Which season is suggested in Act II with the tree’s leaves in the play Waiting for Godot?
A
Spring
B
Summer
C
Autumn
D
Winter
উত্তরের বিবরণ
দ্বিতীয় অঙ্কে গাছে কিছু পাতা দেখা যায়। এটি নতুনত্বের প্রতীক, তবে বাস্তবে কোনো পরিবর্তন আনে না। আশা ও হতাশা পাশাপাশি চলে।
0
Updated: 1 month ago
What is suggested by Pozzo’s blindness in Act II in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Fall of power and vision
B
Rise of wisdom
C
Punishment by Godot
D
Illness cured by Lucky
Pozzo প্রথমে শক্তিশালী ও প্রভুত্বশালী ছিল। দ্বিতীয় অঙ্কে অন্ধ হয়ে যায়। এটি ক্ষমতার পতন ও জীবনের ভঙ্গুরতা প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What do Vladimir and Estragon repeatedly threaten to do but never act upon in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To leave and commit suicide
B
To steal food
C
To fight with Pozzo
D
To search for Godot directly
Vladimir ও Estragon বারবার বলে তারা আত্মহত্যা করবে, বা চলে যাবে। কিন্তু তারা কখনোই করে না। এই দ্বন্দ্ব মানব জীবনের নিস্ক্রিয়তার প্রতীক। মানুষ প্রায়ই সিদ্ধান্ত নেয়, কিন্তু তা বাস্তবে রূপ দিতে পারে না।
নাটকে আত্মহত্যার প্রসঙ্গ আসলেও তারা গাছের ডাল দিয়ে ঝুলতে ভয় পায়। এই ভয় মানুষের অস্তিত্ববাদী সংকটকে আরও স্পষ্ট করে তোলে।
0
Updated: 1 month ago
What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।
0
Updated: 1 month ago