What is the Boy’s reply when asked if Godot beats his brother in the play Waiting for Godot?
A
Yes, he beats him
B
No, he treats him kindly
C
Sometimes, when angry
D
I don’t know
উত্তরের বিবরণ
Boy জানায় যে Godot তার ভাইকে মারধর করে। এটি Godot–এর প্রতিশ্রুতির আড়ালে লুকানো নিষ্ঠুরতাকে বোঝায়।
0
Updated: 1 month ago
Why is the boy’s message about Godot always postponed in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To symbolise deferred salvation
B
To create suspense only
C
To test Vladimir and Estragon
D
To show Godot’s kindness
এই play তে প্রতি বার Boy এসে বলে Godot আজ আসবে না, কাল আসবে। এই বার্তা আসলে মুক্তির প্রতিশ্রুতির প্রতীক, যা কখনো পূর্ণ হয় না। মানুষ ঈশ্বর, মুক্তি বা ভবিষ্যতের উপর ভরসা করে, কিন্তু সেই দিন কখনো আসে না। Beckett এখানে দেখিয়েছেন মানুষ কিভাবে মিথ্যা আশা নিয়ে বাঁচে।
0
Updated: 1 month ago
What does the tree symbolise in Waiting for Godot?
Created: 3 weeks ago
A
Eternal life
B
Religious salvation
C
Both hope and barrenness
D
The passage of time and change
"Waiting for Godot" নাটকে গাছ (Tree) একটি গভীর প্রতীকী উপাদান, যা একই সঙ্গে আশা (Hope) এবং বিরানতা বা নিঃসারতা (Barrenness) — এই দুই বিপরীত অর্থ বহন করে।
-
প্রথমত, গাছটি সেই আশার প্রতীক, যা ভ্লাদিমির ও এস্ট্রাগন (Vladimir and Estragon) বারবার Godot-এর আগমনের প্রত্যাশায় ধরে রাখে। এটি যেন এক নবজীবনের বা পরিবর্তনের সম্ভাবনা, যা তাদের একঘেয়ে অস্তিত্বে সামান্য আলো আনে।
-
দ্বিতীয়ত, একই গাছ আবার একটি বিরান, অর্থহীন অস্তিত্বের প্রতিচ্ছবি। এর প্রায় পাতাহীন, শুষ্ক রূপ মানুষ জীবনের নিষ্ফল অপেক্ষা ও সময়ের স্থবিরতাকে ইঙ্গিত করে।
-
নাটকের মধ্যভাগে গাছের সামান্য পরিবর্তন (পাতা গজানো) আবার এক ঝলক আশার জন্ম দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অর্থহীন প্রতীক্ষায় বিলীন হয়।
অতএব, গাছটি নাটকে একই সঙ্গে আশা ও শূন্যতার প্রতীক, যা মানবজীবনের অস্তিত্ববাদী সংকটকে নিখুঁতভাবে তুলে ধরে।
0
Updated: 3 weeks ago
What type of drama is Waiting for Godot?
Created: 4 weeks ago
A
Realistic tragedy
B
Romantic comedy
C
Absurdist drama
D
Historical play
Waiting for Godot একটি Absurdist drama। Beckett মানুষের অস্তিত্বের অপ্রতিরোধ্য অনিশ্চয়তা, জীবনযাত্রার অর্থহীনতা এবং সামাজিক ও মানসিক বিভ্রান্তি নাটকের মাধ্যমে দেখিয়েছেন।
নাটকটি conventional plot বা chronological order অনুসরণ করে না। এর পরিবর্তে, চরিত্রের আলাপ, অপেক্ষা এবং পুনরাবৃত্তি দর্শকের কাছে মানব জীবনের অসহায়তা এবং অস্তিত্বের সীমাবদ্ধতা তুলে ধরে।
0
Updated: 4 weeks ago