What is the significance of the moon appearing at the end of each act in the play Waiting for Godot?
A
Hope of divine intervention
B
Passage of time without change
C
Reminder of seasons
D
Symbol of romance
উত্তরের বিবরণ
অঙ্ক শেষে চাঁদ ওঠে, দিন শেষ হয়, কিন্তু কিছুই ঘটে না। এটি সময় পেরোনো বোঝালেও জীবনে কোনো অগ্রগতি হয় না।
0
Updated: 1 month ago
What nationality was Samuel Beckett, author of the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Irish
B
English
C
American
D
French
Samuel Beckett ছিলেন আইরিশ, তবে তিনি ফরাসিতেও লিখেছেন। Waiting for Godot প্রথমে ফরাসিতে লেখা হয় এবং পরে ইংরেজি সংস্করণে অনুবাদ করেন Beckett নিজে। তার দ্বিভাষিক কাজ নাটকের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে।
0
Updated: 1 month ago
Who is the playwright of the absurd drama 'Waiting for Godot'?
Created: 1 month ago
A
Jean Genet
B
Samuel Beckett
C
Harold Pinter
D
Tom Stoppard
Waiting for Godot নাটকটি আইরিশ লেখক Samuel Beckett রচনা করেছেন এবং এটি একটি Absurd play। এটি দুটি অঙ্কবিশিষ্ট tragic-comedy এবং মূল ফরাসি ভাষার নাটক En attendant Godot থেকে Beckett নিজের অনুবাদ।
নাটকটি ১৯৫২ সালে প্রকাশিত হয় এবং নাট্যশাস্ত্রে এক নতুন দৃষ্টিকোণ উন্মোচন করে, যা Theatre of the Absurd এর প্রথম বড় সফলতা হিসেবে বিবেচিত।
-
নাটকের গল্পের কেন্দ্রবিন্দু দুটি প্রধান চরিত্র, Vladimir ও Estragon, যারা একটি গাছের নিচে বসে "Godot" এর জন্য অপেক্ষা করে।
-
তারা বিশ্বাস করে Godot তাদের জীবনকে অর্থপূর্ণ করবে, কিন্তু Godot আসে না।
-
নাটকে দেখা যায় তাদের জীবনের একঘেয়েমি, হতাশা এবং সমাজের অস্থিরতা।
-
তারা অপেক্ষা চালিয়ে যায়, কিন্তু Godot আসবে কিনা তা কখনো জানা যায় না।
-
এই নাটক মানবজীবনের অনিশ্চয়তা, অস্থিরতা, এবং অস্তিত্বের মানে খোঁজার প্রতীক হিসেবে বিবেচিত।
Samuel Beckett (1906-1989)
-
একজন আইরিশ নাট্যকার, লেখক এবং সাহিত্য সমালোচক।
-
১৯৬৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি ফরাসি ও ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতেন।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত সৃষ্টি Waiting for Godot (1952), যা একটি অস্তিত্ববাদী নাটক এবং আধুনিক থিয়েটারে যুগান্তকারী কাজ।
Best Works (Play):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days
0
Updated: 1 month ago
What is Estragon often associated with in contrast to Vladimir in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
The body and immediate needs
B
The mind and philosophy
C
The soul and spirituality
D
The future and hope
Estragon মূলত ক্ষুধা, ব্যথা ও ক্লান্তি নিয়ে ব্যস্ত। বিপরীতে Vladimir বেশি ভাবুক ও দার্শনিক। এই দ্বৈততা মানব জীবনের দুই দিককে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago