১,০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
A
১০০ টাকা
B
৪০০ টাকা
C
২০০ টাকা
D
৮০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১,০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
সমাধান :
ক : খ = ১ : ৪
অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫
খ পায় = ১০০০ এর (৪/৫) = ৮০০ টাকা
খ : মা : মেয়ে = ২ : ১ : ১
অনুপাতের যোগফল = (২ + ১ + ১) = ৪
মা পায় = ৮০০ এর (১/৪) = ২০০ টাকা

0
Updated: 3 weeks ago