The novel 'We Do Not Part' is written by-
A
Jon Fosse
B
Han Kang
C
Kazuo Ishiguro
D
J.K. Rowling
উত্তরের বিবরণ
“We Do Not Part” একটি সাম্প্রতিক উপন্যাস, যা দক্ষিণ কোরিয়ার নোবেলজয়ী লেখিকা হান কাং রচনা করেছেন। এটি ১৯৪৮ সালের জেজু বিদ্রোহের পটভূমিতে রচিত একটি ঐতিহাসিক কথাসাহিত্য, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়। উপন্যাসটি মূলত ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতার গল্প, যা ব্যক্তিগত শোককে জাতীয় ইতিহাসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছে।
-
উপন্যাসের নাম: We Do Not Part
-
মূলত দক্ষিণ কোরীয় ভাষায় Jakbyeolhaji Anneunda নামে ২০২১ সালে প্রকাশিত।
-
ইংরেজিতে প্রকাশিত হয়েছে ২০২৫ সালে We Do Not Part নামে।
-
ধরণ: ঐতিহাসিক কথাসাহিত্য (historical fiction)
-
পটভূমি: ১৯৪৮ সালের জেজু বিদ্রোহ (Jeju Uprising)
-
বিষয়: ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতা
-
-
লেখক: Han Kang (১৯৭০-)
-
জন্ম: ১৯৭০, গওাংজু, দক্ষিণ কোরিয়া
-
প্রথম দক্ষিণ কোরীয় এবং ১৮তম নারী হিসেবে সাহিত্যে নোবেলজয়ী
-
পরিচিত: পরীক্ষামূলক উপন্যাস রচনা এবং মানবজাতির সহিংসতার প্রবণতা নিয়ে লেখার জন্য
-
-
প্রধান রচনা:
-
Greek Lessons
-
Human Acts
-
The Vegetarian
-
The White Book
-
We Do Not Part
-

0
Updated: 14 hours ago
The most famous romantic poet of English literature is -
Created: 1 month ago
A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
The most famous romantic poet of English literature is William Wordsworth.
- He was one of the founders of English Romanticism and one of its most central figures and important intellects.
• William Wordsworth (1770 -1850)
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
• তাঁর আরো কয়েকটি উপাধি হচ্ছে -
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.
-
• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- The World is too Much with Us,
- Tintern Abbey,
- Rainbow/ My Heart Leaps Up,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc
• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.
• অন্যদিকে,
• John Dryden হচ্ছেন The restoration Period/The Neoclassical period এর একজন English poet, dramatist, and literary critic, যিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তাঁর যুগটিকে 'The Age of Dryden' হিসাবেও ধরা হয়।
• Alexander Pope is the most famous poet of The Augustan Age/ The Neoclassical period.
- এই যুগের অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• T. S. Eliot কে Modern Period বা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
Who wrote Dr. Zivago?
Created: 1 month ago
A
Maxim Gorky
B
Boris Pastornak
C
Fyodor Dostoevsky
D
Leo Tolstoy
Doctor Zhivago
- রচনা করেন Boris Pasternak.
- ১৯৫৭ সালে ইটালিতে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমিতে এই উপন্যাসের কাহিনী রচিত। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের উপর নেমে আসা বিভিন্ন পরিণতি এর উপজীব্য বিষয়।
• কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তার প্রেমিকা Lara.
• Boris Leonidovich Pasternak:
- He is a Russian poet whose novel Doctor Zhivago helped win him the Nobel Prize for Literature in 1958.
- The novel became an international bestseller.
- It was published in Italy in 1957.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Lord of the Flies was written by ________
Created: 1 month ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
William Golding
D
T.S. Eliot
Lord of the Flies
-
Lord of the Flies হচ্ছে উইলিয়াম জেরাল্ড গোল্ডিং-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস।
-
এটি লেখকের প্রথম উপন্যাস, যা ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
-
এই বইতে মানুষের ভেতরের অন্ধকার দিক, নীতিহীনতা ও বর্বরতার রূপ তুলে ধরা হয়েছে।
-
গল্পে দেখা যায়, পারমাণবিক যুদ্ধের ভয় থেকে কিছু ব্রিটিশ শিশু-কিশোরকে একটি বিমানে করে এক দূরবর্তী অজানা দ্বীপে পাঠানো হয়।
-
তবে দুর্ঘটনাবশত প্লেনটি ভেঙে পড়ে এবং বড়দের সবাই মারা যায়।
-
একা পড়ে যাওয়া শিশুরা ধীরে ধীরে নিয়ম শৃঙ্খলা ভুলে বর্বর ও নিষ্ঠুর আচরণ করতে শুরু করে।
-
এই উপন্যাসে ভাল ও মন্দ, নৈতিকতা ও নৃশংসতা, এবং মানব স্বভাবের আসল চেহারা তুলে ধরা হয়েছে।
উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
-
জ্যাক (Jack)
-
র্যালফ (Ralph)
-
পিগি (Piggy)
-
সাইমন (Simon)
-
রজার (Roger)
লেখক পরিচিতি:
-
উইলিয়াম জেরাল্ড গোল্ডিং ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।
-
তিনি ১৯৮৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তার লেখাগুলোর মূল বিষয় ছিল মানবজীবনের বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্ব।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors ইত্যাদি।
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 month ago