What theme is reinforced when Vladimir and Estragon cannot leave despite deciding to go in the play Waiting for Godot?
A
Courage and rebellion
B
Friendship and loyalty
C
Paralysis and inaction
D
Memory and forgetting
উত্তরের বিবরণ
Estragon ও Vladimir প্রায়ই বলে “চলো যাই,” কিন্তু তারা যায় না। এটি মানুষের স্থবিরতার প্রতীক। সিদ্ধান্ত নেয়া হলেও কার্যকর হয় না। Beckett জীবনের অসহায় চক্রকে দেখিয়েছেন এখানে।
0
Updated: 1 month ago
According to Vladimir's opinion in Waiting for Godot, people are-
Created: 3 weeks ago
A
Good-hearted
B
Ignorant apes
C
Misguided
D
Intelligent animals
স্যামুয়েল বেকেটের Waiting for Godot নাটকে মানবজীবনকে অত্যন্ত নিরাশাবাদী ও অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। ভ্লাদিমির মানুষের স্বভাবকে এমনভাবে দেখেছেন, যেন তারা একদল “ignorant apes” — অর্থাৎ অজ্ঞ ও অচেতন প্রাণী, যারা নিজের অস্তিত্বের অর্থও বোঝে না।
-
নাটকে এস্ত্রাগন বলে, “We are all born mad. Some remain so.”—এই উক্তি মানুষের মানসিক অস্থিরতা ও অর্থহীনতার প্রতীক।
-
বেকেটের দৃষ্টিতে মানুষ কেবল অভ্যাসের দ্বারা পরিচালিত, চিন্তা ও যুক্তিহীন এক সত্তা, যে নিজের অবস্থান সম্পর্কে অন্ধকারে রয়ে গেছে।
-
তাই এখানে “ignorant apes” কথাটি মানুষের অবচেতন, অজ্ঞান ও পুনরাবৃত্তিমূলক জীবনযাপনের প্রতিরূপ, যা নাটকের সমগ্র দর্শনকেই প্রতিফলিত করে।
0
Updated: 3 weeks ago
Who are the main characters in Waiting for Godot?
Created: 1 month ago
A
Vladimir and Estragon
B
Vladimir and Lucky
C
Estragon and Pozzo
D
Godot and Lucky
Waiting for Godot নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো ভ্লাদিমির এবং এসট্রাগন। তারা দুই বন্ধু, যাঁরা অনন্ত অপেক্ষার মধ্যে সময় কাটাচ্ছেন। Beckett এই চরিত্রগুলোর মাধ্যমে আধুনিক মানুষের জীবনের অর্থহীনতা এবং একাকীত্বকে প্রতিফলিত করেছেন।
ভ্লাদিমির এবং এসট্রাগন একে অপরের উপর নির্ভরশীল হলেও তাদের জীবন মানসিক ও আধ্যাত্মিক বিভ্রান্তির মধ্যে আবর্তিত। নাটকটি মূলত মানব অস্তিত্বের শূন্যতা, সময়ের অস্থিরতা এবং উদ্দেশ্যহীনতার দিকে পাঠকের মনোযোগ আকর্ষণ করে।
তাদের কথোপকথন এবং এক্সপেরিমেন্টাল কাঠামো মানুষের চরম অসহায়তা এবং সামাজিক ও মানসিক সংযোগের প্রয়োজনীয়তা বোঝায়।
0
Updated: 1 month ago
Who wrote Waiting for Godot?
Created: 3 months ago
A
T. S. Eliot
B
Arthur Miller
C
Samuel Beckett
D
Joseph Conrad
0
Updated: 3 months ago