পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন কে?
A
জয়দেব
B
গোবিন্দদাস
C
বিদ্যাপতি
D
চণ্ডীদাস
উত্তরের বিবরণ
বিদ্যাপতি বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ নাম, যদিও তিনি বাঙালি কবি ছিলেন না। তাঁর পদসঙ্গীত ও বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। বিশেষত রাধাকৃষ্ণ বিষয়ক ব্রজবুলি পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।
-
বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার হিসেবে পরিচিত।
-
তিনি মৈথিলি মাতৃভাষা ছাড়াও সংস্কৃত, অবহট্ঠট ও ব্রজবুলি ভাষায় পদাবলি রচনা করেন।
-
শৈব বংশে জন্মগ্রহণ করায় বহু শৈবসঙ্গীতও রচনা করেছিলেন।
-
তিনি ‘মৈথিল কোকিল’ ও ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত। অন্যান্য উপাধির মধ্যে ছিল নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত।
-
তাঁর শ্রেষ্ঠ কীর্তি ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলি। বিদ্যাপতি সহস্রাধিক পদ রচনা করেছিলেন, যার মধ্যে পাঁচ শতাধিক পদে রাধাকৃষ্ণের উল্লেখ রয়েছে। অন্য পদগুলিতেও প্রেমলীলা বিষয়ক ধারা বহন করে।
-
মিথিলার রাজসভায় তিনি সংস্কৃত ও প্রাকৃত সাহিত্যের ভাষা, ছন্দ, শব্দ ও অলঙ্কারের ভাণ্ডার থেকে প্রেরণা নিয়ে রাধার প্রেমকে বর্ণনা করেন।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, “বিদ্যাপতির কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির গান মুরজবীণাসঙ্গিনী স্ত্রীকণ্ঠগীতি।”
-
রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে “রাজকণ্ঠের মণিমালা” বলে অভিহিত করেছেন।

0
Updated: 12 hours ago
শিশুতোষ গ্রন্থ 'কুঁচবরণ কন্যা' রচনা করেন কে?
Created: 3 weeks ago
A
সুকুমার সেন
B
সুকুমার রায়
C
বন্দে আলী মিয়া
D
সৈয়দ মুজতবা আলী
'কুঁচবরণ কন্যা' শিশুসাহিত্য
-
রচয়িতা: বন্দে আলী মিয়া
-
ধরণ: শিশুতোষ গ্রন্থ
-
প্রকাশ বা জন্মকাল: বন্দে আলী মিয়া, ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
রচনার বৈশিষ্ট্য: বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন।
-
অন্যান্য শিশুসাহিত্য রচনা:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
শিয়াল পন্ডিতের পাঠশালা
-
সাত রাজ্যের গল্প
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ভিয়েতনাম
D
বাংলাদেশ
পোশাক রপ্তানি – ২০২৪
-
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সম্প্রতি Key Statistics and Trends in International Trade 2024 প্রতিবেদন প্রকাশ করেছে।
-
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে মোট ৫৫৭.৫০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি হয়েছে।
-
তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে চীন।
-
দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, যার রপ্তানি আয় ছিল ৩৮.৪৮ বিলিয়ন ডলার।
-
বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.২১%।
-
তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।

0
Updated: 1 month ago
‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
Created: 3 weeks ago
A
গবেষণামূলক প্রবন্ধ
B
নাট্য রচনা
C
আত্মজীবনীমূলক
D
ঐতিহাসিক উপন্যাস
নওয়াব ফয়জুন্নেসা
-
জন্ম: ১৮৩৪, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা
-
পেশা ও পরিচয়: জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক, কবি
-
সামাজিক অবদান:
-
সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন
-
দীন-দরিদ্রের কল্যাণে কাজ করেছেন
-
বাংলা পত্রপত্রিকা যেমন: ‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’, ‘ইসলাম প্রচারক’-এর আর্থিক সহায়তা প্রদান করেছেন
-
-
উপাধি: মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে ‘নওয়াব’
-
সাহিত্যকর্ম:
-
গদ্য ও পদ্যে রচিত রূপজালাল (১৮৭৬) – আত্মজীবনীমূলক রচনা
-
কাব্য: সঙ্গীতসার, সঙ্গীতলহরী
-
-
মৃত্যু: ১৯০৩, স্বগ্রামে সমাহিত
-
সম্মাননা: ২০০৪ সালে একুশে পদক (মরণোত্তর)

0
Updated: 3 weeks ago