'ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে' এক কথায় কী বলে?
A
দূরগামী
B
ভবিতব্য
C
দূরদর্শী
D
দূরদর্শন
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় কিছু বিশেষ শব্দের অর্থ নির্দিষ্ট এবং এক কথায় প্রকাশযোগ্য। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও তাদের অর্থ দেওয়া হলো।
-
‘ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে’
-
এক কথায়: দূরদর্শী
-
-
‘দূরে গমন করে এমন’
-
অর্থ: দূরগামী
-
-
‘ঘটবেই এমন’
-
অর্থ: ভবিতব্য
-
-
উল্লেখযোগ্য তথ্য
-
‘দূরদর্শন’ শব্দের অর্থ: বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গবাহিত ছবি ও শব্দ গ্রাহক যন্ত্রবিশেষ
-

0
Updated: 14 hours ago
'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
Created: 1 month ago
A
নিদাঘ
B
নশ্বর
C
নষ্টমান
D
বিনশ্বর
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ হচ্ছে - নশ্বর।
অন্যদিকে,
• 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে- 'অবিনশ্বর'।
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ - অনিকেত।
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ - নশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ - ক্ষণস্থায়ী।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি– এক কথায় কী হবে?
Created: 2 weeks ago
A
ঐতিহাসিক
B
ইতিহাসবিদ
C
ইতিহাস রচয়িতা
D
ইতিহাসবেত্তা
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।

0
Updated: 2 weeks ago
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
Created: 3 months ago
A
অপূর্ব
B
অদৃষ্টপূর্ব
C
অভূতপূর্ব
D
ভূতপূর্ব
এক কথায় প্রকাশ (সংক্ষিপ্ত রূপে ভাব প্রকাশ):
-
যা পূর্বে ছিল, এখন নেই – ভূতপূর্ব
-
যা আগে কখনো দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
-
যা আগে কখনো শোনা যায়নি – অশ্রুতপূর্ব
-
যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
-
যা বলা হয়নি – অনুক্ত
-
যা বলার যোগ্য নয় – অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,
ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago