What function does the Boy serve in the play Waiting for Godot?
A
Servant of Pozzo
B
Messenger of Godot
C
Brother of Estragon
D
Friend of Vladimir
উত্তরের বিবরণ
Boy আসে Godot–এর পক্ষ থেকে খবর দিতে। সে বলে Godot আজ আসবে না, কাল আসবে। তার উপস্থিতি নাটকে আশার আলো আনে, কিন্তু সেই আশা প্রতিবারই ভেঙে যায়। Boy আসলে প্রতিশ্রুতি ও প্রতারণার প্রতীক।

0
Updated: 12 hours ago
What does Lucky lose when he reappears in Act II in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
His ability to speak
B
His physical strength
C
His master’s trust
D
His memory
Lucky দ্বিতীয় অঙ্কে আর কথা বলতে পারে না। প্রথম অঙ্কে সে বক্তৃতা দিয়েছিল, যা অসংলগ্ন ছিল। এখন তার কণ্ঠও হারিয়ে যায়। এটি মানুষের প্রকাশক্ষমতার ক্ষয় এবং নিস্তব্ধতার প্রতীক।

0
Updated: 20 hours ago
What does Godot symbolize in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
An unattainable hope or salvation
B
A political leader
C
A lost family member
D
A wealthy merchant
Godot কখনো মঞ্চে আসে না। তাকে সবাই আশা করে, কিন্তু সে আসে না। Godot মুক্তি, ঈশ্বর বা ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে বাইরের কারো জন্য অপেক্ষা করে, অথচ সেই অপেক্ষা কখনো শেষ হয় না।

0
Updated: 20 hours ago
What is the main literary style of Waiting for Godot?
Created: 1 month ago
A
Absurdism
B
Realism
C
Naturalism
D
Romanticism

0
Updated: 1 month ago