What is the original French title of the play Waiting for Godot?
A
Attente de Godot
B
En attendant Godot
C
Le Dieu manqué
D
Vers le salut
উত্তরের বিবরণ
Waiting for Godot প্রথমে ফরাসি ভাষায় লেখা হয়েছিল। এর আসল নাম En attendant Godot। নাটকটি প্যারিসে প্রথম মঞ্চস্থ হয়।

0
Updated: 12 hours ago
Which character often refers to bladder problems in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Vladimir
B
Estragon
C
Pozzo
D
Lucky
Vladimir–এর শারীরিক সমস্যার উল্লেখ নাটকে হাস্যরসের জন্ম দেয়, তবে এটি মানুষের দুর্বলতাও বোঝায়। অস্তিত্ববাদী নাটকে শারীরিক সীমাবদ্ধতা মানুষের অসহায় অবস্থার প্রতীক। এখানে দেহের ক্ষুদ্র সমস্যা জীবনের অসারতার সাথে মিলে যায়।

0
Updated: 20 hours ago
What does Lucky’s long monologue primarily demonstrate in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Breakdown of rational thought
B
Clarity of philosophical truth
C
Praise of religion
D
Plan of escape
Lucky–র বক্তৃতা প্রথমে বোধগম্য মনে হলেও পরে একেবারে অর্থহীন হয়ে যায়। এটি ভাষার ভাঙন এবং জ্ঞানের অসারতা দেখায়। Beckett মানুষের চিন্তার জটিলতা ও শূন্যতাকে প্রকাশ করেছেন এই অংশে।

0
Updated: 20 hours ago
What does Godot symbolize in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
An unattainable hope or salvation
B
A political leader
C
A lost family member
D
A wealthy merchant
Godot কখনো মঞ্চে আসে না। তাকে সবাই আশা করে, কিন্তু সে আসে না। Godot মুক্তি, ঈশ্বর বা ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে বাইরের কারো জন্য অপেক্ষা করে, অথচ সেই অপেক্ষা কখনো শেষ হয় না।

0
Updated: 20 hours ago