Fill in the blank with the right form of verb:
I stopped _____ him last year.
A
saw
B
to see
C
seeing
D
see
উত্তরের বিবরণ
Complete sentence: I stopped seeing him last year.
Bangla meaning: আমি গত বছর তার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি।
-
Stop (verb):
-
Stop এর পরে gerund (-ing form) এবং infinitive (to + verb) দুটিই বসতে পারে, তবে অর্থ অনুযায়ী ব্যবহৃত হয়।
-
-
Stop + gerund:
-
অর্থ: কোনো কাজ সম্পূর্ণভাবে বন্ধ করা বা অভ্যাস শেষ করা।
-
Example: I stopped seeing him last year.
-
এখানে "last year" ইঙ্গিত দেয় যে দেখা করার অভ্যাস স্থায়ীভাবে শেষ হয়েছে, তাই gerund (seeing) ব্যবহার হয়েছে।
-
-
শূন্যস্থানে সঠিক শব্দ: seeing
-
-
Stop + infinitive:
-
অর্থ: ভ্রমণের সময় বা কোনো কার্যকলাপের সময় অল্প সময়ের জন্য বিরতি নেওয়া।
-
Example: I stopped to see him on my way back.
-
এখানে কাজটি সম্পূর্ণ বন্ধ হয়নি, বরং অল্প বিরতির উদ্দেশ্যে দেখা করা হয়েছে।
-
-
-
দ্রষ্টব্য: Stop এর পরে bare infinitive (see) বা past form (saw) ব্যবহার করা হয় না।

0
Updated: 13 hours ago
The word 'Regret' is applicable as -
Created: 1 month ago
A
Verb
B
Noun
C
Adjective
D
Both noun and verb
• The word 'Regret' is applicable as -- Both noun and verb
• Regret (Noun)
- English Meaning: a feeling of sadness, repentance, or disappointment over an occurrence or something that one has done or failed to do.
- Bangla Meaning: (1) অনুতাপ; পরিতাপ; খেদ; দুঃখ; (2) (regrets) নিমন্ত্রণ গ্রহণ না করার সৌজন্যসূচক দুঃখপ্রকাশ।
• Example Sentence:
- She expressed her regret at Virginia's death.
• Regret (Verb)
- English Meaning: to mourn the loss or death of: feel sad, repentant, or disappointed over (something that one has done or failed to do).
- Bangla Meaning: (1) দুঃখ করা বা দুঃখিত হওয়া; (2) অনুশোচনা বা আক্ষেপ করা; অনুতপ্ত হওয়া;
• Example Sentence:
- She immediately regretted her words.
Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

0
Updated: 1 month ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 3 weeks ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional

0
Updated: 3 weeks ago
After hours of discussion, the committee made a __________ decision to approve the new policy.
Created: 1 month ago
A
unanimous
B
unamimous
C
unonimous
D
unaneemous
• Complete Sentence: After hours of discussion, the committee made a unanimous decision to approve the new policy.
- Bangla Meaning: অনেক ঘন্টা আলোচনা শেষে, কমিটি একমত হয়ে নতুন নীতি অনুমোদন করার সিদ্ধান্ত নিল।
• Unanimous (adjective)
English Meaning: fully in agreement; when all members of a group share the same opinion or decision.
Bangla Meaning: সম্পূর্ণ সম্মতিপূর্ণ; সকলের মতামত বা সিদ্ধান্ত একরকম।
- Example Sentence:
- The committee reached a unanimous decision to approve the proposal.
- The voters were unanimous in their support for the new policy.

0
Updated: 1 month ago