A ____ of sightseers descends upon the island every summer.
A
school
B
swarm
C
cluster
D
flight
উত্তরের বিবরণ
The sentence "A swarm of sightseers descends upon the island every summer" illustrates the use of a collective noun.
-
Swarm: English meaning – a large number of honeybees, ants, locusts, sightseers, tourists, meteors, or children.
-
Bangla meaning – জাঁক, পাল, দল।
-
Example usage: a swarm of ants, a swarm of bees, swarms of children in the park.
-
Other related collective nouns:
-
School: a group of fish – a school of fish (মাছের ঝাঁক বা ভিড়)
-
Cluster: a number of similar things occurring together – a cluster of trees, flowers, bees (গুচ্ছ, ঝাঁক, ঝাড়, স্তবক)
-
Flight: a group of similar beings or objects flying together – typically birds or insects – a flight of birds
-
-
Collective Noun: এটি এমন একটি Noun যা একত্রে কয়েকজন ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে বিবেচিত হয়।
-
উদাহরণস্বরূপ: cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority।
0
Updated: 1 month ago
I hate ___ pen from other people.
Created: 1 month ago
A
to be borrowing
B
borrow
C
borrowing
D
having borrowed
Hate + Gerund Rule:
-
Hate এর পরে সাধারণত gerund (verb + ing) আসে যখন কোনো কাজের অভ্যাস, অভিজ্ঞতা বা ক্রিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।
-
Example: I hate waiting.
-
Correct Sentence: I hate borrowing pen from other people.
Other Options Explanation:
-
to be borrowing → Continuous passive; এখানে প্রয়োজন নেই।
-
borrow → “I hate borrow money” → গ্রামার অনুযায়ী ভুল। এখানে to borrow বা borrowing ব্যবহার করতে হবে।
-
having borrowed → Perfect participle tense; এখানে ব্যবহার হয় না।
Note: Hate এর পরে infinitive (to + verb) ব্যবহারও হতে পারে, কিন্তু প্রদত্ত অপশনে সেটি নেই।
0
Updated: 1 month ago
There is no glory in war considering the blood it -----.
Created: 1 day ago
A
demands
B
costs
C
spills
D
sheds
Spill (ক্রিয়া): Spill অর্থ হলো কোনো কিছু ঝরিয়ে পড়া, গড়িয়ে পড়া বা সীমার বাইরে ছড়িয়ে পড়া। এটি সাধারণত এমন সময় ব্যবহার হয় যখন কিছু কোনো বস্তুর প্রান্ত বা সীমানা ছাড়িয়ে পড়ে।
উদাহরণ: "আমি আমার সিল্ক শার্টে কফি ঢেলে ফেললাম।"
Shed (ক্রিয়া) (প্রসূত করা): Shed মানে হলো কোনো কিছু উৎপন্ন বা নির্গত করা, যেমন অশ্রু, রক্ত ইত্যাদি। এটি এমন কিছু যা সাধারণত শারীরিক বা আবেগিকভাবে নির্গত হয়।
উদাহরণ: "সে তার মেয়েের বিয়েতে কিছু অশ্রু ঝরিয়েছিল।"
"এই যুদ্ধের মধ্যে অনেক রক্ত ঝরানো হয়েছে (অনেক মানুষ মারাত্মকভাবে আহত বা নিহত হয়েছে)।"
0
Updated: 1 day ago
Each of the students, together with their teacher, _________ required to attend the seminar.
Created: 1 month ago
A
are
B
is
C
have
D
have to
Complete sentence: Each of the students, together with their teacher, is required to attend the seminar.
Bangla meaning: প্রতিটি শিক্ষার্থীকে, তাদের শিক্ষকের সাথে, সেমিনারে উপস্থিত থাকতে হবে।
Subject-Verb Agreement ব্যাখ্যা:
-
Rule: When two subjects are joined by with, together with, along with ইত্যাদি, verb সর্বদা প্রথম subject অনুযায়ী হয়।
-
Structure: Subject + together with + verb + object
প্রশ্নের ক্ষেত্রে:
-
First subject: “Each of the students” → singular
-
সুতরাং, শূন্যস্থানে singular verb is বসবে।
0
Updated: 1 month ago