Who is described as carrying a heavy bag and treated cruelly in the play Waiting for Godot?
A
Lucky
B
Vladimir
C
Estragon
D
The Boy
উত্তরের বিবরণ
Lucky Pozzo–র দাস, যে বোঝা বহন করে। তার অবস্থান অত্যাচারিত মানুষের প্রতীক। সে যখন বক্তৃতা দেয়, তখন তার অযৌক্তিক শব্দচয়নের ভেতর দিয়ে শিক্ষার ভণ্ডামি ও সভ্যতার শূন্যতা প্রকাশিত হয়। Lucky আধুনিক মানুষের শোষণকেও বোঝায়।

0
Updated: 12 hours ago
What kind of hat exchange takes place in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Vladimir and Lucky swap hats
B
Estragon and Pozzo swap hats
C
Vladimir and Estragon swap hats
D
Pozzo and Lucky swap hats
Vladimir ও Lucky টুপি বদল করে, এবং এর মাধ্যমে এক অদ্ভুত কৌতুক তৈরি হয়। এটি পরিচয়, ভূমিকা এবং মানুষের অসার পরিবর্তনের প্রতীক।

0
Updated: 20 hours ago
Which season is suggested in Act II with the tree’s leaves in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Spring
B
Summer
C
Autumn
D
Winter
দ্বিতীয় অঙ্কে গাছে কিছু পাতা দেখা যায়। এটি নতুনত্বের প্রতীক, তবে বাস্তবে কোনো পরিবর্তন আনে না। আশা ও হতাশা পাশাপাশি চলে।

0
Updated: 12 hours ago
Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।

0
Updated: 20 hours ago