What nationality was Samuel Beckett, author of the play Waiting for Godot?
A
Irish
B
English
C
American
D
French
উত্তরের বিবরণ
Samuel Beckett ছিলেন আইরিশ, তবে তিনি ফরাসিতেও লিখেছেন। Waiting for Godot প্রথমে ফরাসিতে লেখা হয় এবং পরে ইংরেজি সংস্করণে অনুবাদ করেন Beckett নিজে। তার দ্বিভাষিক কাজ নাটকের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে।
0
Updated: 1 month ago
Why is the boy’s message about Godot always postponed in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To symbolise deferred salvation
B
To create suspense only
C
To test Vladimir and Estragon
D
To show Godot’s kindness
এই play তে প্রতি বার Boy এসে বলে Godot আজ আসবে না, কাল আসবে। এই বার্তা আসলে মুক্তির প্রতিশ্রুতির প্রতীক, যা কখনো পূর্ণ হয় না। মানুষ ঈশ্বর, মুক্তি বা ভবিষ্যতের উপর ভরসা করে, কিন্তু সেই দিন কখনো আসে না। Beckett এখানে দেখিয়েছেন মানুষ কিভাবে মিথ্যা আশা নিয়ে বাঁচে।
0
Updated: 1 month ago
What element of comedy is used heavily in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Satire of politics
B
Wit and epigrams
C
Slapstick and vaudeville routines
D
Farce of aristocrats
Estragon ও Vladimir প্রায়ই physical comedy করে, টুপি পাল্টানো, পড়ে যাওয়া ইত্যাদি। এই কৌতুক গম্ভীর বিষয়কে হালকা করে তোলে। Beckett tragedicomic ধারা তৈরি করেছেন।
0
Updated: 1 month ago
Waiting for Godot was written after which war?
Created: 3 weeks ago
A
World War I
B
World War II
C
Vietnam War
D
Cold War
স্যামুয়েল বেকেট তাঁর বিখ্যাত নাটক Waiting for Godot দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে লিখেছিলেন। যুদ্ধোত্তর ইউরোপে মানুষের মানসিক বিপর্যয়, হতাশা এবং জীবনের অর্থহীনতার অনুভূতি এই নাটকের মূল প্রেক্ষাপট তৈরি করে। বেকেট যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে উদ্ভূত মানবজীবনের শূন্যতা ও অপেক্ষার প্রতীকী রূপ তুলে ধরেন এই নাটকে।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) পর সমাজে এক ধরনের existential crisis সৃষ্টি হয়েছিল, যার প্রভাব নাটকে স্পষ্টভাবে দেখা যায়।
-
বেকেট ১৯৪৮-৪৯ সালে ফরাসি ভাষায় এই নাটকটি লেখেন, যেখানে মানুষের জীবনের উদ্দেশ্য ও অর্থহীনতার প্রশ্নগুলো কেন্দ্রস্থলে থাকে।
-
যুদ্ধের পর হতাশা, অনিশ্চয়তা এবং মানবিক সম্পর্কের বিচ্ছিন্নতা—এই নাটকের মূল থিম হিসেবে প্রতিফলিত হয়েছে।
0
Updated: 3 weeks ago