Who is the central character of Pride and Prejudice?
A
Jane Eyre
B
Eliza Doolittle
C
Elizabeth Bennet
D
Catherine Earnshaw
উত্তরের বিবরণ
Elizabeth Bennet হলো ‘Pride and Prejudice’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
-
Pride and Prejudice:
-
উপন্যাসটি ১৮১৩ সালে তিনটি ভলিউমে প্রকাশিত হয় এবং প্রাথমিকভাবে এর নাম ছিল First Impressions।
-
বুদ্ধিদীপ্ত উপমা এবং চরিত্রগুলোর সূক্ষ্ম উপস্থাপনার কারণে ইংরেজি সাহিত্যে এটি একটি classic হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Bennet পরিবারের সদস্যদের জীবন এবং পরিবারের বড় মেয়ে Elizabeth Bennet-এর সাথে জমিদার Fitzwilliam Darcy-এর সম্পর্কের মাধ্যমে।
-
Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়ে, কিন্তু তাদের পথ বিভিন্ন পূর্বধারণা এবং সামাজিক বাধার কারণে জটিল হয়ে ওঠে।
-
উপন্যাসে Elizabeth Bennet, the daughter of a country gentleman, এবং Fitzwilliam Darcy, a wealthy aristocratic landowner-এর মধ্যে ক্রমান্বয়ে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে তুলে ধরা হয়েছে।
-
-
প্রধান চরিত্র:
-
Mrs. Bennet
-
Mr. Bennet
-
Elizabeth Bennet
-
Mary Bennet
-
Jane Bennet
-
Catherine Bennet
-
Lydia Bennet
-
Charles Bingley
-
Fitzwilliam Darcy
-
George Wickham
-
-
উক্তি:
-
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.”
-
-
Jane Austen (1775-1817):
-
English novelist এবং ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক।
-
তার লেখাগুলো ১৯শ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরে।
-
তার রচনাগুলো timeless, প্রায়ই চলচ্চিত্র, টিভি শো এবং স্টেজ প্রযোজনায় অনুবাদ হয়।
-
Ordinary মানুষদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয় তুলে ধরার মাধ্যমে Jane Austen প্রথমবার উপন্যাসকে distinctly modern character দিয়েছেন।
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
Emma
-
Lady Susan
-
Mansfield Park
-
Northanger Abbey
-
Persuasion
-
Pride and Prejudice
-
Sense and Sensibility
-
-
অন্য প্রখ্যাত নারী চরিত্র:
-
Eliza Doolittle: George Bernard Shaw-এর play Pygmalion-এর কেন্দ্রীয় চরিত্র
-
Jane Eyre: Charlotte Bronte-এর novel Jane Eyre-এর প্রধান চরিত্র
-
Catherine Earnshaw: Emily Bronte-এর novel Wuthering Heights-এর কেন্দ্রীয় চরিত্র
-

0
Updated: 14 hours ago
Why does Darcy interfere in Jane and Bingley’s relationship at first?
Created: 2 weeks ago
A
He dislikes Jane personally
B
He doubts Jane’s affection
C
He envies Bingley
D
He wants Jane for himself
Darcy মনে করেছিল Jane আসলে Bingley-কে তেমন ভালোবাসে না। তার শান্ত স্বভাবকে Darcy উদাসীনতা ভেবেছিল। এছাড়া Bennet পরিবারের লজ্জাজনক আচরণ (Mrs. Bennet-এর উচ্ছ্বাস, Lydia ও Kitty-র ফ্লার্ট) তাকে বিরক্ত করেছিল। এজন্য Darcy বন্ধুকে দূরে সরিয়ে নেয়। Austen দেখান—ভুল বিচার সম্পর্ক ভাঙতে পারে। তবে পরে Darcy ভুল বুঝতে পেরে Jane–Bingley-এর মিল ঘটাতে সাহায্য করে।

0
Updated: 2 weeks ago
Why is Elizabeth’s rejection of Darcy’s first proposal significant?
Created: 2 weeks ago
A
It humiliates Darcy publicly
B
It changes both characters
C
It causes Wickham’s downfall
D
It pleases Lady Catherine
Elizabeth Darcy-এর প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করে কঠোরভাবে। এতে Darcy প্রথমবার নিজের আচরণ বিশ্লেষণ করে। সে তার অহংকার ত্যাগ করে ভদ্র হতে শেখে। অন্যদিকে Elizabeth নিজের prejudice ভাঙতে শেখে। এই ঘটনাই কাহিনির মূল বাঁক (turning point)। Austen বোঝাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন অপরিহার্য।

0
Updated: 2 weeks ago
What lesson does Charlotte Lucas’s marriage give?
Created: 2 weeks ago
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।

1
Updated: 2 weeks ago