Which character is the heroine character from ‘As You Like It’ written by Shakespeare?
A
Portia
B
Rosalind
C
Viola
D
Ophelia
উত্তরের বিবরণ
Rosalind হলো William Shakespeare-এর কমেডি ‘As You Like It’-এর প্রধান নারী চরিত্র। নাটকটি একটি pastoral comedy, যা ৫টি acte বিশিষ্ট এবং ১৫৯৮–১৬০০ সালের মধ্যে রচিত। ১৬২৩ সালে এটি First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। কাহিনীর প্রধান অংশ ঘটে The Forest of Arden নামে একটি কাল্পনিক জঙ্গলে, যেখানে Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প, পরিবারিক ক্ষমতার দ্বন্দ্ব, এবং নানা নাটকীয় ঘটনার মাধ্যমে প্রেমিক যুগলের পরিণতি ফুটে ওঠে।
-
As You Like It-এর মূল বিষয়বস্তু:
-
Romantic comedy ধাঁচের নাটক
-
Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প
-
Duke Frederick তার বড় ভাই Duke Senior কে নির্বাসিত করে
-
Orlando কে তার ছোট ভাই Oliver ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে
-
Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে
-
আর্ডেনের জঙ্গলে প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায়
-
-
প্রধান চরিত্রসমূহ:
-
Rosalind (Heroine)
-
Celia (Rosalind-এর cousin)
-
Orlando (Male lead)
-
Oliver
-
Duke Senior
-
Duke Frederick
-
Touchstone
-
Audrey
-
-
বিখ্যাত উক্তি:
-
“All the world's a stage And all the men and women are merely players.”
-
“Sweet are the uses of adversity.”
-
“Love is merely a madness.”
-
“To the last gasp with truth and loyalty.”
-
“I'll have no husband, if you be not he.”
-
“Under the greenwood tree who loves to die with me, and turn his merry note.”
-
-
William Shakespeare (1564–1616):
-
English poet, dramatist, এবং actor
-
English National Poet; জন্মস্থান: Stratford-upon-Avon (Bard of Avon বা Swan of Avon)
-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত
-
সাহিত্যকর্ম: ৩৭টি play, ১৫৪টি sonnet, long narrative poems
-
পরিচিত মূলত drama এবং sonnet-এর জন্য
-
-
বিখ্যাত কমেডি নাটকসমূহ:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night's Dream
-
0
Updated: 1 month ago
What is the purpose of showing the eight kings in the witches’ vision?
Created: 2 months ago
A
To predict Macbeth’s victory
B
To warn of Malcolm’s return
C
To show Banquo’s royal lineage
D
To curse Macduff
ডাইনিরা Macbeth-কে আটজন রাজা দেখায়, যারা Banquo-র বংশধর। এটি প্রমাণ করে যে ভবিষ্যদ্বাণী সত্য—Macbeth রাজা হলেও তার উত্তরাধিকার চিরকাল টিকবে না, বরং Banquo-র রক্তই রাজবংশ চালাবে।
0
Updated: 2 months ago
What weakness of Cassio does Iago exploit?
Created: 2 months ago
A
His drinking problem
B
His gambling
C
His dishonesty
D
His greed
Cassio সাধারণত সৎ ও বিশ্বস্ত হলেও মদ খেতে পারে না। Iago এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে মাতাল অবস্থায় ঝগড়ায় ফেলে। এর ফলে Cassio পদ হারায় এবং নাটকের কাহিনি এগোয়। এই ঘটনাই ওথেলোর সন্দেহ বাড়ানোর পথ তৈরি করে।
1
Updated: 2 months ago
Who is Prospero's brother, who usurped his title as Duke of Milan?
Created: 1 month ago
A
Alonso
B
Gonzalo
C
Antonio
D
Sebastian
Act 1, Scene 2-এ প্রসপেরো মিরান্ডাকে তার পটভূমি বর্ণনা করেন, ব্যাখ্যা করে কীভাবে তারা দ্বীপে পৌঁছায়। তিনি স্পষ্টভাবে তার ভাই অ্যান্টোনিওকে বর্ণনা করেন, যিনি তাকে বিশ্বাসঘাতকতা করেন।
প্রসপেরো তার গোপন অধ্যয়নে নিমগ্ন থাকা অবস্থায় রাজ্যের পরিচালনার দায় অ্যান্টোনিওর হাতে দেন। প্রতিপত্তির লালসায় অ্যান্টোনিও আলোনসো (নেপলসের রাজা)-র সঙ্গে চুক্তি করে প্রসপেরোকে উৎখাত করার জন্য।
বিনিময়ে সম্মান ও ভক্তি পাওয়ার জন্য, আলোনসো অ্যান্টোনিওকে মিলানের ডিউকের পদ দখল করতে সাহায্য করেন এবং প্রসপেরো ও শিশু মিরান্ডাকে সমুদ্রে ভাসিয়ে মারা পাঠানো হয়।
0
Updated: 1 month ago