How is time presented in the play Waiting for Godot?
A
Circular and repetitive
B
Linear and progressive
C
Historical and factual
D
Symbolic and mythical only
উত্তরের বিবরণ
সময় এখানে একেবারে বৃত্তাকার। একই ঘটনা পুনরাবৃত্ত হয়। চরিত্ররা জানে না গতকাল কী হয়েছিল, আগামীকাল কী হবে। এটি জীবনের অসার পুনরাবৃত্তির প্রতীক।
0
Updated: 1 month ago
What is the Boy’s reply when asked if Godot beats his brother in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Yes, he beats him
B
No, he treats him kindly
C
Sometimes, when angry
D
I don’t know
Boy জানায় যে Godot তার ভাইকে মারধর করে। এটি Godot–এর প্রতিশ্রুতির আড়ালে লুকানো নিষ্ঠুরতাকে বোঝায়।
0
Updated: 1 month ago
What is the significance of the moon appearing at the end of each act in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Hope of divine intervention
B
Passage of time without change
C
Reminder of seasons
D
Symbol of romance
অঙ্ক শেষে চাঁদ ওঠে, দিন শেষ হয়, কিন্তু কিছুই ঘটে না। এটি সময় পেরোনো বোঝালেও জীবনে কোনো অগ্রগতি হয় না।
0
Updated: 1 month ago
What is the significance of the ending of the play "Waiting for Godot"?
Created: 1 month ago
A
Godot arrives and resolves the plot
B
Characters remain waiting, emphasising existential uncertainty
C
Pozzo dies
D
The play concludes with a celebration
Waiting for Godot এর সমাপ্তি কোনো সমাধান দেয় না; ভ্লাদিমির এবং এসট্রাগন এখনও অপেক্ষা করে থাকে। এটি মানুষের অস্তিত্বের অস্থায়িত্ব, সময়ের অর্থহীনতা এবং অনিশ্চয়তার প্রতীক। Beckett minimalist স্টাইল এবং open-ended structure ব্যবহার করে existential themes এবং জীবন, বিশ্বাস, এবং উদ্দেশ্যের অনিশ্চয়তাকে ফুটিয়ে তুলেছেন। নাটকটি দর্শককে ভাবতে বাধ্য করে, মানুষ কীভাবে তার অস্তিত্ব, আশা এবং সম্পর্কের সঙ্গে মানিয়ে চলে।
0
Updated: 1 month ago