What stage feature shows the minimalism of the play Waiting for Godot?
A
A palace hall
B
A tree and a country road
C
A church interior
D
A market square
উত্তরের বিবরণ
নাটকের মঞ্চে কেবল একটি শুকনো গাছ এবং একটি নির্জন রাস্তা। এই মিনিমাল সেটিং Absurdist নাটকের বৈশিষ্ট্য। এটি বোঝায় পৃথিবী শূন্য, মানুষ অপেক্ষা ছাড়া কিছুই করতে পারে না। Beckett মিনিমালিজম ব্যবহার করেছেন দর্শকদের দৃষ্টি সরাসরি চরিত্র ও কথোপকথনে আনতে।
0
Updated: 1 month ago
Waiting for Godot was written after which war?
Created: 3 weeks ago
A
World War I
B
World War II
C
Vietnam War
D
Cold War
স্যামুয়েল বেকেট তাঁর বিখ্যাত নাটক Waiting for Godot দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে লিখেছিলেন। যুদ্ধোত্তর ইউরোপে মানুষের মানসিক বিপর্যয়, হতাশা এবং জীবনের অর্থহীনতার অনুভূতি এই নাটকের মূল প্রেক্ষাপট তৈরি করে। বেকেট যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে উদ্ভূত মানবজীবনের শূন্যতা ও অপেক্ষার প্রতীকী রূপ তুলে ধরেন এই নাটকে।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) পর সমাজে এক ধরনের existential crisis সৃষ্টি হয়েছিল, যার প্রভাব নাটকে স্পষ্টভাবে দেখা যায়।
-
বেকেট ১৯৪৮-৪৯ সালে ফরাসি ভাষায় এই নাটকটি লেখেন, যেখানে মানুষের জীবনের উদ্দেশ্য ও অর্থহীনতার প্রশ্নগুলো কেন্দ্রস্থলে থাকে।
-
যুদ্ধের পর হতাশা, অনিশ্চয়তা এবং মানবিক সম্পর্কের বিচ্ছিন্নতা—এই নাটকের মূল থিম হিসেবে প্রতিফলিত হয়েছে।
0
Updated: 3 weeks ago
What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What is the dramatic function of the repeated phrase “Nothing to be done” in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
It explains political defeat
B
It opens hope for change
C
It introduces comic relief
D
It conveys the futility of action
“Nothing to be done” নাটকের মূল মেজাজ প্রকাশ করে। মানুষের কোনো কার্যকারিতা নেই, শুধু অপেক্ষা। এটি Absurdist নাটকের কেন্দ্রীয় লাইন।
0
Updated: 1 month ago