Which one of the following poets does not belong to the Victorian era?
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
Robert Frost
উত্তরের বিবরণ
Robert Frost একজন Victorian কবি নন, তিনি একজন আধুনিক আমেরিকান কবি।
-
Robert Frost (1874-1963):
-
আমেরিকান কবি, যাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সম্মানিত করা হয়।
-
‘Nature poet’ এবং ‘Regional poet’ নামে পরিচিত।
-
চারবার Pulitzer পুরস্কার লাভ করেছেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
-
Mending Wall কবিতাটি তার North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
-
প্রধান কবিতা:
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out
-
Nothing Gold Can Stay
-
Home Burial
-
-
Victorian Period-এর কবিরা:
-
Alfred Tennyson (1809-1892)
-
Robert Browning (1812-1889)
-
Matthew Arnold (1822-1888)
-
এই তিনজন Victorian যুগের প্রখ্যাত কবি।
-
0
Updated: 1 month ago
The author of the quote "Good fences make good neighbors" is-
Created: 1 month ago
A
Dylan Thomas
B
Robert Frost
C
Walt Whitman
D
Emily Dickinson
“Good fences make good neighbors” উদ্ধৃতিটি কবি Robert Frost-এর লেখা Mending Wall কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি মানবিক সম্পর্ক, সামাজিক সীমানা এবং প্রকৃতির ভূমিকা নিয়ে গভীর চিন্তার প্রতিফলন।
-
Mending Wall কবিতাটি Robert Frost লিখেছিলেন।
-
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
-
কবিতাটি তার North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল।
Summary
-
কবিতায় দেখা যায়, দুটি প্রতিবেশী একসঙ্গে দেয়াল মেরামত করছেন।
-
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই সীমানা ভাঙতে চায়।
-
অপরদিকে প্রতিবেশী বিশ্বাস করেন “Good fences make good neighbors”, অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বিভাজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে এক ভারসাম্য খোঁজার চেষ্টা করেন।
Robert Frost (1874–1963)
-
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়।
-
তিনি Nature poet এবং Regional poet নামেও পরিচিত।
-
তিনি চারবার Pulitzer Prize লাভ করেছিলেন।
-
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো A Boy’s Will, North of Boston, Mountain Interval প্রভৃতি।
-
Mending Wall কবিতাটি তাঁর North of Boston গ্রন্থের অন্তর্ভুক্ত।
কিছু উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial
0
Updated: 1 month ago
'Mending Wall' was written by
Created: 1 month ago
A
Lord Byron
B
T.S. Eliot
C
W. B. Yeats
D
Robert Frost
Mending Wall কবিতাটি রচিত হয় Robert Frost দ্বারা এবং এটি Blank Verse-এ লেখা, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে রচিত। কবিতাটি তার কাব্যগ্রন্থ ‘North of Boston’-এর অন্তর্ভুক্ত। এতে দেখানো হয়েছে কিভাবে বক্তা এবং তার প্রতিবেশী তাদের সম্পত্তির মধ্যে থাকা পাথরের প্রাচীর পুনর্নির্মাণের জন্য একত্রিত হয়। Mending Wall কবিতাটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
Robert Frost ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
-
তিনি প্রায়শই Nature poet এবং Regional poet নামে পরিচিত।
-
Frost চারবার Pulitzer Prize লাভ করেন।
-
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
Robert Frost-এর উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out
-
Nothing Gold Can Stay
-
Home Burial
0
Updated: 1 month ago
'Good fences make good neighbors'. -The line was written by _______ .
Created: 1 month ago
A
Robert Graves
B
Robert Frost
C
Ezra Pound
D
Carl Sandburg
"Good fences make good neighbors" উক্তিটি Robert Frost-এর লেখা বিখ্যাত কবিতা "Mending Wall" থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় তিনি কীভাবে প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক এবং সীমারেখার প্রভাব দেখা যায় তা অন্বেষণ করেছেন।
• Mending Wall
-
এই কবিতাটি লিখেছেন Robert Frost।
-
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)-এ রচিত।
-
কবিতাটি তার কাব্যগ্রন্থ 'North of Boston'-এ অন্তর্ভুক্ত।
-
কবিতায় বর্ণিত হয়েছে কীভাবে বক্তা এবং তার প্রতিবেশী তাদের সম্পত্তির মধ্যে একটি পাথরের প্রাচীর পুনর্নির্মাণের জন্য মিলিত হয়।
-
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
• Robert Frost
-
তিনি একজন আমেরিকান কবি।
-
পরিচিত 'Nature poet' এবং 'Regional poet' হিসেবে।
-
চারবার পুলিতজার পুরস্কার লাভ করেছেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: A Boy's Will, North of Boston, From Mountain Interval।
-
তার 'North of Boston' কাব্যগ্রন্থে Mending Wall কবিতাটি অন্তর্ভুক্ত।
• প্রখ্যাত কবিতাসমূহ
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial
0
Updated: 1 month ago