সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
দোহার
B
সাভার
C
কেরানীগঞ্জ
D
নবাবগঞ্জ
উত্তরের বিবরণ
ডিগ্রেডেড এয়ারশেড হল এমন একটি এলাকা যেখানে বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করে। বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার শিল্পঘন সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে। সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে।
-
নির্ধারিত নিয়মাবলী:
-
আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানো ও ইট প্রস্তুতির কার্যক্রম সম্পাদন নিষিদ্ধ।
-
উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
ফরিদপুর
C
গাজীপুর
D
চাঁদপুর
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BTRI)
-
অবস্থান: ঢাকা, মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর।
-
প্রতিষ্ঠা:
-
১৯৫১ সালে পাট উন্নয়ন গবেষণার জন্য প্রতিষ্ঠিত।
-
স্বাধীনতার পর ১৯৭৪ সালে আইনসঙ্গতভাবে (Act) পুনঃপ্রতিষ্ঠা।
-
-
উদ্দেশ্য ও কার্যক্রম:
-
পাট ও পাটজাত আঁশ ফসলের কৃষি গবেষণা।
-
কারিগরি গবেষণা।
-
পাট থেকে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা।
-
-
ঐতিহাসিক পটভূমি:
-
১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো নেতৃত্বে ঢাকায় প্রথম পাট গবেষণা শুরু।
-
-
গবেষণা কেন্দ্রসমূহ:
-
কেন্দ্রীয় কেন্দ্র: মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
-
আঞ্চলিক কেন্দ্র: রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, চান্দিনা (কুমিল্লা)।
-
উপকেন্দ্র: তারাবো (নারায়ণগঞ্জ), মনিরামপুর (যশোর), কলাপাড়া (পটুয়াখালী)।
-
বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র: নশিপুর (দিনাজপুর)।
-
উৎস: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট
0
Updated: 1 month ago