Who is the central character of Pride and Prejudice?
A
Jane Eyre
B
Eliza Doolittle
C
Elizabeth Bennet
D
Catherine Earnshaw
উত্তরের বিবরণ
Elizabeth Bennet হলো ‘Pride and Prejudice’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
-
Pride and Prejudice:
-
উপন্যাসটি ১৮১৩ সালে তিনটি ভলিউমে প্রকাশিত হয় এবং প্রাথমিকভাবে এর নাম ছিল First Impressions।
-
বুদ্ধিদীপ্ত উপমা এবং চরিত্রগুলোর সূক্ষ্ম উপস্থাপনার কারণে ইংরেজি সাহিত্যে এটি একটি classic হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Bennet পরিবারের সদস্যদের জীবন এবং পরিবারের বড় মেয়ে Elizabeth Bennet-এর সাথে জমিদার Fitzwilliam Darcy-এর সম্পর্কের মাধ্যমে।
-
Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়ে, কিন্তু তাদের পথ বিভিন্ন পূর্বধারণা এবং সামাজিক বাধার কারণে জটিল হয়ে ওঠে।
-
উপন্যাসে Elizabeth Bennet, the daughter of a country gentleman, এবং Fitzwilliam Darcy, a wealthy aristocratic landowner-এর মধ্যে ক্রমান্বয়ে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে তুলে ধরা হয়েছে।
-
-
প্রধান চরিত্র:
-
Mrs. Bennet
-
Mr. Bennet
-
Elizabeth Bennet
-
Mary Bennet
-
Jane Bennet
-
Catherine Bennet
-
Lydia Bennet
-
Charles Bingley
-
Fitzwilliam Darcy
-
George Wickham
-
-
উক্তি:
-
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.”
-
-
Jane Austen (1775-1817):
-
English novelist এবং ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক।
-
তার লেখাগুলো ১৯শ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরে।
-
তার রচনাগুলো timeless, প্রায়ই চলচ্চিত্র, টিভি শো এবং স্টেজ প্রযোজনায় অনুবাদ হয়।
-
Ordinary মানুষদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয় তুলে ধরার মাধ্যমে Jane Austen প্রথমবার উপন্যাসকে distinctly modern character দিয়েছেন।
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
Emma
-
Lady Susan
-
Mansfield Park
-
Northanger Abbey
-
Persuasion
-
Pride and Prejudice
-
Sense and Sensibility
-
-
অন্য প্রখ্যাত নারী চরিত্র:
-
Eliza Doolittle: George Bernard Shaw-এর play Pygmalion-এর কেন্দ্রীয় চরিত্র
-
Jane Eyre: Charlotte Bronte-এর novel Jane Eyre-এর প্রধান চরিত্র
-
Catherine Earnshaw: Emily Bronte-এর novel Wuthering Heights-এর কেন্দ্রীয় চরিত্র
-
0
Updated: 1 month ago
Which character is most associated with irony in dialogue?
Created: 2 months ago
A
Mr. Bennet
B
Mr. Darcy
C
Wickham
D
Jane Bennet
Mr. Bennet ব্যঙ্গাত্মক স্বভাবের জন্য পরিচিত। তিনি প্রায়ই Mrs. Bennet-এর বোকামি নিয়ে রসিকতা করেন। তার irony পাঠককে আনন্দ দেয়, কিন্তু তার দায়িত্বহীনতা পরিবারের জন্য ক্ষতিকর হয়। Austen তার মাধ্যমে দেখান—ব্যঙ্গ বুদ্ধিদীপ্ত হলেও বাস্তব দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা তৈরি হয়।
2
Updated: 2 months ago
Which daughter is Mrs. Bennet's favorite?
Created: 1 month ago
A
Jane
B
Kitty
C
Elizabeth
D
Lydia
Lydia Bennet হলো Jane Austen-এর "Pride and Prejudice" নাটকে Mrs. Bennet-এর সর্বপ্রিয় কন্যা, কারণ তাদের personality একে অপরের সঙ্গে strikingly similar।
মা ও কন্যা দুজনেই frivolous, high-spirited, এবং social events ও romantic affairs নিয়ে উচ্ছ্বসিত।
-
Narrator স্পষ্টভাবে বলেন Lydia-এর status: "Lydia was a stout, well-grown girl of fifteen, with a fine complexion and good-humoured countenance; a favourite with her mother, whose affection had brought her into public at an early age."
-
Mrs. Bennet Lydia-এর whims indulge করেন এবং প্রায়শই তার ভুল আচরণও defend করেন। তিনি Lydia-তে নিজের youthful self-এর reflection দেখতে পান এবং তার flirtatious nature-এ আনন্দ পান।
-
Lydia-এর Mr. Wickham-এর সঙ্গে বিবাহে Mrs. Bennet আনন্দিত হন, scandalous circumstances থাকা সত্ত্বেও, কারণ তার main goal হলো তার কন্যাদের বিয়ে করা। Mrs. Bennet exclaim করেন: "Well! I am so happy! In a short time I shall have a daughter married. Mrs. Wickham! How well it sounds!"
-
Jane-এর প্রতি Mrs. Bennet-এর fondness আছে, কিন্তু তা মূলত Jane-এর beauty এবং সম্ভাব্য wealthy marriage-এর জন্য। তার daughters-এর প্রতি প্রেম প্রায়ই তাদের marriageability-এর উপর নির্ভর করে।
-
Elizabeth হলো তার least favorite, কারণ Mrs. Bennet irritate হন Elizabeth-এর wit ও independence-এ। Elizabeth-এর Mr. Collins-এর proposal reject করা তাকে personal affront মনে হয় এবং family-এর financial security jeopardize করা মনে হয়।
-
Kitty, চতুর্থ কন্যা, প্রায়শই overlooked হয় এবং Lydia-এর shadow-তে থাকে। Mary, middle daughter, খুব plain এবং pedantic হওয়ায় তার প্রতি মায়ের মনোযোগ কম।
অতএব, Lydia-এর মায়ের সঙ্গে shared temperament এবং তার social life-এর উপর মা-এর vicarious enjoyment তাকে Mrs. Bennet-এর favorite করে তোলে।
0
Updated: 1 month ago
Who is described as having “fine eyes” in the novel “Pride and Prejudice”?
Created: 2 months ago
A
Jane Bennet
B
Elizabeth Bennet
C
Lydia Bennet
D
Mary Bennet
Elizabeth-এর সৌন্দর্য আলাদা করে তোলা হয় তার “fine eyes”-এর মাধ্যমে। Darcy প্রথমে Elizabeth-কে তেমন সুন্দর মনে না করলেও, পরে তার চোখের সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি তাকে আকর্ষণ করে। Austen এখানে দেখাতে চেয়েছেন বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চোখের বুদ্ধি, প্রাণশক্তি ও চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। Elizabeth-এর চোখ Darcy-র দৃষ্টি আকর্ষণের মাধ্যম হলেও, পাঠকের কাছে এটি তার স্বাধীনতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তির প্রতীক।
2
Updated: 2 months ago