একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?
A
৩
B
৫
C
৭
D
৯
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?
সমাধান:
শুধু ফুটবল খেলে না = (৩০ - ১৮ - ৫) জন
= ৭ জন
আবার,
শুধু ক্রিকেট খেলে না = (৩০ - ১৪ - ৫) জন
= ১১ জন
∴ শুধু ফুটবল বা ক্রিকেট বা কোনো খেলাই খেলে না = (৭ + ১১ + ৫) জন
= ২৩ জন
∴ উভয় খেলা খেলে = (৩০ -২৩) জন
= ৭ জন।

0
Updated: 3 weeks ago