What kind of play is "The Tempest"?
A
Tragedy
B
Satire
C
Romantic comedy
D
Historic play
উত্তরের বিবরণ
‘The Tempest’ হলো মূলত একটি Romantic comedy।
-
The Tempest:
-
William Shakespeare রচিত একটি comedy play/drama।
-
5 act-এ বিভক্ত Romance/Tragicomedy, যা ১৬২৩ সালে First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
-
এটি William Shakespeare-এর শেষ রচনা বা Swan Song।
-
Tempest শব্দের অর্থ হলো violent storm।
-
-
সারসংক্ষেপ:
-
নাটকে Duke Prospero এবং তার কন্যা Miranda-এর কাহিনী বলা হয়েছে, যারা Prospero-এর ছোট ভাইয়ের ষড়যন্ত্রের কারণে এক দূরদ্বীপে নির্বাসিত হন।
-
Prospero কে প্রদর্শন করা হয়েছে একজন যাদুকর হিসেবে যার নিয়ন্ত্রণে আছে Ariel এবং Caliban নামক দুটি supernatural creature।
-
নাটকের শুরুতে Prospero তার জাদু শক্তি ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড় সৃষ্টি করেন, যার ফলে অন্যান্য চরিত্ররা তার নির্বাসিত দ্বীপে আসে।
-
Prospero, using his knowledge of magic and sorcery, conjures the tempest to shipwreck his brother Antonio, যিনি তার অবস্থান হরণ করেছিলেন।
-
-
প্রধান চরিত্র:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature, good character)
-
Caliban (Supernatural creature, bad character)
-
Antonio (Villain, brother of Duke)
-
Ferdinand (Hero)
-
Gonzalo
-
-
বিখ্যাত উক্তি:
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in't!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
-
-
William Shakespeare (1564-1616):
-
জন্ম 23 April 1564, Stratford-upon-Avon; মৃত্যু 23 April 1616।
-
English poet, dramatist এবং actor।
-
English national poet এবং Bard of Avon বা Swan of Avon হিসেবে পরিচিত।
-
মোট 37 play এবং 154 sonnet রচনা করেছেন।
-
-
Famous Comedy Plays by Shakespeare:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love's Labour's Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All's Well That Ends Well
-
A Midsummer Night's Dream
-
The Merry Wives of Windsor
-
The Two Gentlemen of Verona
-

0
Updated: 14 hours ago
The Taming of the Shrew is famous _______ written by ________.
Created: 1 month ago
A
comedy, Edmund Spenser
B
tragedy, Edmund Spenser
C
comedy, Shakespeare
D
tragedy, Shakespeare
"The Taming of the Shrew" হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কমেডি নাটক।
• The Taming of the Shrew
- এটি 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- 1590-94 সালে কোনো এক সময়ে লেখা এবং 1623 সালে 'First Folio' তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই Comedy টি Shrewish Katharina এবং the Canny Petruchio এর মধ্যকার volatile courtship এর বর্ণনা দেয় যে কিনা determined to subdue Katharina’s legendary temper and win her dowry.
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' এবং Swan of Avon বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 1 month ago
“Shylock” is a character in the play-
Created: 1 month ago
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
Romeo and Juliet
D
Measure for Measure
“Shylock” is a character in the play - The Merchant of Venice.
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glisters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Who is the author of 'Man and Superman'?
Created: 1 month ago
A
G.B. Shaw
B
Thomas Hardy
C
Ernest Hemingway
D
Charles Dickens
‘Man and Superman’ নাটক
-
‘Man and Superman’ নাটকটি George Bernard Shaw (জি. বি. শ)’র লেখা।
-
এটি চার অঙ্ক (4 acts) বিশিষ্ট একটি নাটক, যা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
-
এই নাটকে লেখক দেখাতে চেয়েছেন, পুরুষ হচ্ছে সৃষ্টিশীল আত্মার প্রতীক এবং নারী হচ্ছে মানবজাতির বংশধারার ধারক।
-
নাটকটিতে “Life Force” (জীবন শক্তি) ধারণা তুলে ধরা হয়েছে এবং নারী-পুরুষের সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
John Tanner
-
Hector Malone
-
Ann Whitefield
-
Mendoza
-
Roebuck Ramsden
-
Octavius Robinson
-
Violet Robinson
-
Susan Ramsden
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০)
-
তিনি একজন আইরিশ নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তাকে আধুনিক ইংরেজি নাটকের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে ধরা হয়।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
জি. বি. শ’র বিখ্যাত কিছু নাটক
-
Pygmalion
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
The Doctor’s Dilemma
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature – ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago