ্কর রায়
C
গোবিন্দচন্দ্র দাস
D
অমিয় চক্রবর্তী
অন্নদাশঙ্কর রায়
-
পেশা: কবি, লেখক, ছড়াকার
-
ছদ্মনাম: লীলাময় রায়
-
ভ্রমণকাহিনি:
-
পথে প্রবাসে
-
ইউরোপের চিঠি
-
-
প্রথম কবিতাগ্রন্থ: রাখী (১৯৩২)
অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসসমূহ
-
কঙ্কাবতী
-
দুঃখমোচন
-
অপসরণ
-
অজ্ঞাতবাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'ভিখু ও পাঁচী' চরিত্র দুটির স্রষ্টা কে?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রাগৈতিহাসিক গল্প
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
-
প্রধান চরিত্র: ভিখু ও পাঁচী।
-
মূলভাব:
-
মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
-
জৈব ক্ষুধার জন্য মানুষ পশুত্বে পর্যবসিত হতে পারে—এ কথাই গল্পে প্রতিফলিত।
-
মানুষের জৈব প্রেরণা আদিম প্রবৃত্তি, যা জন্মগতভাবে কামনা-বাসনার সঙ্গে যুক্ত।
-
ভিখু ও পাঁচী তাদের জৈব তাড়না সন্তানদের মধ্যেও সঞ্চারিত করবে—এই ধারাই গল্পকে "প্রাগৈতিহাসিক" করে তোলে।
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প
-
অতসী মামী
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
হলুদ পোড়া
-
ভেজাল
-
ছোট বকুলপুরের যাত্রী
-
আত্মহত্যার অধিকার ইত্যাদি
0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবি-কাহিনী' কোন ছন্দে রচিত?
Created: 2 months ago
A
অমিত্রাক্ষর
B
স্বরবৃত্ত
C
অক্ষরবৃত্ত
D
মাত্রাবৃত্ত
‘কবি-কাহিনী’ কাব্যগ্রন্থ
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৮৭৮ খ্রিষ্টাব্দ
-
প্রকাশের মাধ্যম: ‘ভারতী’ পত্রিকায় পৌষ-চৈত্র ১২৮৪ বঙ্গাব্দ সংখ্যায়
-
রচনা শৈলী: নাতিদীর্ঘ কাব্য, অমিত্রাক্ষর ছন্দে, বিন্যাসে পয়া ও ত্রিপদী উভয় ধরনের
-
গঠন: চার সর্গে বিভক্ত
-
প্রধান চরিত্র: নায়ক – এক কবি, নায়িকা – নলিনী
-
বিষয়বস্তু: নলিনীর মৃত্যু ও নায়কের বিশ্বপ্রেম উপলব্ধি
-
বিশেষত্ব: রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গ্রন্থ, কাব্যের নায়ককে কবির নিজের সাথে তুলনা করা হয়, নাটকীয়তা নেই
0
Updated: 2 months ago