What is Estragon often associated with in contrast to Vladimir in the play Waiting for Godot?
A
The body and immediate needs
B
The mind and philosophy
C
The soul and spirituality
D
The future and hope
উত্তরের বিবরণ
Estragon মূলত ক্ষুধা, ব্যথা ও ক্লান্তি নিয়ে ব্যস্ত। বিপরীতে Vladimir বেশি ভাবুক ও দার্শনিক। এই দ্বৈততা মানব জীবনের দুই দিককে প্রতিফলিত করে।

0
Updated: 12 hours ago
What role does laughter play in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Defense against despair
B
Celebration of joy
C
Mockery of religion
D
Political protest
হাসি চরিত্রদের হতাশা থেকে রক্ষা করে। কৌতুকপূর্ণ সংলাপ আসলে জীবনের অসহায়তার মুখে প্রতিরক্ষা। দর্শকেরও এই হাসি ব্যথা ও আনন্দের মিশ্র অনুভূতি জাগায়।

0
Updated: 12 hours ago
Which major world event influenced Beckett’s vision in the play Waiting for Godot?
Created: 19 hours ago
A
World War II
B
French Revolution
C
World War I
D
Cold War only
Beckett দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা থেকে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি ফ্রান্সে নাৎসি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং বহু বছর লুকিয়ে কাটিয়েছিলেন। যুদ্ধ শেষে তিনি ধ্বংস, ক্ষুধা, হতাশা এবং অর্থহীনতার অভিজ্ঞতা অর্জন করেন।
Waiting for Godot–এর চরিত্ররা যেমন অর্থহীনভাবে অপেক্ষা করে, তেমনি যুদ্ধোত্তর প্রজন্মও আশা করেছিল শান্তি ও নতুন শুরুর, কিন্তু পায়নি কিছুই। বোমায় ধ্বংসপ্রাপ্ত শহর, শরণার্থী শিবিরের অনিশ্চয়তা, এবং মানুষের ভেতরে আশা–হতাশার লড়াই Beckett নাটকে প্রতীকী আকারে ফুটিয়ে তোলেন।
তাই যুদ্ধ–পরবর্তী জীবনের অসারতা, বিভ্রান্তি এবং অস্তিত্বের প্রশ্নই নাটকের দার্শনিক ভিত গড়ে দিয়েছে।

0
Updated: 19 hours ago
What function does the Boy serve in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Servant of Pozzo
B
Messenger of Godot
C
Brother of Estragon
D
Friend of Vladimir
Boy আসে Godot–এর পক্ষ থেকে খবর দিতে। সে বলে Godot আজ আসবে না, কাল আসবে। তার উপস্থিতি নাটকে আশার আলো আনে, কিন্তু সেই আশা প্রতিবারই ভেঙে যায়। Boy আসলে প্রতিশ্রুতি ও প্রতারণার প্রতীক।

0
Updated: 12 hours ago