নিম্নের কোনটি সরকারি আইনগত সহায়তার হেল্পলাইন নম্বর হিসেবে পরিচিত?
A
১৬৪২০
B
৩৩৩
C
১০৯৮
D
১৬৪৩০
উত্তরের বিবরণ
কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত মিথ্যা বা হয়রানিমূলক মামলার বিরুদ্ধে আইনি সহায়তা প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি হেল্পলাইন চালু করেছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬৪৩০ নম্বরে ফোন করে সহায়তা নেওয়া যাবে।
-
হেল্পলাইনের অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা:
-
৯৯৯: বাংলাদেশের জরুরি কল সেন্টার
-
১০৯: নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ
-
১০৯৮: শিশু সহায়তামূলক কল সেন্টার
-
৩৩৩: জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার
-
১০৫: জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার
-
১০০: বিটিআরসি কল সেন্টার
-
১৬৪২০: বিটিসিএল কল সেন্টার
-
0
Updated: 1 month ago
'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের কোন সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে?
Created: 1 month ago
A
১ম সংশোধনী
B
২য় সংশোধনী
C
৪র্থ সংশোধনী
D
৫ম সংশোধনী
দ্বিতীয় সংশোধনী:
- দ্বিতীয় সংশোধনীটি উত্থাপিত হয় ১৯৭৩ সালের ১৮ সেপ্টম্বর।
- সংশোধনীটি গৃহীত হয় ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর।
- সংশোধনীটি অনুমোদিত হয় ২২ সেপ্টম্বর ১৯৭৩ সালে।
- 'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের ২য় সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে।
- সংবিধানের দ্বিতীয় সংশোধন আইন দ্বারা অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে 'জরুরি অবস্থা' ঘোষণার বিধান চালু করা হয়।
- এছাড়াও, নিবর্তনমূলক আটক ও জরুরী অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ সংক্রান্ত বিধানসমূহ সংযোজন করা হয়।
উল্লেখ:
- ১ম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপ আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ' এর বিচার ও শাস্তি অনুমোদন।
- ৪র্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের বদলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয়।
- ৫ম সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।
0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 1 month ago
A
খাজা নাজিম উদ্দীন
B
নুরুল আমিন
C
লিয়াকত আলী খান
D
মােহাম্মদ আলী জিন্নাহ
ভাষা আন্দোলন
বাংলার মুক্তির ইতিহাসে প্রথম বড় ঘটনা ছিল ভাষা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই বাঙালির মধ্যে জাতীয়তাবোধের সূচনা ঘটে।
সূচনা ও পরিণতি
ভাষা আন্দোলন শুরু হয় ১৯৪৭ সালে, আর এর চূড়ান্ত রূপ দেখা যায় ১৯৫২ সালে।
আন্দোলনের সময়কার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
পূর্ব বাংলার গভর্নর ছিলেন: ফিরোজ খান নুন
-
পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন: গোলাম মোহাম্মদ
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন: খাজা নাজিমউদ্দীন
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন: নুরুল আমিন
অতিরিক্ত তথ্য
-
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
-
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
সম্প্রতি বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
সামিউল ইসলাম রাফি
B
জুনায়েদ আহমেদ
C
নাজমুল হক হিমেল
D
মো. মনিরুজ্জামান বাদল
ইংলিশ চ্যানেল
-
অবস্থান ও ভূগোল:
-
ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
-
এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনকে পৃথক করে।
-
চ্যানেলটি উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে।
-
দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার, প্রস্থ ৩৪ থেকে ২৪০ কিলোমিটার অবস্থানভেদে।
-
-
বাংলাদেশি সাঁতারুদের অর্জন:
-
সম্প্রতি দুই বাংলাদেশি সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
-
এটি ঘটেছে দীর্ঘ ৩৭ বছর পর।
-
তারা ২৯ জুলাই ২০২৫-এ ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে চ্যানেলটি অতিক্রম করেন।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি: ব্রজেন দাস (৬ বার, ১৯৫৮-১৯৬১)
-
১৯৬৫ সালে: আব্দুল মালেক
-
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম: মোশাররফ হোসেন, ১৯৮৮
-
0
Updated: 1 month ago