Which character is the heroine character from ‘As You Like It’ written by Shakespeare?
A
Portia
B
Rosalind
C
Viola
D
Ophelia
উত্তরের বিবরণ
Rosalind হলো William Shakespeare-এর কমেডি ‘As You Like It’-এর প্রধান নারী চরিত্র। নাটকটি একটি pastoral comedy, যা ৫টি acte বিশিষ্ট এবং ১৫৯৮–১৬০০ সালের মধ্যে রচিত। ১৬২৩ সালে এটি First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। কাহিনীর প্রধান অংশ ঘটে The Forest of Arden নামে একটি কাল্পনিক জঙ্গলে, যেখানে Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প, পরিবারিক ক্ষমতার দ্বন্দ্ব, এবং নানা নাটকীয় ঘটনার মাধ্যমে প্রেমিক যুগলের পরিণতি ফুটে ওঠে।
-
As You Like It-এর মূল বিষয়বস্তু:
-
Romantic comedy ধাঁচের নাটক
-
Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প
-
Duke Frederick তার বড় ভাই Duke Senior কে নির্বাসিত করে
-
Orlando কে তার ছোট ভাই Oliver ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে
-
Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে
-
আর্ডেনের জঙ্গলে প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায়
-
-
প্রধান চরিত্রসমূহ:
-
Rosalind (Heroine)
-
Celia (Rosalind-এর cousin)
-
Orlando (Male lead)
-
Oliver
-
Duke Senior
-
Duke Frederick
-
Touchstone
-
Audrey
-
-
বিখ্যাত উক্তি:
-
“All the world's a stage And all the men and women are merely players.”
-
“Sweet are the uses of adversity.”
-
“Love is merely a madness.”
-
“To the last gasp with truth and loyalty.”
-
“I'll have no husband, if you be not he.”
-
“Under the greenwood tree who loves to die with me, and turn his merry note.”
-
-
William Shakespeare (1564–1616):
-
English poet, dramatist, এবং actor
-
English National Poet; জন্মস্থান: Stratford-upon-Avon (Bard of Avon বা Swan of Avon)
-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত
-
সাহিত্যকর্ম: ৩৭টি play, ১৫৪টি sonnet, long narrative poems
-
পরিচিত মূলত drama এবং sonnet-এর জন্য
-
-
বিখ্যাত কমেডি নাটকসমূহ:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night's Dream
-

0
Updated: 14 hours ago
How does Macbeth react to Lady Macbeth’s death?
Created: 1 month ago
A
He becomes furious
B
He ignores it completely
C
He blames himself
D
He is shocked but accepts it
Lady Macbeth-এর মৃত্যুর খবর শুনে Macbeth বলে—“She should have died hereafter”—যা বোঝায় সে শোক পেলেও যুদ্ধ ও ভাগ্যের মুখোমুখি হওয়ায় মানসিকভাবে নিরাসক্ত হয়ে গেছে। এটি তার হতাশা ও জীবনের অসারতার উপলব্ধি প্রকাশ করে।

0
Updated: 1 month ago
Why is Macduff able to kill Macbeth despite the prophecy?
Created: 1 month ago
A
He was “untimely ripped” from his mother
B
He came into the world by surgery
C
He did not have a natural birth
D
He was born through C-section
ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল, “নারীর গর্ভে জন্মানো কেউ Macbeth-কে মারতে পারবে না।” Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা সাধারণ প্রসব নয়। সব অপশন একই অর্থ বহন করলেও মূল শব্দগুচ্ছ “C-section” নাটকীয়ভাবে সত্যিটা প্রকাশ করে।

1
Updated: 1 month ago
What is Bianca’s role in the handkerchief plot?
Created: 1 month ago
A
She steals it
B
She returns it angrily to Cassio
C
She hides it from Desdemona
D
She gives it to Iago directly
Bianca, Cassio-র প্রেমিকা, Cassio-র কাছ থেকে রুমালটি পেয়ে রাগে ফেরত দেয়। ওথেলো এটিকে প্রমাণ হিসেবে দেখে বিশ্বাস করে যে রুমালটি ডেসডিমোনা Cassio-কে দিয়েছে। এই ঘটনাই ওথেলোর সন্দেহকে নিশ্চিত করে তোলে এবং ট্র্যাজেডি চূড়ান্ত রূপ পায়।

3
Updated: 1 month ago