What does Pozzo lose when he reappears in Act II in the play Waiting for Godot?
A
His eyesight
B
His wealth
C
His servant
D
His memory
উত্তরের বিবরণ
দ্বিতীয় অঙ্কে Pozzo অন্ধ হয়ে যায়। ক্ষমতাশালী মানুষ হঠাৎ অসহায় হয়ে পড়ে। এটি ক্ষমতার ক্ষণস্থায়িত্বের প্রতীক। Beckett দেখিয়েছেন, জীবনে কোনো শক্তিই স্থায়ী নয়।
0
Updated: 1 month ago
What is the significance of the ending of the play "Waiting for Godot"?
Created: 1 month ago
A
Godot arrives and resolves the plot
B
Characters remain waiting, emphasising existential uncertainty
C
Pozzo dies
D
The play concludes with a celebration
Waiting for Godot এর সমাপ্তি কোনো সমাধান দেয় না; ভ্লাদিমির এবং এসট্রাগন এখনও অপেক্ষা করে থাকে। এটি মানুষের অস্তিত্বের অস্থায়িত্ব, সময়ের অর্থহীনতা এবং অনিশ্চয়তার প্রতীক। Beckett minimalist স্টাইল এবং open-ended structure ব্যবহার করে existential themes এবং জীবন, বিশ্বাস, এবং উদ্দেশ্যের অনিশ্চয়তাকে ফুটিয়ে তুলেছেন। নাটকটি দর্শককে ভাবতে বাধ্য করে, মানুষ কীভাবে তার অস্তিত্ব, আশা এবং সম্পর্কের সঙ্গে মানিয়ে চলে।
0
Updated: 1 month ago
What dramatic genre best defines Waiting for Godot?
Created: 1 month ago
A
Theatre of the Absurd
B
Romantic tragedy
C
Classical comedy
D
Realist drama
Waiting for Godot Absurdist নাটকের সেরা উদাহরণ। এখানে কোনো প্রচলিত কাহিনি, শুরু-মধ্য-শেষ নেই। কেবল অপেক্ষা, পুনরাবৃত্তি আর অর্থহীন কথোপকথন। Absurdist নাটকের লক্ষ্য হলো দর্শকদের সামনে জীবনের অসারতা স্পষ্ট করে ধরা। Beckett এই নাটকে সেটাই করেছেন।
0
Updated: 1 month ago
What is the role of silence in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To highlight emptiness and tension
B
To give rhythm like music
C
To symbolise divine presence
D
To express political protest
নাটকে সংলাপের পাশাপাশি নীরবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্ররা অনেক সময় কিছু না বলে দাঁড়িয়ে থাকে। এই নীরবতা আসলে জীবনের শূন্যতা প্রকাশ করে। দর্শকও অনুভব করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। Beckett নীরবতাকে ভাষার মতোই ব্যবহার করেছেন নাটকের দার্শনিক শক্তি বাড়াতে।
0
Updated: 1 month ago