A ____ of sightseers descends upon the island every summer.
A
school
B
swarm
C
cluster
D
flight
উত্তরের বিবরণ
The sentence "A swarm of sightseers descends upon the island every summer" illustrates the use of a collective noun.
-
Swarm: English meaning – a large number of honeybees, ants, locusts, sightseers, tourists, meteors, or children.
-
Bangla meaning – জাঁক, পাল, দল।
-
Example usage: a swarm of ants, a swarm of bees, swarms of children in the park.
-
Other related collective nouns:
-
School: a group of fish – a school of fish (মাছের ঝাঁক বা ভিড়)
-
Cluster: a number of similar things occurring together – a cluster of trees, flowers, bees (গুচ্ছ, ঝাঁক, ঝাড়, স্তবক)
-
Flight: a group of similar beings or objects flying together – typically birds or insects – a flight of birds
-
-
Collective Noun: এটি এমন একটি Noun যা একত্রে কয়েকজন ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে বিবেচিত হয়।
-
উদাহরণস্বরূপ: cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority।

0
Updated: 13 hours ago
They prepared ___ lovely dinner for the guests.
Created: 1 week ago
A
a
B
an
C
the
D
Zero article
নিয়ম:
-
Meals-এর আগে সাধারণত a/an ব্যবহার করা হয় না।
-
উদাহরণ: I have breakfast at 8 a.m.
-
এখানে breakfast noun, কিন্তু সাধারণ নামের meal, তাই article লাগে না।
-
-
Meals-এর আগে যদি adjective থাকে, তাহলে a/an ব্যবহার করা হয়।
-
উদাহরণ: We had a good breakfast yesterday.
-
এখানে good adjective, তাই a লাগে।
-
Complete sentence:
-
They prepared a lovely dinner for the guests.
-
এখানে lovely adjective, তাই a বসানো হয়েছে।
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain

0
Updated: 1 week ago
Choose the correct determiner for the sentence: "There is ___ honey in the jar."
Created: 3 weeks ago
A
many
B
a few
C
much
D
few
• Complete Sentence: "There is much honey in the jar."
-
Explanation:
-
"Honey" uncountable noun, তাই much ব্যবহার করা হয়।
-
Some, any, much, few, many ইত্যাদি quantifiers, যা এক ধরনের determiners।
-
• Other options:
-
ক) many – countable noun (যেমন: books, pens) এর সাথে ব্যবহৃত হয়।
-
খ) a few – countable noun বোঝাতে ব্যবহৃত হয়।
-
ঘ) few – countable noun বোঝায় এবং পরিমাণ কম বোঝাতে ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 3 weeks ago
Would you mind ______?
Created: 1 week ago
A
send me the details
B
to send me the details
C
to sending me the details
D
sending me the details
Complete Sentence:
-
Would you mind sending me the details?
অর্থ: আপনি কি আমাকে বিস্তারিত তথ্য পাঠাতে বিরক্ত হবেন?
ব্যাখ্যা:
-
“Would you mind” ব্যবহৃত হলে, এর পর verb-এর মূল রূপের সাথে -ing যুক্ত করা হয়।
-
এটি সাধারণত ভদ্রভাবে অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়।
Structure:
উদাহরণ:
-
Would you mind coming to my house? (আপনি কি আমার বাড়িতে আসতে বিরক্ত হবেন?)
-
Would you mind taking a cup of tea? (আপনি কি এক কাপ চা নেবার জন্য বিরক্ত হবেন?)
-
Would you mind giving me some money? (আপনি কি আমাকে কিছু টাকা দেওয়ার জন্য বিরক্ত হবেন?)

0
Updated: 1 week ago