What classical dramatic unity is subverted in the play Waiting for Godot?
A
Unity of action
B
Unity of time
C
Unity of place
D
All three unities
উত্তরের বিবরণ
Aristotle–এর তিনটি dramatic unity–কে Beckett ভেঙে দিয়েছেন। এখানে সময় অস্পষ্ট, স্থান অনির্দিষ্ট, আর ঘটনাও পুনরাবৃত্ত। Absurdist নাটকের এটাই বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago
What does Estragon constantly complain about regarding his body in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
His feet
B
His stomach
C
His head
D
His hands
Estragon বারবার তার পায়ের ব্যথা নিয়ে অভিযোগ করে। জুতা খুলে, পরে আবার পরে। এটি মানবিক কষ্ট ও জীবনের দারিদ্র্যের প্রতীক।
0
Updated: 1 month ago
What nationality was Samuel Beckett, author of the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Irish
B
English
C
American
D
French
Samuel Beckett ছিলেন আইরিশ, তবে তিনি ফরাসিতেও লিখেছেন। Waiting for Godot প্রথমে ফরাসিতে লেখা হয় এবং পরে ইংরেজি সংস্করণে অনুবাদ করেন Beckett নিজে। তার দ্বিভাষিক কাজ নাটকের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে।
0
Updated: 1 month ago
Why is the boy’s message about Godot always postponed in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To symbolise deferred salvation
B
To create suspense only
C
To test Vladimir and Estragon
D
To show Godot’s kindness
এই play তে প্রতি বার Boy এসে বলে Godot আজ আসবে না, কাল আসবে। এই বার্তা আসলে মুক্তির প্রতিশ্রুতির প্রতীক, যা কখনো পূর্ণ হয় না। মানুষ ঈশ্বর, মুক্তি বা ভবিষ্যতের উপর ভরসা করে, কিন্তু সেই দিন কখনো আসে না। Beckett এখানে দেখিয়েছেন মানুষ কিভাবে মিথ্যা আশা নিয়ে বাঁচে।
0
Updated: 1 month ago