The novel 'We Do Not Part' is written by-
A
Jon Fosse
B
Han Kang
C
Kazuo Ishiguro
D
J.K. Rowling
উত্তরের বিবরণ
“We Do Not Part” একটি সাম্প্রতিক উপন্যাস, যা দক্ষিণ কোরিয়ার নোবেলজয়ী লেখিকা হান কাং রচনা করেছেন। এটি ১৯৪৮ সালের জেজু বিদ্রোহের পটভূমিতে রচিত একটি ঐতিহাসিক কথাসাহিত্য, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়। উপন্যাসটি মূলত ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতার গল্প, যা ব্যক্তিগত শোককে জাতীয় ইতিহাসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছে।
-
উপন্যাসের নাম: We Do Not Part
-
মূলত দক্ষিণ কোরীয় ভাষায় Jakbyeolhaji Anneunda নামে ২০২১ সালে প্রকাশিত।
-
ইংরেজিতে প্রকাশিত হয়েছে ২০২৫ সালে We Do Not Part নামে।
-
ধরণ: ঐতিহাসিক কথাসাহিত্য (historical fiction)
-
পটভূমি: ১৯৪৮ সালের জেজু বিদ্রোহ (Jeju Uprising)
-
বিষয়: ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতা
-
-
লেখক: Han Kang (১৯৭০-)
-
জন্ম: ১৯৭০, গওাংজু, দক্ষিণ কোরিয়া
-
প্রথম দক্ষিণ কোরীয় এবং ১৮তম নারী হিসেবে সাহিত্যে নোবেলজয়ী
-
পরিচিত: পরীক্ষামূলক উপন্যাস রচনা এবং মানবজাতির সহিংসতার প্রবণতা নিয়ে লেখার জন্য
-
-
প্রধান রচনা:
-
Greek Lessons
-
Human Acts
-
The Vegetarian
-
The White Book
-
We Do Not Part
-
0
Updated: 1 month ago
“O Captain! My Captain!” - was written to mourn the death of
Created: 1 month ago
A
P.B. Shelley
B
Martin Luther King Jr.
C
George Washington
D
Abraham Lincoln
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
“O Captain! My Captain!”
-
রচনা: Walt Whitman।
-
উদ্দেশ্য: আমেরিকান প্রেসিডেন্ট Abraham Lincoln-এর মৃত্যুতে লেখা elegy।
-
কাঠামো: তিন স্তবকের কবিতা।
-
প্রকাশ: ১৮৬৫ সালে।
Walt Whitman (1819–1892)
-
American poet, journalist, essayist।
-
বিখ্যাত রচনা: Leaves of Grass (1855, landmark in American literature)।
Famous Works
-
Leaves of Grass
-
O Captain! My Captain!
-
Drum-Taps
-
Songs of Myself
-
A Passage To India
0
Updated: 1 month ago
Who is the author of 'A Farewell to Arms'?
Created: 5 months ago
A
T. S. Eliot
B
John Milton
C
Plato
D
Emest Hemingway
A Farewell to Arms – উপন্যাস পরিচিতি
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
এটি লেখকের তৃতীয় উপন্যাস এবং তার জীবনের অভিজ্ঞতা-নির্ভর একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসটির পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধের ইতালিয়ান ফ্রন্টে ভিত্তি করে লেখা হয়েছে।
-
মূল চরিত্র: Lieutenant Frederic Henry, একজন আমেরিকান যিনি ইতালীয় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স কর্পসে কর্মরত।
উপন্যাসের শিরোনাম:
-
“A Farewell to Arms” – এখানে "arms" শব্দটি দ্ব্যর্থবোধক; এটি অস্ত্র (war) এবং প্রেমিকার বাহু বা ভালোবাসা (love) – উভয়কেই বোঝায়।
-
শিরোনামটি ১৬শ শতাব্দীর ইংরেজ নাট্যকার George Peele-এর একটি কবিতা থেকে নেওয়া হয়েছে।
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (প্রধান চরিত্র)
-
Catherine Barkley (নারী চরিত্র)
-
Lieutenant Rinaldi (Frederic-এর বন্ধু)
-
Helen Ferguson (Catherine-এর বন্ধু)
📝 বিখ্যাত উক্তি:
-
“All thinking men are atheists.” – এটি উপন্যাসের একটি গভীর দার্শনিক উক্তি।
লেখক পরিচিতি – Ernest Hemingway (1899–1961):
-
পূর্ণ নাম: Ernest Miller Hemingway
-
পেশা: আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক
-
লেখালেখির বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত, সহজ ও প্রাঞ্জল গদ্যরীতির জন্য বিখ্যাত।
-
তার লেখনী ২০শ শতকের ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
-
১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ:
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises (প্রথম উপন্যাস, যা তাঁকে প্রতিষ্ঠিত করে)
-
Green Hills of Africa
তথ্যসূত্র: Britannica.com এবং Live MCQ Lecture
0
Updated: 5 months ago
Who wrote Dr. Zivago?
Created: 3 months ago
A
Maxim Gorky
B
Boris Pastornak
C
Fyodor Dostoevsky
D
Leo Tolstoy
Doctor Zhivago
- রচনা করেন Boris Pasternak.
- ১৯৫৭ সালে ইটালিতে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমিতে এই উপন্যাসের কাহিনী রচিত। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের উপর নেমে আসা বিভিন্ন পরিণতি এর উপজীব্য বিষয়।
• কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তার প্রেমিকা Lara.
• Boris Leonidovich Pasternak:
- He is a Russian poet whose novel Doctor Zhivago helped win him the Nobel Prize for Literature in 1958.
- The novel became an international bestseller.
- It was published in Italy in 1957.
Source: Britannica.
0
Updated: 3 months ago