১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত নং সেক্টরে যুদ্ধ করেন?
A
৭ নং
B
১০ নং
C
৬ নং
D
৪ নং
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ হলো বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক, যা যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস, ত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদকে ভূষিত করা হয়েছে।
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
সেক্টর: ৭ নং
-
মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ)
-
সমাধিস্থল: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ
-
-
সিপাহী হামিদুর রহমান
-
সেক্টর: ৪ নং
-
মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১
-
সমাধিস্থল: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
-
-
মোহাম্মদ রুহুল আমিন
-
সেক্টর: ১০ নং
-
মৃত্যু: ১০ ডিসেম্বর, ১৯৭১
-
সমাধিস্থল: রূপসা ফেরিঘাটের লুকপুর
-
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
-
সেক্টর: ১ নং
-
মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ)
-
সমাধিস্থল: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে, কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে
-

0
Updated: 12 hours ago
মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 6 days ago
A
মেজর জিয়াউর রহমান
B
মেজর চিত্তরঞ্জন দত্ত
C
মেজর এ.এন.এম নূরুজ্জামান
D
মেজর জয়নাল আবেদীন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেক্টর এবং সেক্টর কমান্ডারদের দায়িত্ব ও নেতৃত্ব নিম্নরূপ ছিল। প্রতিটি সেক্টর স্বাধীনভাবে পরিচালিত হলেও তাদের কাজের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া।
-
১ নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান, পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর রফিকুল ইসলাম।
-
২ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে দায়িত্ব নেন মেজর এ.টি.এম হায়দার।
-
৩ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ, পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন।
-
৪ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত, পরে দায়িত্ব নেন ক্যাপ্টেন এ. রব।
-
৫ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
-
৬ নং সেক্টর: কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম. খাদেমুল বাশার।
-
৭ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক, পরে দায়িত্ব নেন সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
-
৮ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, পরে দায়িত্ব নেন মেজর এম.এ মঞ্জুর।
-
৯ নং সেক্টর: কমান্ডার ছিলেন প্রথমে মেজর এম.এ জলিল, পরে দায়িত্ব নেন মেজর এম.এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীন।
-
১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত ছিল; এই সেক্টরের নিয়মিত কোনো কমান্ডার ছিলেন না।

0
Updated: 6 days ago
লুসাইদের শস্য কাটার উৎসব কোনটি?
Created: 3 weeks ago
A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
বাংলাদেশ বিষয়াবলি
উৎসব
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
মুক্তিযুদ্ধের সময় সিপাহী হামিদুর রহমান কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন?
Created: 3 weeks ago
A
১নং সেক্টর
B
২নং সেক্টর
C
৩নং সেক্টর
D
৪নং সেক্টর
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ও সংশ্লিষ্ট সেক্টর
বীরশ্রেষ্ঠ | সেক্টর |
---|---|
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ | ১নং সেক্টর |
সিপাহী মোস্তফা কামাল | ২নং সেক্টর |
সিপাহী হামিদুর রহমান | ৪নং সেক্টর |
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর | ৭নং সেক্টর |
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ | ৮নং সেক্টর |
ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন | ১০নং সেক্টর |
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান | কোনো সেক্টরের অধীনে ছিলেন না |
তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago