What does the character Pozzo symbolize in the play Waiting for Godot?
A
Religious devotion
B
Tyranny and materialism
C
Political freedom
D
Romantic heroism
উত্তরের বিবরণ
Pozzo Lucky–কে দাসের মতো ব্যবহার করে। সে ধন, ক্ষমতা আর ভোগবাদে মগ্ন। তার চরিত্র পুঁজিবাদী সমাজের প্রতীক। পরে অন্ধ হয়ে গেলে তার অসহায়তা প্রকাশ পায়। Beckett দেখিয়েছেন, ক্ষমতার অহংকারও একসময় ভেঙে পড়ে।

0
Updated: 12 hours ago
What genre is Waiting for Godot?
Created: 1 month ago
A
Absurd drama
B
Comedy
C
Tragedy
D
Historical play

0
Updated: 1 month ago
Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।

0
Updated: 20 hours ago
Why do Vladimir and Estragon not recognise Pozzo and Lucky in Act II in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
To show the uncertainty of memory and identity
B
Because they are blind themselves
C
Because Godot confused them
D
Because of their quarrel
দ্বিতীয় অঙ্কে Pozzo অন্ধ হয়ে আসে, Lucky–ও বদলে গেছে। Estragon ও Vladimir ভাবে তারা নতুন কেউ। এটি স্মৃতি ও পরিচয়ের ভঙ্গুরতা দেখায়। নাটকে বারবার দেখা যায় চরিত্ররা আগের ঘটনার কথা মনে রাখতে পারে না। এটি জীবনের অচেনা পুনরাবৃত্তি ও বিভ্রান্তির প্রতীক।

0
Updated: 12 hours ago