Who composed the ode "To Autumn"?
A
William Wordsworth
B
S. T. Coleridge
C
P. B. Shelley
D
John Keats
উত্তরের বিবরণ
“To Autumn” কবিতার রচয়িতা John Keats, একজন প্রখ্যাত English Romantic lyric poet। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং Keats-এর জীবনের শেষ গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। এটি শরৎকালের সৌন্দর্য, গ্রীষ্মের বিদায় এবং জীবনের নশ্বরতা নিয়ে রচিত। কবিতাটি তিনটি 11-line stanzas নিয়ে গঠিত এবং Autumnকে উর্বরতা ও পরিপক্কতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
-
কবিতার নাম: To Autumn
-
লেখক: John Keats
-
প্রকাশ: ১৮২০
-
ধরণ: Romantic lyric poem
-
কাঠামো: তিনটি ১১-লাইনের স্তবক
-
বিষয়বস্তু: শরৎকালের আগমন, গ্রীষ্মের বিদায়, জীবনের সংক্ষিপ্ততা এবং Autumn-এর উর্বরতা ও পরিপক্কতা
-
-
John Keats (1795-1821)
-
English Romantic lyric poet
-
লিখেছেন প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা নিয়ে
-
মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ, তবে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত
-
সাহিত্যকর্ম: sonnets, odes, epics ইত্যাদি
-
কাব্য সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার
-
-
John Keats-এর খ্যাতি ও শিরোনাম:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
-
The Youngest Poet of English Literature
-
-
প্রখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
Ode to a Nightingale
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Isabella
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-

0
Updated: 14 hours ago
What famous line concludes the ode?
Created: 3 weeks ago
A
“Love is eternal, life is fleeting”
B
“Truth is power, and beauty is glory”
C
“Beauty is truth, truth beauty,—that is all”
D
“Time shall destroy, but art shall remain”
শেষ লাইনে কিটস শিল্প ও জীবনের মূল দর্শন প্রকাশ করেছেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি রোমান্টিক যুগের এক অমর উক্তি, যা আর্ন ও শিল্পের চিরন্তন বার্তা।

0
Updated: 3 weeks ago
What is the central paradox of “Ode on Melancholy”?
Created: 3 weeks ago
A
Beauty gives birth to sorrow
B
Pain and joy are separate
C
Death is eternal happiness
D
Melancholy destroys imagination
কিটস দেখান, সৌন্দর্য ও আনন্দ ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এ কারণে সৌন্দর্যের ভেতর থেকেই দুঃখ জন্ম নেয়। এটাই কবিতার মূল paradox।

1
Updated: 3 weeks ago
In “Ode on Melancholy,” Keats advises not to seek relief in—
Created: 3 weeks ago
A
Death and Oblivion
B
Poetry and Art
C
Love and Beauty
D
Nature and Joy
কবি বলেন, দুঃখের সময় মানুষ যেন আত্মহত্যা, বিস্মৃতি বা মৃত্যুতে মুক্তি খোঁজে না। তিনি স্পষ্ট বলেন “No, no, go not to Lethe”। অর্থাৎ লিথি নদীর (ভুলে যাওয়ার প্রতীক) কাছে গিয়ে আত্মসমর্পণ করা যাবে না।

0
Updated: 3 weeks ago